স্টাফ রিপোর্টারঃ ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকার মধ্যনগর গ্রামের মৃত সেকান্দরের ছেলে হালিমের মাদক ব্যবসা এখন জমজমাট।মাদক সম্রাট রহিম বাদশা গ্রেফতার হওয়ার পর নব্য মাদক সম্রাট হালিম বিভিন্ন বয়সী মাদক ব্যবসায়ীদের দিয়ে বক্তাবলীর বিভিন্ গ্রামে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানায়। নব্য মাদক সম্রাট হালিম সিন্ডিকেটের মাধ্যমে অতি অল্প দামে ফেন্সীডিল,ইয়াবা ও গাজার মতো মাদক বক্তাবলী এলাকায় বিক্রী করছে মৃত সালাম মিস্ত্রীর ছেলে মো. আনিস ও রফিকুলের ছেলে মো. শান্তর মাধ্যমে। নব্য মাদক সম্রাট হালিম একই এলাকার আনিস ও শান্তর মাধ্যমে বক্তাবলী এলাকার রামনগর গ্রামের বিসমিল্লাহ মার্কেট, লক্ষীনগর গ্রামের তারু মার্কেট,প্রসন্ননগর গ্রামের খাজা মার্কেট,রাজাপুর, মধ্যনগর, রাজনগর, গোপালনগর,কানাইনগর,রাধানগর সহ আশেপাশের এলাকায় দুপুর ও সন্ধার পর অবাধে মাদক বিক্রী করে। আবার অনেক মাদক সেবীরা মধ্যনগর বাজার থেকে এসব মাদকদ্রব্য ক্রয় করে থাকে হালিমের কাছ থেকে। হাত বাড়ালেই অতি সহজে মাদক পেয়ে যাওয়ায় মাদক সেবীর সংখ্যা এলাকায় বৃদ্ধি পাচ্ছে। ফলে মাদক সেবন করে ধ্বংস হচ্ছে বক্তাবলীর এলাকার যুব সমাজ। বক্তাবলীর যুব সমাজকে মরণ নেশা মাদকের কবল থেকে রক্ষা করার জন্য এলাকার আতংকিত অভিভাবক মহল ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছে।
এ ব্যাপারে বক্তাবলী ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলী বলেন,আমি নিজে মাদকের বিরুদ্ধে এলাকার যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব সকলের। এক সময় বক্তাবলী মেধাশূন্য হয়ে পড়বে মাদকের কারনে। এজন্যই এলাকার যুব সমাজকে রক্ষ করার জন্য সকলকেে এগিয়ে আসতে হবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহ মঞ্জুল কাদের (পিপিএম)বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে। আমরা রুটিন মাফিক বক্তাবলীতে অভিযান চালাবো। দেশ উন্নত হচ্ছে যুব সমাজ মাদক সেবন করে ঝিমুবে তা হতে পারেনা।