সিদ্দিরগঞ্জে জমি দখলের চেষ্টায় জাল চক্র গ্রুপ

45

জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি ভূমিদস্যু বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় সন্ত্রাসী এবং ভূমিদ্যুদের সহায়তা নিয়ে জমিতে প্রবেশ করে জোর করে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। জাল দলিল দেখিয়ে ১৯ শতাংশ জমি পুরোটাই দখলের চেষ্টা করছে এই চক্রটি।

এ ঘটনায় পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে জমির মালিক সাংবাদিক সেলিম হোসেন। সাংবাদিক সেলিমের অভিযোগ,১৯৮৪ সালে পিয়ার আলী,লতিফুনের কাছ থেকে জমি কিনেন তার বাবা আব্দুল মালেক। এরপর থেকে জমি ভোগ দখল করে আসছে। এইক জমি ৮৮ সালে আলমগীর- দেলোয়ার গং জালকুড়ির চিহ্নিত ভূমিদস্যু আবদুল কাদিরের মাধ্যমে আহমদ আলীর কাছ থেকে কিনে নিয়েছে দেখিয়ে জমি দখলের চেষ্টা করে। উল্লেখ্য, আহম্মদ আলী ৮৭ সালে মারা যান।

এদিকে সেলিমের বাবা আবদুল মালেক ২০০৫ সালে মেরিনা বেগমের স্বামীর নিকট ৫শতাংশ জমি বিক্রি করে। মেরিনা বেগম তার জমি বুঝে নিয়ে উন্নয়ন কাজ করতে গেলে ভূমিদ্যুরা আদালতে একটি মামলা দায়ের করলে আদালত থানা পুলিশকে শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। এদিকে ৮৪ সালের দলিলকে তোয়াক্কা না করেই ৮৮ সালের দলিল নিয়ে পুরো ১৯ শতাংশ জমি জোর করে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে শনিবার দুপুরে পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক সেলিম হোসেন।