ফতুল্লায় বিএনপির ৬২ নেতাকে আসামী করে আরো একটি মামলা

123

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকসহ পুলিশের উপর হামলার অভিযোগে পুলিশ আরেকটি মামলা করেছে। এ মামলায় জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদারকে প্রধান আসামি করে ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়া বিএনপির এ গোপন বৈঠক থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাত দেড়টার দিকে ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল বাদী হয়ে মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, ৭ ফেব্রুয়ারি বুধবার রাত সোয়া ৯টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর বালুরঘাট সংলগ্ন রহমানের পরিত্যাক্ত প্রগতি ডাইংয়ের তৃতীয় তলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ওই গোপন সভাটি করে নাশকতার পরিকল্পনা চলছিল।

মামলায় রুহুল আমীন (৩৫), পিতা- মৃত আলম শিকদার @ আবুল কাশেম, সাং- দাপা ইদ্রাকপুর, আদর্শ স্কুল সংলগ্ন, থানা- ফতুল্লা, নারায়নগঞ্জ ছাড়াও ২। একরামুল কবির মামুন (৩৭), পিতা- মৃত কবির, সাং- ফতুল্লা চৌধুরী বাড়ী, ৩। সাগর ছিদ্দিক (২০), পিতা- তুষার আহম্মেদ মিঠু, ৪। মোঃ তুষার আহম্মেদ মিঠু (৪২), পিতা- মৃত গফুর, উভয় সাং- দাপা ইদ্রকাপুর মাদবাড়ী সুনু মেম্বারের বাড়ী সাথে, ৫। খোকা (৪০), পিতা- মৃত সাহাবুদ্দিন, সাং- দেলাপাড়া চেয়ারম্যান বাড়ী রোড, ৬। মোঃ দিপু (৩৮), পিতা- আক্তার হোসেন, সাং- দাপা ইদ্রাকপুর শৈলকুরা, ৭। শহিদুল ইসলাম টিটু (৩৮), পিতা- সফি ড্রাইভার, ৮। ইসমাইল (৪০), পিতা- মৃত বাবু খা, উভয় সাং- নয়ামাটি ভাবি বাজার, ৯। লিখন (৩৫), পিতা- তোতা মিয়া, সাং- আদর্শনগর নিশ্চিন্তপুর, ১০। সেলিম চৌধুরী কমর (৩৬), পিতা- মৃত ঠান্ডা চৌধূরী, সাং- ফতুল্লা চৌধুরী বাড়ী।

১১। আবু বখতিয়ার সোহাগ (৩৫), পিতা- আঃ বারেক, সাং- আলীগঞ্জ, ১২। রানা চৌধুরী (৩০), পিতা- আব্দুল রাজ্জাক চৌধুরী, সাং- ফতুল্লা, ১৩। সেলিম আহম্মেদ (৩২), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, সাং- তল্লা, ১৪। রয়েল চৌধুরী (৪০), পিতা- মৃত আলামীন চেীধুরী, সাং- ফতুল্লা চৌধূরী বাড়ী, ১৫। বাহাউদ্দিন @ সাগর (৩৭), পিতা- ফজলুর রহমান, সাং- সস্তাপুর, ১৬। মামুন (মমির ছেলে) (৪২), পিতা- আবুল হোসেন, সাং- ভুইগড় পশ্চিমপাড়া, ১৭। মিঠু সরদার (৩৮), পিতা- তাজু সরদার, ১৮। কাদির শিকদার (৩৬), পিতা- বচ্চু শিকদার, উভয় সাং- ভুইগড় পূর্বপাড়া, ১৯। কাজী মশিউর (৩৫), পিতা- কাজী আব্দুল মালেক, সাং- ভুইগড় পূর্বপাড়া, ২০। ইসমাইল (৩৮), পিতা- আব্দুল জলিল, সাং- মাহমুদুর, নিতাইপুর।

২১। নজরুল মেম্বার (৪০), পিতা- এসহাক মাদবর, ২২। আব্দুর রহমান বিশ্বাস, পিতা- মৃত সিদ্দিক, উভয় সাং- মাহমুদপুর, ২৩। খোকন তারেক (৩৫), পিতা- জব্বার হাজী, সাং- শান্তিধার, ২৪। আবুল হোসেন পায়েল (৩৮), পিতা- মৃত মমতাজ উদ্দিন, মাহমুদপুর, ২৫। স্বপন (৩৫), পিতা- সজু খান, সাং- দেলপাড়া মির্জা বাড়ী মোড়, ২৬। মুসলিম (৪০), পিতা- বাচ্চু মিয়া, সাং- দাপা ইদ্রাকপুর, খোঁজপাড়া, বাদল মেম্বারের বাড়ীর পাশে, ২৭। মোঃ জুয়েল (২৫), পিতা- আবুল হোসেন, সাং- দাপা ইদ্রাকপুর, পোষ্ট অফিস রোড, পশু হাসপাতালের সাথে, ২৮। মোঃ টুটুল (২২), পিতা- আব্দুর রহমান, সাং- দাপা ইদ্রাকপুর, পাকিস্তান বিল্ডিং এর পার্শ্বে, ২৯। শিভলু (২৫), পিতা- আরব আলী, সাং- দাপা ইদ্রাকপুর, কোচপাড়া, শাহ ফতুল্লা কিন্ডার গার্ডেনের সাথে, ৩০। গোলাম মোস্তফা অরুন (৩৫), পিতা- মৃত মোহাম্মাদ আলী ড্রাইভার, সাং- ফতুল্লা রেল ষ্টেশন সুলতান মেম্বারের বাড়ী।

