বক্তাবলীর উন্নয়নে সকল মানুষ সহযোগিতা করবে-এম শওকত আলী

350

বক্তাবলীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেছেন,দেশকে উন্নত করতে পারে শেখ হাসিনার সরকার। দেশ ডিজিটাল রাষ্ট্রে পরিণত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ রাস্তাঘাটসহ সকল স্তরে উন্নয়ন করতে হবে। সেই আলোকে এবারের বাজেট ঘোষণা করা হচ্ছে। আশা করি বক্তাবলীর উন্নয়নে সকল মানুষ সহযোগিতা করবে।

ভৌত অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিয়ে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণাকালে তিনি এ সব কথা বলেন। রবিবার (১২ মে) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট এ বাজেট ঘোষণা করা হয়।

শওকত আলী আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সহযোগিতার কারণে বক্তাবলীতে উন্নয়ন কাজ দ্রুত গতিতে হচ্ছে।

বাজেটে ভৌত অবকাঠামো খাতকে ভৌত অবকাঠামো খাতকে প্রথম অগ্রাধিকার দিয়ে ৩ কোটি ৬৪ লাখ টাকা বাজেট করা হয়েছে। শিক্ষা খাতকে দ্বিতীয় অগ্রাধিকার দিয়ে ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ২০ হাজার ৫শ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব নাজমুল হক সরকার, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন মাস্টার, আকিলউদ্দিন, আতাউর রহমান প্রধান, মনির হোসেন, আমজাদ হোসেন, জলিল গাজী, রাসেল চৌধুরী, ওমর ফারুক, মতিন প্রধান, মহিলা সদস্য হাজেরা বেগম, কুলসুম বেগম, মরিয়ম আক্তার, সহকারি নুর মোহাম্মদ টিটু, সমাজসেবক মুক্তিযোদ্ধা মতিউর রহমান, খোরশেদ আলম মাস্টার, নাসিরউদ্দিন মাদবর প্রমুখ।