নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ সদর উপজেলার ১১ টি হাট, ঘাট ও বাজারের টেন্ডার সমপন্ন হয়েছে। (১১ এপ্রিল ২০১৯) বৃহস্পতিবার দুপুর ২ টায় ইউএনও কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত টেন্ডারে উপস্থিত ছিলেন,বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মোঃ শওকত আলী, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গফফার,বিআরডিবি কর্মকর্তা বেলাল হোসেন,পিআইও আনোয়ার হোসেনসহ কমিটির সদস্যবৃন্দ।
ডিগ্রীরচর বাজার ইজারাপান আবু সালেহ আহম্মেদ খোকন,বক্তাবলী বাজার ইজারাপান আব্দুস সামাদ, ডিগ্রীরচর গুদারাঘাট পান আওলাদ হোসেন,বক্তাবলী গুদারাঘাট ইজারাপান সাব্বির আহম্মেদ,ফতুল্লা পিলখানা পশু জবাইখানা পান রাসেল চৌধুরী।
১১ টি হাট ও বাজার,ঘাট ও গুদারাঘাটের মধ্যে ৮ টির টেন্ডার প্রক্রিয়া শেষ হয়। বাকি ৩ টি সরকারী মূল্যের চেয়ে কম হওয়ায় দ্বিতীয় দফায় আবারো টেন্ডার হবে।
এবারই প্রথম সদর উপজেলায় ফতুল্লা পশু (পিলখানা) জবাই খানা প্রকাশ্যে টেন্ডার অনুষ্ঠিত হয়। সরকারী মূল্য ছিল ৪৮ হাজার টাকা। সর্বোচ্চ ৭২ হাজার টাকা দিয়ে নেন রাসেল চৌধুরী।