চেক জালিয়াতির অভিযোগে ব্যবসায়ী জোনায়েদ কবির গ্রেফতার

76

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জের সদর উপজেলার আলিরটেক ইউনিয়ন এর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জুনায়েদ কবিরকে চাঁদার দাবিতে অসংখ্যবার হুমকি দিচ্ছে একটি প্রভাবশালী সন্ত্রাসী বাহিনী। চাঁদার দাবিতে কখনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ,কখনো বাড়িতে হামলা ,আবার কখনো ফোনে মেরে ফেলার হুমকি দিচ্ছে সন্ত্রাসী বাহিনী।

গত ১৫ ই ডিসেম্বর অয়ন ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী মাহদী গার্মেন্টসের পরিচালক জোনায়েদ কবিরের নিকট ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি প্রদান করে বলে তার বড় ভাই মাসুম রানা জানান।

তিনি আরো বলেন, ২০ লক্ষ টাকা চাঁদার জন্য তারা মরিয়া হয়ে উঠেপড়ে লেগেছে এবং একের পর এক হুমকি ও ব্যবসা ভাংচুর করে যাচ্ছে।

গত ২৮ই ডিসেম্বর ২০ লক্ষ টাকা চাঁদার জন্য মাহাদী গার্মেন্টসে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সবকিছু তছনছ করে ফেলে এবং নগদ টাকা ও প্রতিষ্ঠানের চেক বই নিয়ে সন্ত্রাসীরা চলে যায়। অয়ন ওসমান তার ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যাংকে ২০ লক্ষ টাকার চেক জমা করে এবং চেক পাস না হওয়ার তার ছোট ভাইয়ের নামে থানায় মিথ্যা মামলা করে, যার ফলে কোন আইনি নোটিশ ছাড়াই গত ১৭ই জানুয়ারি পুলিশ তার ছোট ভাইকে ধরে নিয়ে যায় বলে তার বড় ভাই মাসুম রানা জানিয়েছেন।