নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার আনিসুর রহমান বলেন,আগামী ৭ দিনের মধ্যে বক্তাবলীর মাদক ব্যবসায়ী ও জঙ্গীদের নামের তালিকা তৈরী করে জমা দিন। এ মাসের মধ্যেই মাদক ব্যবসায়ী ও জঙ্গী বিরুধী চিরুনী অভিযান চালানো হবে।
শনিবার (১৩ অক্টোবর) দুপুরে কানাইনগর স্কুলে মাঠে মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ ও ভূমিদস্যুদের প্রতিরোধের দাবীতে আলোচনা সভায় বক্তব্য দেয়া কালে তিনি এ কথা বলেন।
বক্তাবলী ইউনিয়ন পরিষদ ও বক্তাবলী কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মঞ্জুর কাদের, বক্তাবলী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি আবুল হোসেন প্রধান, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন। আরো উপস্থিত ছিলেন-বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজউদ্দিন ভূইয়া,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়া,শফিক মাহমুদ,বক্তাবলী ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,আতাউর রহমান প্রধাণ, ভিপি আলমগীর,ইউপি সদস্য আখিল উদ্দিন,হাজ্বী মো.ফারুক, আ:মতিন,মো.রাসেল চৌধুরী মো.জলিল গাজী,মো.মনির হোসেন,আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মোসা.হাজেরা বেগম,মো.মরিয়ম বেগম,মোসা.কুলসুম বেগন ও কমিউনিটি পুলিশিং কমিটির কমিটির ৭নং ওয়ার্ড সভাপতি মো.দেলোয়ার প্রমূখ।
এ সময় আনিসুর রহমান মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ভূমিদস্যদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করে বলেন, সব কিছু ছেড়েঁ দাও নইলে ১৫ দিনের মধ্যে অভিযান চালানো হবে কেউ রক্ষা পাবেনা।
এছাড়াও তিনি জঙ্গিবাদের তৎপরতা দেখলে পুলিশকে জানানোর জন্য জনসাধারনের প্রতি আহবান জানিয়ে আরো বলেন, ১৫ দিনের মধ্যে বক্তাবলীকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। বক্তাবলীতে অস্থায়ী পুলিশ ফাঁড়ি গড়ে তোলা হবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ্ মঞ্জুর কাদের এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের এলাকায় টেটাঁ বল্লমের ছড়াছড়িঁ। আমি চেয়েছিলাম সমাধান করতে যেন কেউ খুন না হয়। কিন্তু একজন খুন হয়ে গেছে, আমি ব্যর্থ।
তিনি আরো বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বক্তাবলীতে কোন মাদক থাকবেনা। আমাদের কোন পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীদের ধরে টাকার বিনিময়ে ছেড়ে দিলে তার চাকুরী থাকবেনা।
সভাপতির বক্তব্যে হাজ্বী শওকত আলী বলেন, বক্তাবলী একটি রক্ষনশীল এলাকা। প্রধানমন্ত্রীর উন্নয়ন মাদক ব্যবসার জন্য বিলিন হয়ে যাচ্ছে। মাদক ও জঙ্গী নির্মূলে পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী কাজ করে যাব।