৩১। আব্দুল মতিন কন্ট্রাক্টর @ ভুইট্টা মতিন (৪০), পিতা- মৃত রহব আলী মাদবর, সাং- দাপা ইদ্রাকপুর শৈলকুড়া, ৩২। অনি (২৭), পিতা- আবুল কাশেম, সাং- শিয়ারচর উকিল বাড়ীর মোড়, ৩৩। আব্দুর রাজ্জাক টিক্কা (৩৮), পিতা- মৃত গোলাপ চান, সাং- দাপা ইদ্রাকপুর শৈলকুড়া, ৩৪। টিপু (২৮), পিতা- মৃত আঃ গফুর, সাং- দাপা ইদ্রাকপুর আদর্শ স্কুল সংলগ্ন, ৩৫। মাসুদ (৩৬), পিতা- মৃত আঃ করিম, সাং- পশ্চিম দেলপাড়া খালপাড়, ৩৬। কামাল সরকার (৪৩), পিতা- মৃত এনামুল হক মাষ্টার, ৩৭। শাহাদাত চৌধূরী (৪৮), পিতা- নবী উল্লাহ, ৩৮। আতাই রাব্বি (৩০), পিতা- শাহাদাত হোসেন, ৩৯। আলতাফ হোসেন বাবু (৩২), পিতা- সিরাজ মিয়া, সর্ব সাং- গিরিধারা, ৪০। রনি (৩৫), পিতা- রমিজ উদ্দিন, সাং- দাপা ইদ্রাকপুর খোজপাড়া।

৪১। কাজী মিন্টু (৩৫), পিতা- মৃত মতলব কাজী, সাং- দাপা ইদ্রাকপুর শৈলকুড়া, ৪২। সৈকত @ শওকত (৩৩), পিতা- আলী আকবর, ৪৩। জিতু (৩২), পিতা- মজিবর রহমান, উভয় সাং- সস্তাপুর, ৪৪। সুমন (৩৪), পিতা- কালা মিয়া ড্রাইভার, সাং- চিতাশাল কুসুমবাগ, ৪৫। মামুন (৩৪), পিতা- মোসলেহ উদ্দিন, সাং- পাগলা নয়ামাটি, ৪৬। নুর ইসলাম তেলা (৩৩), পিতা- আঃ করিম, সাং- পাগলা বউ বাজার, ৪৭। মোস্তাফিজুর রহমান (৩২), পিতা- আঃ রব, সাং- পাগলা বৈরাগী বাড়ী, ৪৮। গিয়াস উদ্দিন লাভলু (৩৪), পিতা- নাজিম উদ্দিন, সাং- শিয়াচর লালখা, ৪৯। সাইদ খন্দকার (৩৬), পিতা- মৃত আবুল খন্দকার, সাং- ভূইগড়, ৫০। বাবুল মেম্বার (৩৮), পিতা- নোয়াব আলী, সাং- পাগলা শাহী মহল্লা পূর্ব পাড়া।

৫১। মোঃ শহিদ (৩৩), পিতা- ইলিয়াস খান, সাং- পাগলা নয়ামাটি, ৫২। আনিসুর রহমান মানিক (৩৫), পিতা- ইউনুস, সাং- রঘুনাথপুর, ৫৩। মাসুদুর রহমান মাসুম (৪২), পিতা- অজ্ঞাত, সাং- ফাজিলপুর, সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা যুবদল, ৫৪। পান্না মোল্লা (৫০), পিতা- মৃত আওলাদ হোসেন মোল্লা, সাং- নন্দলালপুর, ৫৫। সালাউদ্দিন (৩৮), পিতা- নিজাম উদ্দিন নজু, সাং- লামাপাড়া, ৫৬। লোকমান হাকিম ভূইয়া (৪৮), পিতা- ইসলাম উদ্দিন ভূইয়া, সাং- দাপা ইদ্রাকপুর রেম্বু ডাইং, ৫৭। জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৪৫), পিতা- মোঃ নুর হোসেন, সাং- আদর্শনগর বাদামতলা, ৫৮। এনামুল হক মামুন (৪২), পিতা- আবুল হোসেন, সাং- ভূইগড় পশ্চিম পাড়া, ৫৯। লাল মামুন (৩৫), পিতা- সৈকত, সাং- দাপা ইদ্রাকপুর সাহারা সিটি, ৬০। আনিস (৪৬), পিতা- রশিদ মিস্ত্রি, সাং- দাপা ইদ্রাপুর বাইতুস সালাহ জামে মসজিদ।

৬১। আমিন (৫৫), পিতা- মৃত জাবেদ চৌরা, সাং- ভূইগড় চৌরাবাড়ী, ৬২। মোসলেম উদ্দিন (৫০), পিতা- মৃত জয়নাল আবেদীন, সাং- লালপুর, সর্ব থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জগণ। এছাড়া অজ্ঞাত আরো ৫৮ জনকে আসামী করা হয়।