নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১১, আওয়ামী লীগ ৬ পদে জয়ী

133

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৭ পদের মধ্যে সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও কার্যকরী সদস্য পদসহ ৬ পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, কোষাধ্যক্ষ, আপ্যায়ন সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, লাইব্রেরী সম্পাদক, সমাজসেবা সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক ও কার্যকরী সদস্য পদসহ ১১ পদে জয়ী হয়েছে।

মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৯২৭ জন ভোটারের মধ্যে ৯১২ জন ভোট দিয়েছেন।

সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের হাসান ফেরদৌস জুয়েল পেয়েছেন ৪৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের জহিরুল হক পেয়েছেন ৪৩৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া পেয়েছেন ৪৮১ ভোট। প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট আবদুল হামিদ খান ভাষানী ভূইয়া পেয়েছেন ৪১৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট আবদুল লতিফ মিঞা পেয়েছেন ৩৬১ ভোট। বিজয়ী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা পেয়েছেন ৫২৮ ভোট।

সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট সালাহ উদ্দিন পেয়েছেন ৩২৩ ভোট। বিজয়ী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট আজিজ আল মামুন পেয়েছেন ৫৫৯ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মাহবুবুর রহমান পেয়েছেন ৪৭৩ ভোট। প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আব্দুস সামাদ মোল্লা পেয়েছেন ৪০৫ ভোট।

কোষাধ্যক্ষ পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট জসিমউদ্দিন পেয়েছেন ৩৯০ ভোট। বিজয়ী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নুরুল আমিন মাসুম পেয়েছেন ৫০২ ভোট।

আপ্যায়ন সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট সুমন মিয়া। প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল।

ক্রীড়া সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট সাইদুল ইসলাম সুমনকে পরাজিত করে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট আবুল বাশার রুবেল জয়ী হয়েছেন।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম। লাইব্রেরী সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন।

সমাজ সেবা সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট ইসরাত জাহান ইনাকে পরাজিত করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট শারমীন আক্তার বিজয়ী হন।

আইন ইন ও মানবাধিকার সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা জিতেছেন। পরাজিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট স্বপন ভূইয়া।

কার্যকরী সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের অ্যাডভোকেট রাশেদ ভূইয়া ও অ্যাডভোকেট আবদুল মান্নান বিজয়ী হয়েছেন।

অন্যদিকে সদস্য পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আনু ও আল আমিন সবুজ বিজয়ী হয়েছেন।