ফতুল্লার সস্তাপুরে ক্যামব্রিজ স্কুলের এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

87

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।
২৬ই জানুয়ারী ২০১৯ইং তারিখ রোজ শনিবার দুপুর ১টায় শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্র দিয়ে বিদায় দেওয়া হয়।

এসময় শিক্ষার্থীরা ও শিক্ষকবৃন্দ কেক কেটে বিদায় সংবর্ধনা উদযাপন করেন।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোতালেব হোসেন এমিলি।
প্রধান অতিথি বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো করার বিষয়ে কিছু উপদেশ দান করেন এবং তাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন।

বিদায়ী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোহাম্মদ বাহাউদ্দিন (অধ্যক্ষ, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল)।
অধ্যক্ষ, মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, বিগত ৫ বছরের এস.এস.সি পরীক্ষার পরিসংখ্যানে আমাদের স্কুলের পাসের হার শতভাগ। তিনি আশা করেন এভারও এর স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করবে।

এছাড়াও বিদায়ী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, কাউছার আহাম্মেদ ( নারায়ণগঞ্জ সদর উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ) এবং বদিউজ্জামান ( সাংবাদিক ও সম্পাদক)।

বিদায়ী শিক্ষার্থীদের সিনিয়র শিক্ষকগন, রাজ্জাক, জিহাদ, সাদ্দাম, আইরিন, ইমন ও শওকত স্যার পরিক্ষার্থীদের ভালো করার কিছু উপদেশ দেন এবং শিক্ষার্থীদের প্রতি তাদের অনুভূতি প্রকাশ করেন।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ২০১৯ সালের এস.এস. সি পপরীক্ষার্থীর সংখ্যা মোট ২১ জন। তার মধ্যে ৭ জন মেয়ে এবং ১৪ জন ছেলে।