৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 208

ফতুল্লায় এক্সিস জিম এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার
ফতুল্লায় এক্সিস জিম এর উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে ফতুল্লা বাজারে অবস্থিত লুৎফা টাওয়ারে আনুষ্ঠানিক ভাবে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ফতুল্লা ইউনিয়ন পরিষদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,হাসিব ম্হোম্মদ হলি, রাকিব প্রিন্স, সুমন দাস, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক মিহির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান অনু, সহ-সভাপতি রুহুল আমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সদস্য সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা কমিউনিটি পুলিশের সভাপতি মীর মোজাম্মেল আলী, যাদু চৌধুরী, সৈয়দ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এড মশিউর রহমান শাহিন, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও পরিচালক তাইহান তাবাস্সির সোয়াদ।

আগামী ৮ জুলাই পাগলা আদর্শ ইসলামী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের আগামী ৮ জুলাই শনিবার পাগলা ধোপাতিতা এলাকায় অবস্থিত আদর্শ ইসলামী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন ও ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশেষ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে একজন, সাধারন সম্পাদক পদে একজন, যুগ্ম সম্পাদক পদে একজন, কোষাধক্ষ্য পদে একজন ও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে একজন নির্বাচনে অংশ নিবেন। খসড়া ভোটার তালিকার ব্যপারে কোন সদস্যের আপত্তি থাকলে নোটিশের ১৫ দিনের মধ্যে তা ব্যবস্থাপনা কমিটির কাছে তাদের আপত্তি জানাতে হবে।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক

ফতুল্লা ইউনিয়ন পরিষদের পৌনে চারে কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। মঙ্গলবার বিকেলে পরিষদের হল রুমে এলাকার গন্যমন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বাজেট ঘোষনা করা হয়। ফতুল্লা ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ ইং সালের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  খন্দকার লুৎফর রহমান স্বপন। এ অর্থ বছরে ফতুল্লা ইউনিয়ন পরিষদের বিভিন্ন আয় খাত থেকে মোট ৩ কোটি ৭২ লক্ষ ৯০ হাজার ৮ ‘শ ৪৭ টাকা ১১ পয়সা ধরা হয়েছ। সম্বাব্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৪ লক্ষ ৫৩ হাজার টাকা। উদ্ধৃত থাকবে ১৮ লক্ষ ৩৭ হাজার ৮’ শ ৪৭ টাকা ১১ পয়সা।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেক, আলী আকবর, সংরক্ষিত মহিলা মেম্বর সুফিয়া, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাবেক সহ-সভাপতি এড.মশউর রহমান শাহিন, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,দপ্তর সম্পাদক আব্দুল আলিম লিটন, এ আর মিলন, শাকিল আহমেদ ডিয়েল, জিএ রাজু, ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক এআর কুতুবে আলম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারন সম্পাদক সোহেল মাহমুদ,শ্রমিক লীগ নেতা এসএম হুমায়ুন কবীর, বিএনপি নেতা নাসিম আবেদীন।

ডেস্ক নিউজ: রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

সচিবালয়ে সোমবার (৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শফিউল আলম বলেন, ‘রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘হিজরি ১৪৩৮ সালের পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই সময় ধরে চলবে।’

তবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সকল কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

খালেদা জিয়ার পরবর্তী শুনানি ১৫ মে

ডেস্ক নিউজ: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনেপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য পরবর্তী শুনানির দিন আগামী ১৫ মে ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার বকশী বাজারে স্থাপিত জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালত এ দিন ধার্য করেন। এদিন বেলা ১১টা ৩৫ মিনিটে আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে হাজির হন খালেদা জিয়া। আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবীদের মাধ্যমে আত্মপক্ষের সমর্থন মুলতবি চেয়ে সময়ের আবেদন দাখিল করেন তিনি।

আবেদনে উল্লেখ করা হয়, এ মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত বদলির আবেদন শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে হাইকোর্ট। তাই ন্যায় বিচারের স্বার্থে সময়ের আবেদনটি মঞ্জুর করা হোক।

