নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা মডেল থনা পুলিশ গতকাল দুপুরে আন্ত জেলার ডাকাত সদস্য মাদক ব্যবসায়ী শাহীন ওরফে ডাকাত শাহীন (৪০) কে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানার এস,আই মোজাহারুল ইসলাম গতকাল (২এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পিলকুনি এলাকায় ডাকাত শাহীন কে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ডাকাত শাহীন কে গ্রেপ্তার করে। ডাকাত শাহীন পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্যে পানিতে ঝাঁপদেয়। এসময় পুলিশও তার সাথে ঝাপিয়ে পরে পানি থেকে আটক করে। শাহীনের বিরুদ্ধে নারী নির্যাতন ও ডাকাতি , মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, ২০১৭ ইং সালের অক্টোবর মাসে তার ছোট ভাই লিপু ওরফে ডাকাত লিপুর স্ত্রী সোর্স পারভীনের জীহ্বা কেটে দেয়। এবং তাকে হত্যার উদ্দেশ্যে অনেক নির্যাতন করেছে। এই ঘটনায় পারভীন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় শাহীন সহ ৪/৫ জন কে আসামী করে মামলা দায়ের করেছে। এই মামলার ওয়ারেন্টসহ একাধিক ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পিলকুনি এলাকার মৃত শামসুল হকের ছেলে।