মুন্সিগঞ্জে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

38

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় র‌্যাবের সঙ্গে’বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি আবুল হোসেন শেখ (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন।

বুধবার ভোর সোয়া ৪টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার পূর্ব সোনারং গ্রামের বেলবাড়ি এলাকার আলম শেখের বালুর মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৫০০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

নিহত আবুল উপজেলার কুন্ডের বাজার এলাকার মৃত নাজিমুদ্দিন শেখের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১১ নারায়ণগঞ্জের উপ-পরিচালক মেজর আশিক বিল্লাহ জানান, ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করতে টঙ্গিবাড়ি সোনারং যায়। সোনারং মেইন রোডের পাশে আবুল হোসেন তার ৪-৫ জন সদস্য নিয়ে মিটিং করছিল। পরবর্তীতে তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে আবুল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমেপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।