নিউজ প্রতিদিন ডট নেট: লাখো মুসুল্লির উপস্থিতিতে নারায়ণগঞ্জের ইতিহাসের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ও এ কে এম সামছুজ্জোহা স্টেডিয়াম সকাল সাড়ে ৮টায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদ জামাতকে কেন্দ্র করে গত কয়েক দিন সাধারন মানুষের মনে আনন্দ ছিল অন্য রকম। নারায়নগঞ্জের ইতিহাসের সব চেয়ে বড় ঈদ জামাতে অংশ গ্রহন করতে সকালে থেকে ঈদগাহ মাঠে আসতে মুসুল্লিরা। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাঠ। ঈদ জামাতকে কেন্দ্র করে স্টিল স্ট্রাকচারের মাধ্যমে পুরো মাঠ এলাকা জুড়ে প্যান্ডেল করা হয়েছে। সৌন্দর্য বর্ধনের জন্য প্রধান ফটকে আকর্ষণীয় তোরণ নির্মান, প্যান্ডেলের অভ্যন্তরে কার্পেটিং, জামাতের ইমামের জন্য মিম্বর, পর্যাপ্ত আলোকসজ্জা ও ফ্যানের ব্যবস্থাসহ নানা ধরণের অত্যাধুনিক সুযোগ সুবিধা ছিল ঈদগাহে।
ঈদ জামাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন,আগামীতে আরও বড় ও সুন্দর ঈদ জামাতের আয়োজন করা হবে। সে ঈদ জামাত সারা বাংলাদেশের মধ্যে সব চেয়ে বড় হবে ইনশাল্লাহ্। এবার লাখো লোকের সমাগমে আমরা ঈদ জামাত আয়োজন করেছি। ইনশাআল্লাহ আগামী বছর মহিলাদের নামাজের ব্যবস্থাও করবো আমরা।
তিনি আরও বলেন, গতবার তড়িঘড়ি করে আয়োজন করা হয়েছিল। এইবারের এই যে স্টিলের স্ট্রাকচারের মাধ্যমে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের কোথাও আজ পর্যন্ত হয় নাই। এই প্রথম নারায়ণগঞ্জে অনুষ্ঠি হয়েছে। আমরা চেষ্টা করেছি একটি সুন্দর আয়োজন করার। এজন্য অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছে আমি তাদের ধণ্যবাদ জানাই। আমাদের এ আয়োজনে কোন ভূল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
জেলা প্রশাসক রাব্বি মিয়া সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ এত বড় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ জামাত আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদের ধণ্যবাদ জানাই। ঈদে আমরা সকলেই দেশ জাতি ও মুসলিম উম্মাহের জন্য দোয়া করবো। সকল বাবা মায়েরা তাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন। নিজের সন্তানদের খেয়াল রাখতে পারলেই তারা আর বিপদগামী হবেনা।
এর আগে সকাল ৬ টা থেকেই দলে দলে মুসুল্লিরা ঈদগাহে আসতে শুরু করেন।