১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 50

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহীন

নিউজ প্রতিদিন : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ৪ নং ওয়ার্ডবাসীসহ বক্তাবলী ইউনিয়ন বাসীকে শহীদ পরিবারের সন্তান ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইফতেখারুজ্জামান শাহীন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ইফতেখারুজ্জামান শাহীন শুভেচ্ছা বার্তায় বলেন- প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন ।

এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। ভালবাসা, আবেগ, অনুভূত অভিমান, দুঃখ, বেদনা, হিংসা বিদ্বেষ, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাঁচতে হবে আমাদের সবাইকে। ২০২০ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয়া এবং যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক, এই শুভ কামনায়, সকলকে ২০২১ নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন।

নাম লিখতে জানেন না, পরিচয় দেন ‘সাংবাদিক’!

নিউজ প্রতিদিন : চট্টগ্রামের রাউজানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন পাঁচ ভুয়া সাংবাদিক। সোমবার বিকেল ৩টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতলা এলাকায় তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলে মায়মনসিংহ জেলার শাপলা থানার খোকন আলীর ছেলে আল আমিন আহমেদ (৩৫), গফরগাঁও থানার সিরাজুল ইসলামের মেয়ে আরিফা আফরোজ (২০), বালুকা থানার সৈয়দ আবদুর জব্বারের মেয়ে সৈয়দা জবা (২২), একই এলাকার মাছুম হাসান (৩৫) এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাশেম মজুমদারের ছেলে গাড়ি চালক ইলিয়াছ মজুমদার (৫৫)।

রাউজান থানার পুলিশ জানায়, আটককৃতরা একাধিক ইটভাটায় চাঁদাবাজি করেন। ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে তারা মাইক্রোবাসের সামনে দৈনিক বর্তমান কথা ও দেশটিভি বাংলার স্টিকার লাগান। মুঠোফোনের পেছনে নিউজ বাংলা টিভি এবং গলায় জবস টিভি ও দেশকাল পত্রিকার কার্ড ঝুলিয়ে তারা চাঁদাবাজি করেন। অথচ নিজের নাম ও পত্রিকার নামও ঠিকমতো লিখতে পারেন না তারা। দৈনিক বর্তমান কথা নামের পত্রিকার ভুয়া সাংবাদিক আল আমিন নিজেকে অষ্টম শ্রেণি পাস বলে জানান।

পুলিশ জানায়, সর্বশেষ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি ইটভাটায় চাঁদা দাবি করেন আটককৃতরা। ইটভাটা কর্তৃপক্ষ নগদ দুই হাজার টাকা ও বিকাশে ১০ হাজার টাকা দেন তাদের। পরে সন্দেহ হলে তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে নিজেরা সাংবাদিক নয় বলে জানান।

মাইক্রোবাসচালক জানান, তাকে চট্টগ্রাম নগরী থেকে ভাড়া করে হাটহাজারী আসার পর গাড়ির সামনে ও পেছনে স্টিকার লাগানো হয়। আটক দুই নারী ভুয়া সাংবাদিক স্বীকার করেন, তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়ার প্রভোলনে আনা হলেও রাউজানে নিয়ে আসা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘তারা একাধিক ইটভাটা থেকে মোটা অংকের চাঁদাবাজি করেছে। আমরা দুটি ইটভাটা থেকে ২২ হাজার টাকা চাঁদাবাজির প্রমাণ পেয়েছি।’

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, ‘চার কথিত সাংবাদিকসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত মাইক্রোটি (চট্ট মেট্রা-চ-১১-৪৪৩৫) জব্দ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন টিভি ও পত্রিকার পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এনায়েতুল্লাহ আব্বাসীকে মোবারকবাদ জানালেন মিজানুর রহমান আজহারী

