১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog

বক্তাবলীর চিহ্নিত রতন ডাকাত গ্রেফতার

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর প্রসন্ননগর এলাকার চিহ্নিত ডাকাত মাদক ব্যবসায়ী নানান অপকর্মের হোতা মোহাম্মদ রতন ওরফে ডাকাত রতনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা উপজেলার ইন্ডিয়ার বর্ডার এলাকা থেকে বিকেল পাঁচটায় ফতুল্লা থানার চৌকস অফিসার শামীম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত রতনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. মোকলেছ দেওয়ানের স্বর্ণ বিক্রির প্রায় ২২ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাত রতনসহ তার সহযোগীরা।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মামলা হলে ফতুল্লা মডেল থানা চৌকস অফিসার এস আই শামীম হোসেনের নেতৃত্বে ইন্ডিয়ার বর্ডার এলাকা থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসে।
উল্লেখ্য ডাকাত রতন এলাকায় ডাকাতি, চুরি, মাদক ব্যবসাসহ নানান অপকর্ম করে।  ডাকাত রতন চর প্রসন্ননগর এলাকার তাইজুল ইসলাম এর পুত্র। সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এসআই শামীম হোসেন ডাকাত রতনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর পক্ষ থেকে দেশবাসীকে রিয়াজ সিকদারের নববর্ষের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট: জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন সিকদার বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।

তিনি আরও বলেন, এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার।

আজ সোমবার ( ১৪ এপ্রিল ) রিয়াজউদ্দিন সিকদার বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।

এতে তিনি বলেন, ‘আসুন, আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর, অশুভ ও সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি।’বাংলা নববর্ষ উপলক্ষে তিনি জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

বৈষম্যহীন বক্তাবলী গড়াই হোক বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার-ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ

নিউজ প্রতিদিন ডটনেট: বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বক্তাবলী গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।

তিনি আরও বলেন, এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বক্তাবলী  গড়াই হোক এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার।

আজ রোববার ( ১৩ এপ্রিল ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ  বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।

এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আসুন, আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর, অশুভ ও সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি।’বাংলা নববর্ষ উপলক্ষে তিনি দেশবাসীসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

বক্তাবলী বাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাদশা মিয়া

নিউজ প্রতিদিন ডটনেট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলীরটেকসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ৬নং বিএনপির সভাপতি মো. বাদশা মিয়া ।

এক শুভেচ্ছাবার্তায় বাদশা বলেন, ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। ‘ঈদ’ শব্দটি আরবি, শব্দমূল ‘আউদ’, এর অর্থ এমন উৎসব, যা ফিরে ফিরে আসে, পুনরায় অনুষ্ঠিত হয়, রীতি হিসেবে গণ্য হয় প্রভৃতি। এর অন্য অর্থ খুশি-আনন্দ-উচ্ছল-উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার মুহূর্ত।

ঈদ প্রতিবছর চান্দ্র বর্ষপুঞ্জি অনুযায়ী নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রীতিতে এক অনন্য আনন্দ-বৈভব বিলাতে ফিরে আসে। এক মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে নানা নিয়মকানুন পালনের পর উদযাপিত হয় ঈদুল ফিতর; অন্য কথায় রোজার ঈদ।

বক্তাবলী ইউনিয়ন ইউনিয়ন বিএনপির নেতা মো. বাদশা মিয়া আরে বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে।  সকল ভেদাভেদ ভূলে  মিলেমিশে পালন করুক পবিত্র ঈদুল ফিতর এটাই কামনা। সেই সাথে বক্তাবলী ইউনিয়ন বাসীসহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন-ঈদ মোবারক।

বক্তাবলীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ (মঙ্গলবার) মাগরিব পূর্ব চর বয়রাগাদী নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এড. দিদারুল ইসলাম ইমনের সভাপতিত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ- সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক  মো. আকবর আলী সুমন। প্রধাণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম ঢালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা মো. সোহরাব ভূইয়া, বক্তাবলী ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও বিএনপি নেতা হালিম মাদবর।

বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো. মিলন তালুকদার, আনিস মাহমুদ, মো. আসাদুল ইসলাম রানা, রাসেল মাহমুদ ও মো. ঈমান আলীসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

না:গঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রশিদ আহমেদ

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী  ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ রশিদ আহমেদ।

সোমবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়ার স্বাক্ষরিত এক পত্রে রশিদ মেম্বারকে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করে আর্থিক সহ যেকোনো প্রকারের লেনদেন করার ক্ষমতা প্রদান করা হয়েছে।

এর ফলে দীর্ঘদিন যাবৎ বক্তাবলী ইউনিয়ন পরিষদের কার্যক্রমে যে ধীরগতি ছিল তা দ্রুত কেটে যাবে বলে মনে করেন নাগরিক সেবা পেতে আসা লোকজন।

সাংবাদিকরা দালাল-সার্কেল এসপি হাসিনুজ্জাম

নিউজ প্রতিদিন ডটনেট : ফতুল্লার সব সাংবাদিকরা দালাল। থানায় ওসি ও এসপির রুমে বসে দালালী করেন তারা। আপনারা থানায় ফিজিক্যালী ভাবে আসবেননা,তথ্যের প্রয়োজন হলে ওসি কিংবা তদন্তের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তথ্য নিবেন।

তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের সাথে মারমুখী আচরন করেন। তিনি তাৎক্ষনিক তদন্তকে নির্দেশ দেন আপনি এখনই থানার বাহিরে একটি সাইনবোর্ড সাটিয়ে দিবেন এখন থেকে থানায় সাংবাদিকদের প্রবেশ নিষেধ। মঙ্গলবার দুপুরে ফতুল্লায় মডেল থানায় ২য় তলায় অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল এর কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এমনটাই বললেন অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মো.হাসিনুজ্জামান।

জনা যায়, সোমবার (১৭ মার্চ) দুপরে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি থেকে একটির অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এ এস আই আশিকুর রহমান এক সমন্ময়কের পরিচিত এক মেয়েকে ফেসবুক মেসেঞ্জারে কটুক্তি করার অপরাধে মুন্না নামের একজনকে আটক করে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসে। ঐদিন সন্ধ্যায় উক্ত সমন্ময়ক পরিচয়ে লুবনা নামে এক মেয়ে থানায় আসেন। এ নিয়ে রাতভর দেন দরবার কার্যকর না হওয়ায় মঙ্গলবার দুপুরে ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন এর কক্ষে তার উপস্থিতিতেই উক্ত কটুক্তকারী জুতা পেটা করতে উদ্যত হন উক্ত মেয়ে সমন্ময়কারী। এ নিয়ে উক্ত যুবকের পক্ষে থানায় আসা স্থানীয়রা তদন্তকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে এ বিষয়ে তারা মামলা করবেন। পরবর্তীতে উক্ত মেয়ে সমন্ময়কারীকে নিয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল এর কক্ষে নিয়ে যান। বিষয়টি জানার জন্য কয়েকজন সাংবাদিক তার কক্ষে প্রবেশ করলে তিনি সাংবাদিক নাম শুনতে পেরে ফতুল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে উপরোক্ত আচরণ করেন।

এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল মো.হাসিনুজ্জামান এর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

 

বক্তাবলী হতে বৈষম্য বিরোধী মামলায় আওলাদ গ্রেফতার

নিউজ প্রতিদিন ডটনেট : গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে পতন ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দমন নিপিড়ন করায় একাধিক  হত্যা মামলার আসামি আওলাদ হোসেন কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮ ঘটিকার সময় সচেতন এলাকাবাসী আওলাদ হোসেন কে আটক করে উত্তম মধ্যম দিয়ে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে।
এসআই সাইফুল ইসলাম আওলাদ হোসেন কে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি মুঠোফোনে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে হত্যা মামলায় এজাহার ভূক্ত আসামী আওলাদ হোসেন। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলা নং- ১৮(১২)২৪,২৪(১১)২৪ সহৃ জাকির হোসেন এবং অন্তু হত্যা মামলার আসামিও। তবে সেসব মামলায় জামিনে রয়েছে বলে জানা গেছে।

বক্তাবলী পরগণার সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জামাল সরদার

নিউজ প্রতিদিন ডটনেট: পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাস্ট্রনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে বক্তাবলী পরগণার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র মাহে রমজানে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. জামাল সরদার।

তিনি  এক বার্তায়  সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন।

জামাল সরদার শুভেচ্ছা বার্তায় বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদের জীবনকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে হবে।

জামাল সরদার সরকারের কাছে বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে, বাজারের নিত্যপ্রয়োজনীয় ভোগপণ্যের মূল্য গত রমজানের চেয়ে এই রমজানে সহনীয় পর্যায়ে রাখতে এনং পুরো রমজান জুড়ে দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে প্রশাসন কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

জামাল সরদার বক্তাবলী পরগণা ও দেশবাসীকে ত্যাগ ও সংযমের আদর্শকে ধারণ করে সমাজের বৃত্তবানদের গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, “রমজানের প্রকৃত তাৎপর্য হলো মানুষের কল্যাণে কাজ করা। দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় আমরা যদি সবাই এগিয়ে আসি, তাহলে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।

তিনি এই পবিত্র রমজান মাসে বক্তাবলী পরগণা ও দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শান্তিময় জীবন কামনা করে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই পবিত্র মাস সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে-ইনশাল্লাহ।

নারায়ণগঞ্জে ২৮ মামলার আসামী সিপাহি কাদের গ্রেপ্তার

নিউজ প্রতিদিন ডটনেট :  নারায়ণগঞ্জে ২৮ মামলার আসামী সন্ত্রাসী সিপাহি কাদেরকে (৪৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীর আওয়ামীলীগ নেতা সামেদ আলীর পালিত সন্ত্রাসী ‘ সিপাহি কাদের গ্রুপের’ প্রধান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব ১১-এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মঙ্গলবার রাতে দুধবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিপাহি কাদের ফতুল্লার সিপাহিপাড়া এলাকার দুলাল সিপাহির ছেলে।
র‍্যাব জানায়, শীর্ষ সন্ত্রাসী কাদের বক্তাবলীর উত্তর গোপালনগর এলাকার বাসিন্দা, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। মূলত সামেদ আলীর ছত্রচ্ছায়ায় কাদের বাহিনী আগ্নেয়াস্ত্র নিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও প্রতিপক্ষের ওপর হামলাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সিপাহি কাদের আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হত্যা, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যাচেষ্টা, মারামারিসহ মোট ২৮টি মামলা রয়েছে।
তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।