বক্তাবলীর পর ফতুল্লায় পুলিশ সুপারের মাদক বিরোধী সফল অভিযানে গ্রেফতার-৭

105

বক্তাবলীর পর ফতুল্লায় মাদক বিরোধী সফল অভিযান সম্পন্ন করেছে পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম,বিপিএম বার।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালত হয়। পুলিশ সুপারের নেতৃত্বে মাদক বিরোধী অভযানে পুলিশ এসময় বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন সহ ৭জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো ডাকাত শহীদ(৪৫), শুভ(২৮),ভাগ্নে দেলু(৩০), বাবুল(৩৫),আলামিন(৩২),তরুণ(৩০),জনি(৩২)। এসময় ১হাজার ৩০ পিচ ইয়াবা ও সাড়ে ৩’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় জনির বাড়ি থেকে সিসি ক্যামেরা জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন,এডিশনাল এসপি মনিরুল ইসলাম,নূর আলম, এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী,ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের, ওসি (আইসিপি) গোলাম মোস্তফা, এসআই কামরুল হাসান, এসআই বায়িজিদ প্রমুখ। এসময় স্থানীয় সাংবাদিক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুলিশের এই মাদক বিরোধী অভিযানে অংশ গ্রহন করেন।