বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে-রাব্বি মিয়া

75

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে। ভাগ্যের কেউ পরিবর্তন করে দিবে না, নিজের ভাগ্য নিজেকে গড়ে তুলতে হবে।

শনিবার সন্ধ্যায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগী ও পুরস্কার বিরতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাব্বি মিয়া বলেন, শিক্ষা জীবনে পড়াশুনাকে বড় বন্ধু হিসেবে ভাবতে হবে। ভাল ফলাফলের ব্যাপারে আরো বেশী মনোযোগী হবে। ভালো পড়াশুনা করেই নিজেকে যোগ্য মানুষ হিসেবে দাঁড় করানো সম্ভব।

বাবা-মায়ের প্রতি সম্মান জানানোর পরামর্শ  দিয়ে তিনি বলেন, উন্নতির শিখরে উঠতে হলে বাবা-মায়ের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীরসভাপতিতে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, দাতা সদস্য ফরিদ আহমেদ লিটন,সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।