১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 62

এনজিও ঋণের কিস্তি ছয় মাসের জন্য শিথিল

নিউজ প্রতিদিন: এনজিও ঋণের কিস্তি ছয় মাসের জন্য শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। এর ফলে আগামী জুন পর্যন্ত ঋণগ্রহীতা কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে সেটিকে খেলাপি বা বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। গতকাল সংস্থাটি এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। সার্কুলারে বলা হয়, ‘বর্তমানে করোনাভাইরাসজনিত কারণে বিশ্ববাণিজ্যের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

দেশের সার্বিক অর্থনীতির এ নেতিবাচক প্রভাবের ফলে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের ব্যবসা-বাণিজ্য তথা স্বাভাবিক অর্থনৈতিক কর্মকান্ডও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বিধিমালা, ২০১০ এর বিধি ৪৪ অনুসরণে ১ জানুয়ারি ২০২০ তারিখে ঋণের শ্রেণিমান যা ছিল, আগামী ৩০ জুন পর্যন্ত ওই ঋণ তার চেয়ে বিরূপ মানে শ্রেণিকরণ করা যাবে না। ’ এর আগে গতকাল বাংলাদেশ প্রতিদিনে নিম্নবিত্তদের দুর্ভোগের কথা তুলে ধরে ‘করোনায় দিনজীবীদের কমছে আয়, চিন্তা ঋণের কিস্তি নিয়ে’ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে ভুক্তভোগীরা এনজিও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ওই প্রতিবেদন প্রকাশের পর পরই নড়েচড়ে বসে এমআরএ। সংস্থাটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জ্জি বলেন, করোনাভাইরাসের কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আপাতত আগামী জুন পর্যন্ত কিস্তি পরিশোধের বিষয়টি রিল্যাক্স করে সার্কুলার দিয়েছি। পরিস্থিতি আরও খারাপ হলে প্রয়োজনে এই সুবিধা আরও বাড়ানো হবে। এমআরএর তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত ৭৫৮টি এনজিও সারা দেশে প্রায় ১ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে। ৩ কোটির বেশি গ্রাহক এই ঋণ গ্রহণ করেছেন। এর মধ্যে বকেয়া ঋণের পরিমাণ ৬৮ হাজার কোটি টাকা।

করোনা নিয়ে ‘হ্যালো রোহান গুজব’র কারিগর ডা. আদনান আটক

নিউজ প্রতিদিন: করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ৩৫ সেকেন্ডের গুজবের কারিগর ডা. ইফতেখার আদনানকে আটক করেছে পুলিশ

শনিবার (২১ মার্চ) বিকেলে তাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ কমিশনার বিজয় বসাক।

গুজব সৃষ্টিকারী ওই চিকিৎসক চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৫ সেকেন্ডের একটি অডিও ভাইরাল হয়। যেখানে টেলিফোনে রোহান নামে একজনকে সতর্ক করা হচ্ছিল। ওই অডিওতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ থেকে ১৯ জনের মৃত্যু হয়েছে।

অবশ্য চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ বক্তব্যের কোনো ভিত্তি পাননি। এরপরই আইন শৃঙ্খলা বাহিনী গুজব সৃষ্টিকারীর সন্ধানে নামে। প্রথমে তারা গুজব সৃষ্টিকারী ওই ব্যক্তিকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে নগরীর প্রবর্তক মোড় থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া।

পুলিশ জানিয়েছে, আটক ডা. ইফতেখার মোহাম্মদ আদনান চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে বেসরকারি ক্লিনিক মেডিকেল সেন্টারে কর্মরত আছেন।

অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে একটি ভুয়া তথ্য অডিওবার্তার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেন ইফতেখার। সেটি জনমনে ব্যাপক প্রভাব ফেলে এবং মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। গুজব ছড়ানোর দায়ে ইফতেখারকে শনাক্ত করে আমরা আটক করেছি।

পুলিশ আরো জানিয়েছে, আটক আদনান দাবি করেছে, তার এক স্বজনকে ফোন করেই এটা নিয়ে সতর্ক করেছিল। কিন্তু পুলিশের অনুসন্ধানে বের হয়েছে ইচ্ছাকৃতভাবে ভয়েজ রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।

গার্মেন্টস দোকান-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার আগে কিস্তি বন্ধ করার প্রয়োজন

নিউজ প্রতিদিন: করোনাভাইরাস এর সতর্কতার জন্য যদি দেশের স্কুল কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে, তবে গার্মেন্টস শিল্পে ছুটি কেন নয়। তবে দোকান ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টস বন্ধ রাখার আগে কিস্তি বন্ধ করা প্রয়োজন।

