বক্তাবলীতে ডিসি বলেন-এলাকার খোজ খবর নেননা ভাগ নেন

233

নিউজ প্রতিদিন:জেলা প্রশাসক জসিমউদ্দিন বলেছেন, আপনারা এলাকার খোজ নেন না ভাগ নেন। মেম্বারের স্বামীরা পরিষদে আসুক এটা চাইনা। চেয়ারম্যান মেম্বারদের সন্তানরা মানুষ হয়না। আমি চাই আপনাদের সন্তানরা মানুষ হোক।মেম্বারী করতে এসে ঘরের খোঁজ খবর রাখিনা ঘরের খবর রাখতে হবে।এলাকায় কয়টি স্কুল,স্বাস্থ্য কেন্দ্র আছে,বাল্য বিয়ে হচ্ছে কিনা সব বিষয়ে খোঁজ খবর রাখতে হবে।
কাজের মাধ্যমে চেয়ারম্যানকে ভালবাসতে হবে।আপনাদের চেয়ারম্যান দায়িত্ববান আপনাদের ও হতে হবে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় বক্তাবলী ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ পরিচালক কাজী মোঃ হাবীবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গফফার, ফতুল্লা থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আফাজউদ্দিন ভূইয়া,সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, ইউপি মেম্বার আতাউর রহমান প্রধান, মনির হোসেন, জলিল গাজী, জাহাঙ্গীর আলম মাষ্টার, আমজাদ হোসেন, ওমর ফারুক,রাসেল চৌধুরী,আব্দুল মতিন, আকিলউদ্দিন,মহিলা মেম্বার কুলসুম আক্তার, মরিয়ম বেগম,হাজেরা বেগম,ইউপি সচিব নুর মোহাম্মদ টিটু,খোরশেদ আলম মাষ্টার ও নাজির হোসেন প্রমুখ।
পরে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত কৃষক ও বিনোদন নামে একটি অনুষ্ঠানে যোগদান করেন জেলা প্রশাসক জসিমউদ্দিনসহ অতিথি বৃন্দ।