নিউজ প্রতিদিন : সমাজে প্রভাব বিস্তারকারী প্রত্যেক আলেমকে তার প্রভাব কাজে লাগিয়ে ইসলামের ব্যাপারে পজেটিভ মাইন্ডসেট তৈরি করা উচিত। আলেমদের কুরআনের জ্ঞানের পাশাপাশি কনভেনশনাল জ্ঞানেও দক্ষ হতে হবে। বললেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে আজহারী বলেন, মুহতারাম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে মোবারকবাদ। সকল ইসলামপন্থীর প্রতি দরদ রেখে ইসলামকে রিপ্রেজেন্ট করলে, এভাবেই সর্বমহল থেকে এপ্রিসিয়েশন অর্জিত হয় এবং এতে করে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়ার উপলক্ষ্য তৈরি হয়। আর দলমত নির্বিশেষে ইসলামের জন্য তাওহিদপন্থীরা এভাবে সব একাকার হয়ে যায়। উম্মাহ দরদী না হয়ে, উম্মাহকে ঐক্যবদ্ধ করা এবং উজ্জীবিত করা অসম্ভব।আলেমদের দ্বারাই সমাজের মানুষকে সঠিক দিক নির্দেশনা পরিচালিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও লিখেন, আলেমদের প্রভাবকে কাজে লাগিয়ে এদেশের লোকদের মাইন্ডসেট পরিবর্তন করা। ইসলামের ব্যাপারে পজেটিভ মাইন্ডসেট তৈরি করা। আপনাকে জাগতে হবে, জাগাতে হবে এবং ভ্যালু ক্রিয়েট করতে হবে। তা না হলে লোকজন আপনাকে শুনবে না, মানবেও না। আর সেটা হবে গবেষণাধর্মী, সমাজমুখী এবং উৎপাদনমুখী কাজের মাধ্যমে। আলেম ওলামাদের কুরআন সুন্নাহর জ্ঞানের পাশাপাশি কনভেনশনাল জ্ঞানেও সমানভাবে দক্ষ হতে হবে।

বক্তাবলী বাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগ নেতা শাহীন

নিউজ প্রতিদিন : মহান বিজয় দিবস উপলক্ষে নারায়নগঞ্জ বাসীকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইফতেখারুজ্জামান শাহীন ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ইফতেখারুজ্জামান শাহীন এক শুভেচ্ছা বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করে। ১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি।যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজ পতাকা এবং মানচিত্র।

 

 

না:গঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রনি’র বাবা গুরুতর অসুস্থ, দোয়া কামনা

নিউজ প্রতিদিন : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি’র বাবা ও নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানাগেছে, শুক্রবার ৪ ডিসেম্বর রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অসুস্থ মোস্তফা কামালের জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন আমিন।

যথাযথ মযার্দায় আলোকিত বক্তাবলী’র উদ্যোগে বক্তাবলী গণহত্যা ও প্রতিরোধ দিবস পালন

নিউজ প্রতিদিন : যথাযথ মযার্দায় আলোকিত বক্তাবলী’র উদ্যোগে বক্তাবলী গণহত্যা ও প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

১৯৭১ সালের মহান স্বাধীনতা যোদ্ধে ২৯ নভেম্বর বক্তাবলী পরগনায় পাক হানাদার বাহিনী কর্তৃক নিহত ১৩৯ জন শহীদের স্মরণে রবিবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় আলোকিত বক্তাবলীর পক্ষ থেকে শোক র‍্যালী ও কানাইনগরস্থ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন, সাধারণ সম্পাদক মো.আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সুমন, অহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলন শেখ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল চৌধুরী, বিশেষ সম্পাদক মো. মনির হোসেন।

আরো উপস্থিত ছিলেন, খোরশেদ আলম মাস্টার, মো. সলিমউল্লাহ, আব্দুর রহিম, আবু ছালেহ, কামরুল, জুবা‌য়ের, লিখন, রিয়াদ, নয়ন, রতন, কয়েকশত সাধারণ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্য‌ক্তিবর্গ।