কেননা বর্তমানে বাংলাদেশের নিম্ন থেকে মধ্যবিত্ত পরিবারের ভিতরে প্রায় ৮৫ ভাগ মানুষ বিভিন্ন সমিতি, এনজিও, ব্যাংক থেকে ঋণ করে নিয়ম অনুযায়ী তাদের কিস্তি চালিয়ে যেতে হচ্ছে! তাই যতই ঘোষণা আসুন তাদের কিস্তির টাকা যোগাড় করতে বাসার বাহিরে কাজে ছুটতেই হবে।

তাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও মানুষকে বাসায় বন্দি ঘোষণার আগে দেশের বিভিন্ন এনজিও ব্যাংকের কিস্তি বন্ধ করার প্রয়োজন। না হলে যত ঘোষণা আসুক ঋণ নেয়া সাধারণ মানুষেরা কিস্তির টাকা যোগাড় করার জন্য কাজে বেরুতে বাধ্য হবে এবং করনোয় আক্রান্ত হবে।

কিস্তি বন্ধ না করলে নিরহ মানুষ গুলো করোনায় নয়, কিস্তির জ্বালায় মরবে……! তাই দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও সাধারণ মানুষের বাহিরে বেরুনোর নিষেধাজ্ঞা জারির আগে এই মুহুর্তে দেশের ঋণদানকারী সকল ব্যাংক ও এনজিও গুলোর কিস্তি বন্ধের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন এ দেশের ঋণশোধে সংগ্রাম করে চলা ভুক্তভোগী সাধারণ মানুষেরা।

 

জন্মদিনে নাতীদের ভালবাসায় সিক্ত শওকত চেয়ারম্যান

নিউজ প্রতিদিন: বুধবার ৬৭ বছরে পা রেখেছেন বক্তাবলীর কৃতিমান সন্তান ফতুল্লা  থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান আলহাজ্ব মো.শওকত আলী। ১৯৫৩ সালের ১৮ মার্চ জন্ম নেন আওয়ামী লীগের এই নেতা।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় জন্মদিনে নাতীদের ভালবাসায় সিক্ত হয়েছেন শওকত আলী।

জন্মদিন উপলক্ষ্যে ফুলের তোড়া ও নৌকাসদৃশ স্বর্ণের কোট পিন তুলে দেন তার নাতীরা।

এসময় উপস্থিত ছিলেন, মো. শিপলু, মো.শাকিল আহমেদ, মো.জুয়েল আহমেদ, মো.রাব্বি আহমেদ, মো.সাজ্জাদ, মো.নাঈম, মো.রুবেল, মো.আশিক, মো.বাপ্পি, মোহাম্মদ আলী, মো.টিটু, ও মো.সাজ্জাদ প্রমূখ।

বক্তাবলীতে মুজিব শতবর্ষের অনুষ্ঠান স্থগিত

নিউজ প্রতিদিন: চলমান করোনা আতঙ্কের কারণে ফতুল্লার বক্তাবলীতে মুজিব শতবর্ষের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী শনিবার (২১ মার্চ) বক্তাবলী বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে এ অনুষ্ঠান হবার কথা ছিলো।

কমিটির আহবায়ক আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বক্তাবলীর অভিভাবক ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম শওকত আলীর পরামর্শে দেশের চলমান অবস্থা বিবেচনায় রেখে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তীতে সময় সুযোগ মতো অনুষ্ঠানটি করা হবে।

 

প্রিয় নেতা শওকত আলীর জন্মদিনে প্রকৌশলী রিংকুর শুভেচ্ছা

নিউজ প্রতিদন: ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীর জন্মদিনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী আবু সাঈদ রিংকু।

বুধবার (১৮ মার্চ) ৬৭ বছরে পা রেখেছেন শওকত আলী। ১৯৫৩ সালের ১৮ মার্চ জন্ম নেয়া আওয়ামী লীগের এই নেতার জন্মদিনে বুধবার সন্ধ্যায় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিন উপলক্ষ্যে বক্তাবলী যুবসমাজ আয়োজন করে বর্ণিল অনুষ্ঠানের।

সন্ধ্যায় বক্তাবলী ঘাটস্থ এম শওকত আলীর অফিস প্রাঙ্গণে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আবু সাঈদ রিংকু।

জন্মদিনে পরিবার ও নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত চেয়ারম্যান শওকত আলী

নিউজ প্রতিদিন: বুধবার ৬৭ বছরে পা রেখেছেন বক্তাবলীর কৃতি সন্তান ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান আলহাজ্ব মো.শওকত আলী। ১৯৫৩ সালের ১৮ মার্চ জন্ম নেন আওয়ামী লীগের এই নেতা।বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় জন্মদিনে নেতাকর্মী ও পরিবারের সদস্যদের ভালবাসায় সিক্ত হয়েছেন শওকত আলী।

