উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড.তৈমূর আলম খন্দকার।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে তিনি নারায়ণগঞ্জ কারাগার থেকে বেরিয়ে আসেন। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা ইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড.সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল আইনজীবীসহ শতাধিক নেতাকর্মী তৈমূরকে ফুলের মালা পুড়য়ে শুভেচ্ছা ও অভিন্দন জানান। এ সময় কারামুক্ত তৈমূর মহান আল্লাহর দরবারে শোকরিয়া এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে মাসদাইরের বাসায় ফিরে শুকরিয়া নামাজ আদায় শেষে উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। এছাড়া আদালত প্রাঙ্গনে দলমত নির্বিশেষে আইনজীবিরা আমার জন্য যে ভূমিকা রেখেছেন তা নারায়ণগঞ্জে ইতিহাস হয়ে থাকবে।
তৈমুর আরো বলেন, হামলা মামলা করে জেলে দিয়ে আমাকে গনতন্ত্র পুনুরুদ্ধারের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। তৃণমূলের হাজার লক্ষ্য নেতাকর্মীকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্র পুনুরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখবো। আল্লাহ ছাড়া কোন রক্ত চক্ষুকে পরোয়া করি না। রাজপথে ছিলাম, আছি এবং আগামী দিনেও রাজপথে থাকবো। আমার জন্ম রাজপথে, মৃত্যুও হবে রাজপথে।
এর আগে এদিন সকালে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। বিকেলে জামিনের আদেশ নারায়ণগঞ্জ কারা কতৃপক্ষের কাছে পৌছারে কারা কতৃপক্ষ তাকে মুক্তি দেন।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ নারায়ণগঞ্জ আদালত পাড়া থেকে তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছিল।