ফতুল্লায় ৭০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

84

ফতুল্লায় ৭০ হাজার পিছ ইয়াবা সহ আজিজুল হক নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ফতুল্লার মুন্সীখোলা  চেক পোষ্ট থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়,ধৃত আজিজুল সিএনজি করে ঢাকা যাওয়ার পথে মুন্সীখোলা চেক পোষ্টের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হলে সিএনজি থামিয়ে আজিজুলের  ব্যাগ চেক করলে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। পরে বিষয়টি উপরোস্ত কর্মকর্তাদের জানালে অতিরিক্ত পুলিশ সুপার মো:মনির হোসেন ও ফতুল্লা থানার ওসি শাহ মঞ্জুর কাদের ঘটনা স্থলে উপস্থিত হয়ে সমস্ত ইয়াবা গুনে সাংবাদিকদের জানান আটককৃতর কাছ থেকে ৭০ হাজার পিছ ইয়াবা পাওয়া গেছে। পরে আটককৃত আজিজুল সহ ৭০ হাজার পিছ ইয়াবা ফতুল্লা থানায় সোপর্দ করা হয়। আজিজুল টেকনাফের লেংগুর বিল এলাকার আমির হোসেনের ছেলে।