ভারতে গরুকে ‘‌রাষ্ট্র মাতা’‌ হিসাবে ঘোষণা করার প্রস্তাব পাশ

45

আন্তর্জাতিক ডেস্ক- গরুরে ‘‌রাষ্ট্র মাতা’‌ হিসাবে ঘোষণা করার প্রস্তাব পাশ হলো ভারতের উত্তরাখণ্ড বিধানসভায়। বুধবারই বিধানসভায় এই প্রস্তাব পাশ হয়। কেন্দ্র সরকারের কাছে এই প্রস্তাবটি পাঠানো হয়েছে।উত্তরাখণ্ড বিধানসভায় এই প্রস্তাব আনেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী রেখা আর্য। জানা গিয়েছে, এই প্রস্তাবকে সমর্থন করেছে বিরোধী দলের সদস্যরাও।বিধানসভায় মন্ত্রী রেখা আর্য বলেন, ‘‌গরু হল একমাত্র প্রাণী যে শুধু অক্সিজেন ভেতরে টানে তাই নয় সেটা বাইরেও বের করে দেয়। এছাড়াও গরুর মূত্রের মধ্যে রয়েছে ঔষধি গুণাবলিও।’‌ তিনি আরও বলেন, ‘গরুকে আমরা সর্বদাই মায়ের অবতারে দেখি। গরুর দুধ বিজ্ঞান সম্মত ভাবে সদ্যোজাতদের জন্য অত্যন্ত পুষ্টিকর হিসাবে বিবেচিত হয়েছে। মাতৃদুগ্ধের পরই স্থান রয়েছে গরুর দুধের।’‌ গরুকে ‘‌রাষ্ট্র মাতা’‌ হিসাবে ঘোষণা করা হলে গরু-সংরক্ষণের ওপরও দেশ আরও বেশি করে জোর দেবে বলেও মনে করেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী।উত্তরাখণ্ডের বিজেপি সরকার ইতিমধ্যেই এই রাজ্যে গোরক্ষার জন্য গরু হত্যা নিষিদ্ধ করেছে। এবার সারা দেশেই যাতে সেই নিষিদ্ধ-আইন কার্যকর হয়, সেই চেষ্টাই করছেন তারা। এমনটাই জানিয়েছেন মন্ত্রী রেখা আর্য।প্রাণী সম্পক বিকাশ দপ্তরের সচিব আর মীনাক্ষী সুন্দরম দাবি করেছেন, এক দশকের মধ্যে পরিত্যক্ত গরুর সংখ্যা কমে যাবে। তাঁর আরও দাবি, পথচলতি গরুগুলির ৭৫ শতাংশই ষাঁড়। রাষ্ট্রীয় গোকুল মিশনের সহযোগিতায় পথে ঘুরে বেরানো গরুগুলির ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে বলে দাবি করেছেন তিনি। রাজ্যের তরফে গো-শালাগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।