নৌকার জন্য ভোট চাইলেন বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী।

72

আপনারা যেই যাই করেন মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তি যেন সংসদে যেতে পারে। বিশেষ করে আমাদের এই ছোট ভাই সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমান যেন আগামী দিনে এমপি হিসেবে নির্বাচিত হতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সবাই কাজ করে যাবো। আপনারা সবাই তাদের ভোট দিবেন। আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শামীম ওসমানের পক্ষে উঠান বৈঠকে বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী ভোট প্রার্থনা করেন।

মোহাম্মদ আলী বলেন, নারায়ণগঞ্জ-৪ আসন এলাকায় শামীম ওসমান যেভাবে উন্নয়ন করেছে তাতে করে আমরা সন্তোষ প্রকাশ করছি। শামীম ওসমানের উন্নয়নে তার পক্ষে মাঠে নেমেছি। আর শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে নৌকার কোন বিকল্প নাই। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের এলাকার উন্নয়ন দেখলে নৌকায় ভোট দিতে হবে। আর নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি করতে হবে। শামীম ওসমানকে আবারো এমপি হিসাবে দেখতে চাই। আপনার আমাদের প্রয়োজনে শামীম ওসমানকে এমপি হিসাবে দরকার।

এদিকে পথসভা ও উঠান বৈঠকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক এমপি মোহাম্মদ আলী নৌকার পক্ষে উঠান বৈঠক করেন। সকালে এনায়েতনগর ইউনিয়নের মাসদাইর হতে শুরু করে পশ্চিম মাসদাইর, বারৈইভোগ, শাসনগাও, পঞ্চবটির চাঁদনী হাউজিং, মুসলিমনগর, নবীনগর, ধর্মগঞ্জ, হরিহরপাড়া ও আমতলা এলাকায় উঠান বৈঠক করেন।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সস্পাদক শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, থানা ছাত্রলীগের সভাপতি এমএ মান্নান ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা মো.হামিদ প্রমূখ।