সিদ্ধিরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ

25
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : জিয়া অরফানেজ ট্রাষ্টের দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। জুম্মার নামাজ শেষে সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির  অস্থায়ী কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি এতে নেতৃত্ব দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ব্যারিষ্টার পারভেজ আহম্মেদ, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল হক রিপন, সোনারগাঁ পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির রফিক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাজহারুল হক ময়ুর, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম, আহাদ, গোলজার হোসেন, শহীদউল্লাহ, জাহাঙ্গীর আক্তার, রাসেল, ছাত্রদল নেতা ইমন , রাব্বী প্রমূখ ।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে নেতৃত্ব দেওয়া আপোষহীন নেত্রী। তিনি তিন বার বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম মহান স্বাধীনতার ঘোষক। মুক্তিযুদ্ধ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান রয়েছে। সেই নেতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও জাল-জালিয়াতি করে সৃজন করা মামলায় বর্তমান অবৈধ দখলদার সরকার সাজা দিয়ে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে পাঠানোর গভীর ষড়যন্ত্র বাস্তবায়নে নেমেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে এই মিথ্যা মামলার রায় এদেশের ষোল কোটি মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। সরকারী বাহিনীর সীমাহীন নিপীড়ণ সত্বেও এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। বেগম জিয়ার মুক্তির সাথে বাংলাদেশের অপহৃত গণতন্ত্র উদ্ধারের সম্পর্ক জড়িত বলে নেতারা বলেন।