নারায়ণগঞ্জে ঈদুল আযহার বৃহত্তম ঈদ জামাতে আবারও কাদলে শামীম ওসমান।
সোমবার সকাল সাড়ে ৮ টায় শহরের জামতলা ঈদ গাঁ মাঠ ও শামসুজ্জোহা স্টেডিয়াম নিয়ে বৃহৎ আকারে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মুসল্লিরা দলে দলে ঈদ গায়ে আসতে শুরু করে। তাদের আগমনে আস্তে আস্তে ঈদ গা এর দুটো স্থানই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। সকাল সাড়ে ৮ টায় শহরের নূর মসজিদের ঈমাম আব্দুস সালাম এই ঈদ জামাতের ইমামতি করেন।
এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান ও জেলা প্রশাসক জসিম উদ্দিন সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে ঈদের জামাত শেষে তারা সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ জামাতের স্থানে প্রায় দুই লাখ বর্গফুটের স্টিল স্ট্রাকচারের প্যান্ডেল নির্মিত ছিল। মদিনার আদলে মাঠটি সাজানো হয়েছে। চারদিকে খচিত রয়েছে পবিত্র কোরআন ও হাদিসের বাণী। বৃষ্টি হলেও যাতে মুসল্লিদের কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমানের আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ছিল।
এই ঈদ জামাতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী সহ সকল শ্রেনির পেশার মানুষ উপস্থিত ছিলেন।