বক্তাবলী শহীদ দিবসে আলো‌কিত বক্তাবলীর’ বি‌ভিন্ন কর্মসূচী 

প্রেস বিজ্ঞপ্তি: ২৯ নভেম্বর ‘বক্তাবলী শহীদ দিবস’ দিবসটি পালনে নানা কর্মসূচী হাতে নিয়েছে বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন-আলোকিত বক্তাবলী। কর্মসূচির মধ্যে রয়েছে-সকালে শোকর‌্যালী ও কানাইনগরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন।

প্রেস বিজ্ঞপ্তিতে আলোকিত বক্তাবলী’র সাধারণ সম্পাদক মো.আবুল কালাম জানান, প্রতি বছরের ন্যায় আ‌লো‌কিত বক্তাবলী সংগঠ‌ন সকাল ৭ টায় শোক র‌্যালী শেষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হ‌বে। ক‌মি‌টির সভাপ‌তি ও সাধারণ সম্পাদ‌কের নের্তৃ‌ত্বে সাধারণ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্য‌ক্তিবর্গদের নি‌য়ে দিবস‌টি পাল‌ন করা হ‌বে।

আলোকিত বক্তাবলীর সভাপতি মো.না‌জির হো‌সেন বলেন, আলোকিত বক্তাবলী সামা‌জিক সংগঠন হি‌সে‌বে নারায়ণগঞ্জ জেলায় একটি আলোকিত নাম। আমরা দীর্ঘদিন ধরে লক্ষীনগ‌রের পূর্বপাড়ায় গণকবরটিকে বধ্যভূমি ঘোষণার দাবি জানিয়ে আসছি। এই স্বীকৃতি আদায় ও এ দিন‌টিকে “বক্তাবলী দিবস হি‌সে‌বে জাতীয় স্বীকৃ‌তির জন্য আলোকিত বক্তাবলী নিরলস কাজ করে যাবে। সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জ জেলার ম‌ধ্যে বক্তাবলীকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

সেই সাথে সংগঠনের সকল কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করতে সাধারণ সদস্য ও সকলের সহযোগিতা কামনা করছি।

‘আহমদ শফী জামায়াত-শিবিরের পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার’  

নিউজ প্রতিদিন : হেফাজতে বাংলাদেশের প্রয়াত আমির শাহ আহমদ শফী জামায়াত-শিবিরের পরিকল্পিত হত্যকাণ্ডের শিকার বলে দাবি করেছেন তার শ্যালক মোহাম্মদ মঈনউদ্দীন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত সংগঠনটির একাংশের সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানিয়েছেন। একই সংবাদ সম্মেলন থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া হেফাজতে ইসলামের কাউন্সিল বন্ধের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে মোহাম্মদ মঈনউদ্দীন বলেন, ‘আমার আপন বোন ফিরোজা বেগম (৮০) আমার ভগ্নিপতি আল্লামা শাহ আহমদ শফী হুজুরের অস্বাভাবিক মৃত্যুর শোকে অসুস্থ। আমি তার কান্না সহ্য করতে পারছি না। তার অনুরোধে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সংবাদ সম্মেলনে আনাস মাদানীর অংশ নেওয়ার কথা ছিল। হুজুরের হত্যাকারীরা তাকে মেরে ফেলার হুমকি দেওয়ায় তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আমার ভগ্নিপতি হজরত আল্লামা শফী স্বাভাবিকভাবে মারা যাননি। শিবিরের প্রেতাত্মারা শাহ আহমদ শফী হুজুরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা তার খুনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। আমরা তার হত্যাকাণ্ডের বিভাগীয় তদন্ত দাবি করছি।’

