সাংবাদিকের উপর হামলা চালিয়েছে ভূয়া ডাক্তার কামাল ও তার সহযোগিরা।

70

ফতুল্লা প্রতিনিধিঃ ডাক্তারি সার্টিফিকেট নাই তবুও তিনি ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন। অনুসন্ধান করতে গিয়ে ভূয়া ডাক্তার কামল উদ্দিন ও তার বাড়িওয়ালার শেখ ওবায়েদুল্লাহ’র রোষানলের শিকার হয়েছে বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান। কেড়ে নেয়া হয়েছে ভিডিও ক্যামেরা ও মোবাইল সেট। গত সোমবার বিকেলে ফতুল্লা পোষ্ট অফিস রোডের ইরান টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, ইরান টেক্সটাইল এলাকায় কামাল উদ্দিন নামে একজন দীর্ঘদিন মা হোমিও সেন্টার নামে একটি চেম্বার খুলে স্থানীয়দের চিকিৎসা সেবা দিয়ে আসছে। তিনি ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা দিলেও তার কোন ডাক্তারী সার্টিফিকেট নাই। এমনকি ড্রাগ লাইসেন্সও নাই। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি ও ফতুল্লা থানা প্রেস ক্লাবের সদস্য বদিউজ্জামান এ বিষয়ে অনুসন্ধানী সংবাদের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে ডাক্তার পরিচয়দানকারী কামাল উদ্দিন তার বাড়ি ওয়ালা ওবায়দুল্লাহসহ ৩/৪জন সহযোগীকে নিয়ে সাংবাদিক বদিউজ্জামান ও তার সহযোগী এম এ রশিদের উপর হামলা চালায় এবং কর্তব্য পালনে বাঁধা প্রদান করে। এ সময় হামলাকারীরা বিজয় টিভির ক্যামেরা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাংবাদিক বদিউজ্জামান ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।