অবৈধ ক্লিনিক ও ডাক্তারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

46

জেলার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার ( ৮ জুলাই ) ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া’র সভাপতিত্বে উক্ত জেলা আইন শৃঙ্খলা মাসিক সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নারী সংসদ সদস্য এড. হোসেন আরা বাবলী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা ইন্ডাস্ট্রির পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, র্যাব ১১ এর এএসপি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপাড়ী, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস , সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান, এপিপি এড. জেসমিন আহমেদ প্রমুখ ।

সভায় নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে অবৈধ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ভূয়া ডাক্তারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং যে সকল শিল্প প্রতিষ্ঠান গুলো টিআইবি ব্যবহার করে না তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।