নারায়নগঞ্জে ঘুষের টাকাসহ প্রকৌশলী আটক

35

নারায়ণগঞ্জ  সোনারগাঁও উপজেলার এলজিআরডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী এহতেশাম উল হককে ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্য্যালয় থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুদকের ঢাকা বিভাগের পরিচালক আনোয়ার হোসেন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিরাজ এন্ড মেহরাজ এন্টারপ্রাইজের মালিক মোজাম্মেলের নিকট থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় এহতেশামকে আটক করা হয়।

এর আগে গত রমজান মাসে একই কাজের বিনিময়ে একই ব্যক্তির নিকট থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন প্রকৌশলী এহতেশাম উল হত। গোপন সংবাদ পেয়ে দুপুরে দুদক পরিচালক আনোয়ার হোসেন ১০ সদস্যের এক টিম নিয়ে এই অভিযান চালান ।

এদিকে মেসার্স মিরাজ এন্ড মেহরাজ ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোজাম্মেল জানান, সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় ২০ লাখ টাকায় একটি সড়কের সংস্কার কাজের বিপরীতে ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন উপ-সহকারী প্রকৌশলী এহতেশাম উল হক। সেই টাকার বাকি অংশ ৫০ হাজার টাকা বৃহস্পতিবার পরিশোধ হয়।