২১শের বই মেলায় শেখ শাম্মী সকালের ২ বই

86

সাহিত্য ডেস্কঃ এবারের ২১শের বই মেলায় নতুন তরুণ কবি শেখ শাম্মী সকালের নতুন দুইটি কাব্যগ্রন্থ এসেছে । কাব্যগ্রন্থে থাকছে অগাধ ভালোবাসা,অভিমান,খুনসুটি ও বিরহব্যাথা। ১ম কাব্যগ্রন্থের নাম, “বসন্তে এলে তুমি” বাংলানামা প্রকাশনে পাবেন। বাংলা একাডেমী চত্বর ৬৮ নং স্টলে। ২য় কাব্যগ্রন্থের নাম,“তুমি আমি ও শরৎ” পাবেন অক্ষরবৃত্ত প্রকাশনা থেকে,সালাম চত্তর ২৭৮ নম্বর স্টলে।

কবির কথা: ছোটবেলা থেকে লিখতে ভালোবাসি,লেখার মাঝে প্রাণ খুঁজে পাই,পাই ভালোবাসা ও শান্তি। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর গ্রামে জন্ম শেখ শাম্মী সকাল এর। শৈশব,কৈশোর ও কলেজ জীবন সেখানেই কেটেছে। বাবা রেজোয়ান হোসেন (মানিক) ও মা বিউটি আক্তার। দুই ভাইবোনের মধ্যে সকালই বড়। ছোটো ভাই অন্তর তাহমিদ তূর্য। শেখ শাম্মী সকাল সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্টে অধ্যয়নরত। জাতীয় কবি পরিষদ ও স্বপ্নকথা সাহিত্য পরিষদের সেরা পাঠিকা হিসেবে দু’বার সনদ পেয়েছেন এবং জাতীয় কবি পরিষদ থেকে স্বসাপ গ্রুপের পক্ষে একটি সম্নাননা ক্রেস্ট পেয়েছেন। এছাড়া বাংলাদেশ সাহিত্যসভার প্রতিষ্ঠাতা ও সভাপতি তিনি।