খালেদা ও তারেকের বিরুদ্ধে সাজানো রায়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে আইনজীবিদের বিক্ষোভ মিছিল।

65

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে সাজানো রায়ের প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোটেক সাখাওয়াত হোসেন খান এর নেতৃত্বে আইনজীবী ঐক্যের মিছিলটি আদালত এলাকা প্রদক্ষিন শেষে আইনজীবী সমিতির সামনে সমাবেশে আইনজীবী নেতৃবৃন্দ রায়কে প্রত্যাখান করে তারা বলেন, এক দফার নির্বাচন করে বিজয়ী হওয়ার জন্য এমন আওয়ামী ফ্যাসিস্ট সরকার এ রায় দিয়েছে। তাদের সেই আশা ভঙ্গ করে দেবে এ দেশের জনগন। রাজনৈতিক ফয়দা আদায় করার চেষ্টা করছে এই রায়ের মাধ্যমে।
মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এটা আসলে একটা ফরমায়েশি রায়। সরকার এক ঢিলে দুই পাখি মারতে চেষ্টা করছে। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য বিরোধী দলীয় নেতাকর্মীদের গায়েবী মামলায় জড়াচ্ছে। নৃশংস একটা হত্যা কান্ডে বিরোধী দলীয় নেতাদের জড়িয়ে বিরোধী দলীয় নেতাদের কলঙ্কিত করার জন্য একটা প্রয়াস করছে আওয়ামী সরকার। রাজনৈতিক ফায়দা আদায় করার চেষ্টা করছে এই রায়ের মাধ্যমে। তিনি বলেন, আমি একজন আইনজীবি হিসেবে আমার মামলার কাগজ পত্র দেখার সুযোগ হয়েছে। এই মামলায় যে সকল বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ রয়েছে তাদের ভিত্তি খুবই দূর্বল। তাদেরকে সাজা দেওয়ার মতো কোন সাক্ষ্যপ্রমাণে কিছু নেই। অথচ সরকার আদালতকে দিয়ে সাজা দেওয়ার ব্যবস্থা করছে। ন্যায় বিচার করা হয়নি। এই রায় দিয়ে সরকার একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এই রায় আমরা প্রত্যাখ্যান করছি, রায়কে রাজনৈতিক করার কারণে দেশের জনগন এই রায় প্রত্যাখান করছে। সমাবেশ বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড: সরকার হুমায়ূন কবির, এ্যাড: আবদুল হামিদ খান ভাসানী, এ্যাড: বেনজির আহম্মেদ, এ্যাড: রফিক আহম্মেদ, এ্যাড: কাজী আবদুল গাফফার, এ্যাড: আনোয়ার প্রধান, এ্যাড: ওমর ফারুক নয়ন, এ্যাড: সিমা সিদ্দিকী, এ্যাড: মানিক মিয়া, এ্যাড: শেখ আঞ্জুমান আহাম্মেদ রিফাত, এ্যাড: ফজলুর রহমান ও এ্যাড: মোজাম্মেল হক মল্লিক প্রমুখ।