নিউজ প্রতিদিন : জালিয়াতির কারণে ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে রাকিব আহম্মেদ রিয়াদকে।
৯ নভেম্বর ( সোমবার ) নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ অক্টোবর ইস্যুকৃত ফতুল্লা থানার সদস্য সচিব রাকিব আহম্মেদ রিয়াদের বিরুদ্ধে অন্যের সার্টিফিকেট নিজের নামে চালিয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ১ম সদস্য জান্নাতুল ফেরদৌসকে (রিয়াদ) তার স্থলে দেয়া হয়েছে।
একইসাথে আরও বলা হয়, রাকিব আহম্মেদ রিয়াদ উক্ত পদ কখনও ব্যবহার করতে পারবেন না।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর জেলা ছাত্রদল সভাপতি রনির একান্ত লোক হওয়ার কারনে ৮ম শ্রেনীও পাস না করা রাকিব আহমেদ রিয়াদকে ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এমন অভিযোগ উঠে। সেসময় জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি বলেছিলেন, যারা অভিযোগ করতেছে তাদের উপযুক্ত প্রমাণ আমার নিকট কিংবা আপনাদের নিকট দিতে বলেন। যদি তারা দিতে পারে তাহলে বহিষ্কার করে দেয়া হবে।