সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ৮টি নতুন কারখানার উদ্বোধন

23

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটে অবস্থিত অর্থনৈতিক জোন এলাকায় গতকাল শনিবার মেঘনা গ্রুপের ৮টি নতুন কারখানার উদ্বোধন করা হয়ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য দেন, বানিজ্য মন্ত্রী তোফায়েল আহাম্মেদ, রেলপথমন্ত্রী মজিবুল হক, সোনারগাঁয়ের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া, বাংলাদেশ অর্থনেতিক জোনের কর্তৃপক্ষ পবন চৌধূরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম প্রমূখ।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আমরা টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। সরকারের উন্নয়নের ধারা এগিয়ে চলছে। দেশ এগিয়ে যাচ্ছে তাই ব্যবসা বানিজ্যকে আরো সহজ করা হয়েছে। দেশের অর্থনৈতিক জিডিপি বৃদ্ধি পেয়েছে। সামনে আমাদের লক্ষ্য মাত্রা আরো বাড়বে।

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহাম্মেদ বলেন, আগামী ৪১ সালে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাবে। আমরা বর্তমানে পাকিস্তান থেকে অনেক উন্নত এমনকি সামাজিক ক্ষেত্রে ভারত থেকেও এগিয়ে।

স্বাগত বক্তব্যে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, অর্থনৈতিক জোনের অনুমতি পাওয়ার পর ইতিমধ্যে দুটি জোনে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৮টি নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছি। যেখানে ৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আরো ১০ টি শিল্প প্রতিষ্ঠান বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এসব প্রতিষ্ঠান চালু হলে ১২ থেকে ১৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মেঘনা অর্থনৈতিক জোনের নতুন ৮টি কারখান হলো-মেঘনা পাম্প অ্যান্ড পেপার মিলস লি:, মেঘনা এডিবল অয়েলস রিফাইনারী লি:, এম পিপি পাওয়ার প্লান্ট লি:, সোনারগাঁ ফ্লাওয়ার অ্যান্ড ডাল মিলস লি:, তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স ইউনিট ২ লি: মেঘনা বেভারেজ লি: ইউনিক সিমেন্ট ফাইবার ইন্ড্রাষ্ট্রিজ লি: সোনারগাঁও স্টীল ফেব্রিকেট লি:।