নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারাডাইজ ক্যাবলের চার শতাধীক শ্রমিক ৫ মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে এক ঘণ্টা ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে এ বিক্ষোভ করেন।
শ্রমিকদের নেতৃত্ব দেয়া ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়াকার্স জেলা কমিটির সাধারন সম্পাদক কবির আহমেদ রাজু জানান,কুতুবআইলে অবস্থিত প্যারাডাইজ ক্যাবলে নারী পুরুষ মিলিয়ে চারশত শ্রমিক চলতি মাসসহ ৫ মাস ধরে কোনো বেতন ভাতা পাচ্ছে না। এ বিষয়ে মালিক পক্ষ নানাভাবে সময় ক্ষেপণ করে বেতন দিচ্ছে না।শ্রমিকরা বেতন না পাওয়াতে টাকার অভাবে এই রোজার মাসে বিভিন্ন মসজিদে গিয়ে ইফতার করছে। এতে বাধ্য হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দ্রুত বেতন ভাতা পরিশোধ না করলে আরো কঠোর আন্দোলন করা হবে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান,শ্রমিকদের বু্ঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ সময় সড়ক অবরোধ ছিল তাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করেছে।