নারায়ণগঞ্জে ৭টি ফার্মেসীকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা

122

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের প্রান কেন্দ্রে ৭টি ফার্মেসীকে ভিবিন্ন অপরাধে এক লাখ ৮০হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হোসনে আরা বিনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামসুল আরেফীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এদিন রাতে সদর উপজেলা কার্যালয়ে ইউএনও হোসনে আরা বিনা সাংবাদিকদের জানান, শহরের চাষাঢ়া ও চারারগোপ এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

এসময় ঔষধের দাম বেশি রাখা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি, লাইসেন্স না থাকার অপরাধে লক্ষী ফার্মেসী, শিরিন ফার্মেসী, লার্জ ফার্মা, উজ্জল ফার্মেসীসহ ৭টি ফার্মেসীকে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় বিপুল পরিমানের নিষিদ্ধ ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।