নারী নির্যাতন মামলায় বক্তাবলীর আল আমীন কারাগারে

403

নিজস্ব সংবাদদাতা :নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর পুর্ব গোপালনগরের আবুল কালামের ছেলে মো.আল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার    (২৭ আগষ্ট ) স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন শেষে আদালতে আত্মসমর্পন করলে বিচারক শাহীনউদ্দিন আসামী আল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

মামলা সুত্রে জানা যায়,চলতি বছরের ১৯ মার্চ আসামী আল আমিনের সাথে বিয়ে হয় আমেনার ( ছদ্মনাম) স্থানীয় মহিলা মেম্বারের বাসায়। পরের দিন আলআমিনের বাড়িতে যায় স্ত্রী আমেনা। ১০/১২ দিন পরেই আলআমিনের পরিবার ২ লাখ টাকা ও ফার্নিচার দাবী করে।

টাকা ও ফার্নিচার না দেয়াতে গত ১০ এপ্রিল স্বামী,শাশুড়ি এবং ননদ আমাকে মারধর করে। এর পরে আমি আমার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করি যার নং ২৭৪ ( ১০/৪/১৯ইং)।

মামলা দায়েরের পর আল আমিন উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পায়। আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক আল আমিনকে কারাগাওে পাঠানোর নির্দেশ প্রদান করেন।