তিনি বলেন, ‘শাপলা চত্বরে বিএনপি ও জামায়াত-শিবিরের ফাঁদে পা না দেওয়ার কারণে শফী হুজুরকে তখন থেকেই হত্যার পরিকল্পনা করা হয়। গত ১৬ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় কিছু ছাত্রকে উসকে দিয়ে  জামায়াত-শিবিরের লেলিয়ে দেওয়া ক্যাডারবাহিনী মাদ্রাসা অবরুদ্ধ রাখে। এ সময় জুনায়েদ বাবুনগরী মাদ্রাসায় অবস্থান করে মীর ইদ্রিছ, নাছির উদ্দিন মুনীর, মুফতি হারুন ও ইনজামুল হাসানদের দিয়ে মাদ্রাসায় ভাঙচুর করায়। এক পর্যায়ে তারা জোরপূর্বক হুজুরের কক্ষে প্রবেশ করে ভাঙচুর ও হুজুরকে নির্যাতন করে। শফী হুজুরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এতে হুজুর অসুস্থ হয়ে পড়লে মুখে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু জামায়াত-শিবিরের সদস্যরা অক্সিজেন খুলে দিলে তিনি মৃত্যুর দিকে ঝুঁকে পড়েন। পরে অ্যাম্বুলেন্স আসলেও তারা ঠিক সময়ে অ্যাম্বুলেন্স ছাড়তে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘মোহাম্মদ মঈনউদ্দীন, শফী হুজুরকে হত্যার উদ্দেশ‌্যে ও হাটহাজারী মাদ্রাসা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য জামায়াত-শিবির ১৯৮৫ সালে হামলা চালায়। দেশের প্রতি মমত্ববোধ ও কওমির প্রতি ভালোবাসা থাকায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এ হামলা রুখে দেন শফী হুজুর। এছাড়া শফী হুজুর প্রকাশ্যে স্বাধীনতাবিরোধীদের (জামায়াত-শিবির) বিরুদ্ধে বক্তব্য দিতেন ও তাদের বিরুদ্ধে নানা বইও লিখেছেন। এ কারণে শফী হুজুরের প্রতি জামায়াত-শিবিরের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড।’

১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া হেফাজতে ইসলামের কাউন্সিল বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘হুজুরের হত্যার বিচার দাবি না তুলে ১৫ নভেম্বর কাউন্সিলের ডাক দেওয়া হয়েছে। প্রতিনিধি কাউন্সিলের মাধ্যমে সুপরিকল্পিতভাবে হুজুরের গড়া সংগঠনকে বিএনপি, জামায়াত-শিবিরের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এ সংবাদ সম্মেলন থেকে আগামীকালের (রবিবার) কাউন্সিল বন্ধ করার দাবি জানাচ্ছি। অবিলম্বে এ সম্মেলন বন্ধ করতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী কোষাধ্যক্ষ সরোয়ার আলম, প্রচার সম্পাদক শামসুল হক,  ছাত্রবিষয়ক সম্পাদক ওসমান কাশেমী প্রমুখ।

উল্লেখ্য, আগামী রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় বসছে হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলন, সেখানেই নির্ধারণ হবে সংগঠনটির নতুন নেতৃত্ব। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফীর মৃত্যুতে কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের এই সংগঠনটির শীর্ষপদ শূন্য হয়। আসন্ন এই কাউন্সিলে হেফাজতে ইসলামের নেতৃত্ব নির্ধারণকে কেন্দ্র ইতোমধ্যে অস্থির হয়ে উঠেছে কওমি অঙ্গন। বিষয়টিকে কেন্দ্র করে আলেমদের মধ্যেও তৈরি হয়েছে নানা অস্বস্তি। একটি পক্ষ থেকে ইতোমধ্যে এই সম্মেলন না মানার ঘোষণা এসেছে, আরেকটি পক্ষ নীরবে নজর রাখছে পরিস্থিতির ওপর। এরইমধ্যে আহমদ শফীর স্বাক্ষরিত হেফাজতের নতুন একটি কমিটির কাগজপত্র ছড়িয়ে পড়েছে আলেমদের মাঝে।

 

জালিয়াতির কারণে পদ হারালেন ফতুল্লা থানা ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ

নিউজ প্রতিদিন : জালিয়াতির কারণে ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে রাকিব আহম্মেদ রিয়াদকে।