জন্মদিন উপলক্ষ্যে বক্তাবলী যুবসমাজ আয়োজন করে বর্ণিল অনুষ্ঠানের। ফুলের তোড়া ও নৌকাসদৃশ স্বর্ণের কোট পিনও তুলে দেন কর্মীরা।

সন্ধ্যায় বক্তাবলী ফেরী ঘাটস্থ এম শওকত আলীর অফিস প্রাঙ্গণে কেক কাটার আয়োজন করা হয়।আয়োজনে পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক তৈয়ব আলী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রফিক নান্নু, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাছির সরদার ও সাধারণ সম্পাদক আল আমিন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন মাতবর, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মাস্টার, আওয়ামীলীগ নেতা ছিদ্দিক, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আকিল উদ্দিন, ৩নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, ৪নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক, ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন, ৭ নং ওয়ার্ড সদস্য জলিল গাজী, ৮নং ওয়ার্ড সদস্য মনির হোসেন, ৯ নং ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের নারী সদস্য হাজেরা, মরিয়ম, বিলকিস, প্রকৌশলী আবু সাইদ রিংকু, জামাল হোসেন, আক্তার হোসেন, আরব আলী ভুইঁয়া, যুবলীগ নেতা আনোয়ার আলী,মাকসুদুল রহমান বন্টি, আনোয়ার হোসেন,ববি বাদল,রাসেদুল ইসলাম সুমন ও রিয়াদ চিশতি প্রমুখ।

বক্তাবলীতে ৫নং ওয়ার্ড আ’লীগের জন্মশত বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন: ফতুল্লার বক্তাবলীর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে লক্ষী নগর তারু মার্কেটে জাতির জনকের জন্মশত বর্ষ পালন করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় লক্ষী নগর তারু মার্কেটে কেক কাটেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী।

এসময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বক্তাবলীর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি বাছির সর্দার ও সাধারণ সম্পাদক আল আমিন, লক্ষী নগর গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আব্দুল বারেক মোল্লা, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হানিফা ফকির, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আঃ আলীম, প্রকৌশলী আবু সাইদ রিংকু, আশাদ ভান্ডারী, আলম ফকির, আঃ কাদির ফকির, মোঃ জামাল হোসেন, ওমর ফারুক, তানভীর, তানজিল, রিয়াদ চিসতি প্রমুখ।

পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া করেন লক্ষী নগর জামে মসজিদের ইমাম।

বক্তাবলী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ পালন

নিউজ প্রতিদিন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বক্তাবলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা এবং দোয়া মাহফিল আয়োজন হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বাদ মাগরিব বক্তাবলী ৯মং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা,মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

বক্তাবলী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন বাদনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  মো.শওকত আলী।

এসময় উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধাণ,সাবেক সদস্য মো. ছিদ্দিকুর রহমান,বক্তাবলী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক আফসার উদ্দিন,আওয়ামী লীগ নেতা আহাম্মদ উল্লাহ,আব্দুল কাদির মোল্লা, আমানউল্লাহ মেম্বার, নুর ইসলাম মোল্লা, মান্নান সিদ্দিকী, সুলতান আহমেদ, মো. আব্দুল হাসিম,মোবারক শেখ, মো.আনোয়ার হোসেন, নুরুজ্জামান, মো.সাফায়েতুল্লাহ, মো.ইমতিয়াজ, শাহাবুদ্দিন,মো.মনির হোসেন,মো.হাছান শেখ মো.জাকির মেম্বার,মো.হানিফ মোল্লা,মো.চুন্নু মো. মাহিল,মো.ছাত্তার মোল্লা,মো.দুলাল,মো.শিরি মিয়া,মোজাম্মেল বেপারি, আব্দুল হাই,মোতালেব বেপারি, হেলাল উদ্দিন মোল্লা, মো.মোহন মিয়া, মো.শরীফ, দেলোয়ার, আব্দুর রাজ্জাক ও মো. রুহুল আমিনসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাবলীতে শওকত চেয়ারম্যানের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ পালন 

নিউজ প্রতিদিন: ফতুল্লার বক্তাবলীতে কেক কাটা,মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ পালন করা হয়েছে।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও ফতুল্লা থানা  আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদন আলহাজ্ব মো. শওকত আলীর সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং ফতুল্লা থানা আওয়ামী ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ হৃদয়ের সার্বিক সহযোগিতায় বক্তাবলী ফেরী ঘাটস্থ শওকত আলীর  অফিসে সোমবার (১৭ মার্চ) বাদ এশা কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন,বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আাতাউর রহমান প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শফিক মাহমুদ পিন্টু, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, বক্তাবলী ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.বাছওর সরদার,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, প্রকৌশলী আবু সাইদ রিংকু ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলী নেতা মো.বরকত উল্লাহ,মো.মনির হোসেন, মো.আনোয়ার আলীসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।