আমি নিজে ভিকটিম-শামীম ওসমান

62

নিউজ প্রতিদিন: চাষাঢ়ায় আওয়ামী লীগে অফিসে বোমা বিস্ফোরণের অতীত স্মৃতি তুলে ধরে শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশে একমাত্র আরডিএস আমার উপর ফুটেছে। সব চেয়ে বড় বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। যেটির বিচার আমি এখনও পাইনি।’

ফতুল্লার পাগলা মেরি এন্ডারসনে ইউএনওডিসি কর্তৃক বাংলাদেশ নৌ পুলিশকে চারটি পেট্রোল বোট ও জেটি হস্তান্তর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন এই সংসদ সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শামীম ওসমান বলেন, ‘আমার বিশজন ছেলে এক সেকেন্ডের মধ্যে নাই হয়ে গেছে। আমি পঙ্গু হয়েছি। আমার বহু ভাইয়ের হাত পা নাই। ওই শকুনরা বাংলাদেশের আকাশে এখনও উড়ছে।’

শামীম ওসমান বলেন, ‘সাধারণ মানুষের একই প্রশ্ন, আবার কি আগুন দিবে? আবার কি মানুষ মারবে? আবার কি বোমা ফাটাবে? আমি নিজে একজন ভিকটিম।’

বিএনপি, জামাত ও জাতীয় ঐক্যের নেতাদের নাম উল্লেখ না করে শামীম ওসমান বলেন, ‘ওরা আমাদের ছিড়ে খেতে চায়। ওরা বিভিন্ন নামে আসে। কোনো সময় ডক্টর নামে, কোনো সময় শিক্ষিত নামে। যারা আসে তারা দেশটাকে বেচে খেতে চায়’।

‘তারা সেনাবাহিনীকে নিয়ে কথা বলে। যে সেনাবাহিনী আমাদের দেশে সম্মান নিয়ে আসে। সেনাবাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা প্রস্তুত আছি, ২৭ তারিখ আমরা আমাদের প্রস্তুতি দেখাবো। অনেকেই ভাবছে ক্ষমতার টাইম শেষ। আমরা জানি সংবিধান অনুযায়ী সরকারের ধারাবাহিকতা থাকবে’।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ মহাপরির্শক জাবেদ পাটোয়ারি, নৌ পুলিশের ডিআইজি মারুফ হাসান, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম বীনা, ইউএনওডিসির প্রোগ্রাম অফিসার সানাকা জয়া সাকারা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।