৯ নভেম্বর ( সোমবার ) নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ অক্টোবর ইস্যুকৃত ফতুল্লা থানার সদস্য সচিব রাকিব আহম্মেদ রিয়াদের বিরুদ্ধে অন্যের সার্টিফিকেট নিজের নামে চালিয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ১ম সদস্য জান্নাতুল ফেরদৌসকে (রিয়াদ) তার স্থলে দেয়া হয়েছে।

একইসাথে আরও বলা হয়, রাকিব আহম্মেদ রিয়াদ উক্ত পদ কখনও ব্যবহার করতে পারবেন না।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর জেলা ছাত্রদল সভাপতি রনির একান্ত লোক হওয়ার কারনে ৮ম শ্রেনীও পাস না করা রাকিব আহমেদ রিয়াদকে ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এমন অভিযোগ উঠে। সেসময় জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি বলেছিলেন, যারা অভিযোগ করতেছে তাদের উপযুক্ত প্রমাণ আমার নিকট কিংবা আপনাদের নিকট দিতে বলেন। যদি তারা দিতে পারে তাহলে বহিষ্কার করে দেয়া হবে।

এসপিসি’র ২২ লাক্ষ গ্রাহকের ভাগ্য এখন উচ্চ আদালতে

নিউজ প্রতিদিন : “সংগত কারনে SPC World এর প্রতিষ্ঠাতা জনাব আলামিন প্রধানসহ আটককৃতদের মুক্তি চাই এবং SPC’র কর্মকাণ্ডে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা চাই।”

১। SPC World বেকারত্ব ও অসহায়ত্ব দূরীকরণের একটি প্লাটফর্ম।
২। SPC World লাখো যুবকের স্বপ্ন পূরণের একটি অঙ্গীকারের নাম।
৩। SPC World নিরন্ন মানুষদের কর্মসংস্থান ও অন্ন সংস্থানের ঠিকানা।
৪। SPC World বিশ্ব মানের একটি অনলাইনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান যার মাধ্যমে সারা বিশ্ব থেকে রেমিট্যান্স আয় করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
৫। যে ডেস্টিনি ১০ বছরে ঠিকমতো ৩ গুণ লাভ দিতে পারে না,সেখানে SPC World বহুমুখী ব্যবসায়িক কৌশল অবলম্বন করে গ্রাহকদের ৫ মাসে দ্বিগুণ লাভ দিতে সক্ষম।অতএব এটি কোনমতে ডেস্টিনি বা ডেস্টিনির আদলে প্রতিষ্ঠান নয়।
৬। SPC’র গ্রাহক বা সদস্য সংগ্রহের প্রক্রিয়াটি শক্তিশালী টিম গঠনের মাধ্যমে ই-কমার্স সাইট পরিচালনা করা,যার মাধ্যমে বহুবিধ পণ্য বিদেশে রপ্তানি করে রেমিট্যান্স সংগ্রহ করার সুযোগ রয়েছে।
৭। এটি বন্ধ হলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং মানবেতর জীবনযাপন করবে।
৮। অদ্যাবধি কোন গ্রাহক বা সদস্য প্রতারিত হয়নি।
৯। কোম্পানির বিরুদ্ধে গ্রাহক বা সদস্যদের কোন অভিযোগ নেই।
১০। SPC World Express বিশ্বায়নের যুগে ডিজিটাল বাংলাদেশ নির্মানের সপক্ষেই কাজ করছিল।
১১। বিশ্বায়নের যুগে অনলাইন ভিত্তিক নেটওয়ার্কিং জব বা বিজিনেস হিসেবে এটি যুগোপযোগী।
১২। আইনেরও ঊর্ধ্বে মানবতা। বৈশ্বিক মহামারী করোনা কালে লাখ লাখ নিরন্ন মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছে SPC।

এমতাবস্থায় অতিসত্বর প্রতিষ্ঠাতা জনাব আলামিন প্রধানসহ আটককৃতদের মুক্তি চাই এবং SPC’র কর্মকাণ্ড সুচারুভাবে পরিচালনার জন্য সরকারি অনুমোদন ও পৃষ্ঠপোষকতা চাই।