নাঃগঞ্জ আইলপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় ও মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজে বই উৎসব

64

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডে অবস্থিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৪ নং পাঠানটুলী আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজে প্রাইমারী শিশুদের মাঝে বই প্রদান করা হয়েছে। সারাদেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে পাঠানটুলী আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র চন্দ্র বর্মন শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সকালেই শিশুদের বই বিতরণ করেন।পাশাপাশি একই এলাকায় অবস্থিত মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি মামুনুর রশীদ চমৎকার আয়োজনে আনন্দ বিনোদনে প্রভাতি বাচ্চাদের বই তুলে দেন।

উভয় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন আইলপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান,স্থানীয় পঞ্চায়েত সভাপতি ইসমাইল মাদবর,মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া,পদক্ষেপ পাঠাগারের সেক্রেটারী ইকবাল আহমেদ রিপন,আইলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি মোতালেব হোসেন,সদস্য ইয়াছিন মিয়া,এমদাদ হোসেন,আবুল হাসেম বাবুল ও মোঃ মিলন। মার্জিয়া স্কুলের মধ্যে ছিলেন শিক্ষক নূর মোহাম্মদ বাবু,সুমন আহমেদ,আসাদ আলী স্বপন, তাহমিনা ইয়াসমিন নায়না,জাকিয়া সুলতানা,হাসিনা আক্তার ও আইলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল হক,সেলিনা আহমেদ,
ফাতেমা আক্তার,আফরোজা বেগম ও তামান্না সুলতানা প্রমুখ।

অতিথিরা বলেন, আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতীর কল্যানে কাজ করতে হবেন।লেখা পড়ায় মনোযোগী হয়ে উজ্জ্বল নক্ষত্রের দ্রুতি ছড়িয়ে দিতে হবে।