প্রধানমন্ত্রী যা চান তা রায় হয়ে বেরিয়ে অাসে: রিজভী

49

অার কোন অভিযান নাই, শুধু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান। ঢাকা শহরে কত মাদক ব্যবসায়ী, কত অপরাধী শহর ভরে গেছে তাদের বিরুদ্ধে সরকার অার প্রশাসনের কোন অভিযোগ নাই, অভিযান নাই। সরকারের অন্যায়, অবিচারের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা সোচ্চার প্রতিবাদী তারা রাজপথে প্রতিবাদ জানাচ্ছে এই কারণে সরকার তাদের দলবল নিয়ে বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় আক্রমণ করছে , পরিবার, ছেলে মেয়েদের কেও রেহাই পাচ্ছেনা। তাদেরও পুলিশ অাটক করে থানায় নিয়ে যাচ্ছে নির্যাতন চালাচ্ছে।

অাজ দুপুরে দলীয় কার্যলয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন,

রিজভী অারও জানান, বেগম জিয়ার সাথে সিলেট সফর শেষে বাসায় ফেরার পথে মগবাজার থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে কে বা কারা তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত পুলিশ অাটকের কথা শিকার করছেনা।

তিনি জানান, এখন পর্যন্ত সারাদেশ এগারো’শরও বেশি বিশ দলীয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে সরকারের নিরাপত্তা বাহিনী । অারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে এইমূহর্তে অারও দেড়’শর মতো বিশ দলীয় নেতাকর্মী অাটক ও গ্রেফতারের নির্যাতনের খবর অাসছে।

রায়ের আগে রিজভী শঙ্কা প্রকাশ করে বলেন, তিনি(প্রধানমন্ত্রী) যা চান তা খালেদার রায় হয়ে বেরিয়ে অাসে।