ফতুল্লায় র‌্যাব-১১ ভেজাল বিরোধী অভিযানে গ্রেফতার-২

99

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর ভেজাল বিরোধি অভিযান পরিচালিত হয়েছে। এসময় ভেজাল খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে দুই সহোদরকে আটক করে র‌্যাব। পরে ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের সাজা প্রদান   করেন। সাজাপ্রাপ্তরা হলো বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানাধিন ভদ্রপাড়া এলাকার মৃত সুলতান আলী মোল্লার ছেলে আঃ ছাত্তার মোল্লা (৪০) এবং আঃ আজিজ মোল্লা (৩৫)। পরে তাদেরকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। শনিবার দুপুরে ফতুল্লার শিবু মাকের্ট এলাকায় এসএস এগ্রো ফুড কোম্পানিতে অভিযান চালানো হয়।

এ বিষয়ে র‌্যাব-১১ এর এএসপি নাজমুল হাসান ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ফতুল্লা শিবু মার্কেট কুতুব আইল এলাকায় এসএস এগ্রো ফুড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘ দিন যাবৎ ভেজাল খাদ্য সামগ্রী বানিয়ে আসছিলো। আজ (শনিবার) আমরা প্রতিষ্ঠানটিতে উপস্থিত হয়ে দেখতে পাই নোংরা পরিবেশে ভেজাল টমেটো ছস, আমের আচার, সয়াছসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন করা হয় এখানে। এখানে যেসব পণ্য উৎপাদন করা হয় সেগুলোর একটিও মানসম্মত নয়। তাছাড়া প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের কোন ছাড়পত্রও নেই। কোন ধরনের অনুমোতি ছাড়াই তারা এখানে প্রায় তেরো বছর যাবৎ এসব পণ্য উৎপাদন করে আসছিলো। যা কিনা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। পরবর্তীতে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক দ্ইু সহোদরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট তাসলিমুন নেছা জানায়, ফতুল্লার কুতুবআইল এলাকার এসএসএগ্রো ফুড কোম্পানি নামে প্রতিষ্ঠানটি ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদন করে আসছিলো দীর্ঘ দিন যাবৎ। র‌্যাবের অভিযানে আটকের পর আমরা প্রতিষ্ঠানের মালিক দুই সহোদর আঃ ছাত্তার মোল্লা এবং আঃ আজিজ মোল্লাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছি।