মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। আল মাহমুদ বাবু’কে সভাপতি ও শেখ তাজুল ইসলাম পিন্টু’কে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন করা হয়। গত ১৭ জুলাই’১৯ বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি ৫সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদের এ কমিটি অনুমোদন করেন। এ কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, নাজমুল হাসান সোহেল ও সুমন দেওয়ান।
এদিকে, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি আল মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে, নবনির্বাচিত নেতৃবৃন্দ’কেও শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন সর্বস্তরের নেতৃবৃন্দ।