জন্মদিনে নাতীদের ভালবাসায় সিক্ত শওকত চেয়ারম্যান

102

নিউজ প্রতিদিন: বুধবার ৬৭ বছরে পা রেখেছেন বক্তাবলীর কৃতিমান সন্তান ফতুল্লা  থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান আলহাজ্ব মো.শওকত আলী। ১৯৫৩ সালের ১৮ মার্চ জন্ম নেন আওয়ামী লীগের এই নেতা।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় জন্মদিনে নাতীদের ভালবাসায় সিক্ত হয়েছেন শওকত আলী।

জন্মদিন উপলক্ষ্যে ফুলের তোড়া ও নৌকাসদৃশ স্বর্ণের কোট পিন তুলে দেন তার নাতীরা।

এসময় উপস্থিত ছিলেন, মো. শিপলু, মো.শাকিল আহমেদ, মো.জুয়েল আহমেদ, মো.রাব্বি আহমেদ, মো.সাজ্জাদ, মো.নাঈম, মো.রুবেল, মো.আশিক, মো.বাপ্পি, মোহাম্মদ আলী, মো.টিটু, ও মো.সাজ্জাদ প্রমূখ।