আদালত খালেদা জিয়ার সময়ের আবেদনের শুনানি নিয়ে তা নামঞ্জুর করেন। এরপর পরবর্তী শুনানির জন্য ১৫ মে দিন ধার্য করেন। সকাল সোয়া ১০টার দিকে আদালতের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে রওনা দেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি পুরান ঢাকার বকশী বাজারের স্থাপিত জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বিচারাধীন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

ফতুল্লা প্রেস ক্লাবের সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া

স্টাফ রিপোর্টার
ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম বাবুল, কার্যকরী সদস্য আবু মোহাম্মদ হামিদুল হক ও সদস্য এড, সারাইয়া মতিনসহ সকল অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবে এই মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্, সাবেক সভাপতি এম সামাদ মতিন, সহ-সভাপতি রুহুল আমিন প্রধান, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,দপ্তর সম্পাদক আব্দুল আলিম লিটন,অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রতিষ্ঠাতা সদস্য এআর মিলন,এড.মশিউর রহমান শাহিন, পিয়ার চাঁন, সেলিম মুন্সি,প ম আজিজ, সহিদুল ইসলাম, আলামিন প্রধান, জিএ রাজু,মাসুদ আলী, জাহাঙ্গীর হোসেন, আসলাম চাকলাদার, শাহজাহান, সাজ্জাদ হোসেন প্রমুখ। মোনাজাত পরিচালনা করে ফতুল্লার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন।
প্রসঙ্গে, ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম বাবুল, কার্যকরী সদস্য আবু মোহাম্মদ হামিদুল হক ও এড. সুরাইয়া মতিন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে সয্যাসায়ী রয়েছেন।

ছেলে ধর্ষক, বাবাও?

হাবীবাহ্ নাসরীন: ছেলেবেলায় একটি বিজ্ঞাপন দেখতাম টিভির পর্দায়, কিসের বিজ্ঞাপন এখন আর মনে নেই। তবে মনে আছে বিজ্ঞাপনটিতে দেখানো হতো মা বাবার একমাত্র ছেলে। যে কি না ছেলেবেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডও খেলাধুলার কারণে অসংখ্য পুরস্কার পেয়েছে। সেইসব ছবি বাবা বাঁধাই করে রেখেছেন ফটো অ্যালবামে। কোনো এক আত্মীয় বেড়াতে এলে ছবির অ্যালবাম বের করে তাই দেখাচ্ছিলেন। ছবিগুলো সময় অনুসারে সাজানো।

এক পর্যায়ে দেখা যায় সেই গুণী ছেলেটিই বড় হয়ে কোনো এক মেয়ের মুখে এসিড ছুঁড়ে মেরেছে! পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে- এমন একটি ছবিও ছিল অ্যালবামে। আত্মীয় লোকটি বললেন, বাবা হয়ে আপনি ছেলেকে ধরিয়ে দিয়েছেন! বাবা তখন বললেন, অমানুষের জন্য আবার কিসের ভালোবাসা!

এমন সব দৃশ্য বুঝি বিজ্ঞাপনেই দেখা যায়। বাস্তবচিত্র এদেশে অনেকটাই ভিন্ন। খুনি, ধর্ষক, এসিড নিক্ষেপকারী সন্তানকে বাবা নিজে পুলিশের হাতে তুলে দিয়েছেন এমন ঘটনা খুবই দুর্লভ। আপন জুয়েলার্সের মালিকের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন দুইজন তরুণী। মামলাটি এখন পুলিশের তদন্তাধীন। আসামীরা পলাতক, পুলিশ তাদের খুঁজছে। এ অবস্থায় আপন জুয়েলার্সের মালিক বলছেন যা ঘটেছে, সমঝোতার ভিত্তিতেই ঘটেছে! বাবা হয়ে ছেলের অপকর্মের পক্ষে এমন নির্লজ্জ দালালিও কি সম্ভব! কোটি কোটি টাকার মালিক হয়েও তিনি ছেলেকে সুশিক্ষায় মানুষ করতে পারেন নি। সে বিষয় নিয়ে কোনো লজ্জা বা অনুতাপও নেই! অর্থবিত্ত কি মানুষকে এতটাই অমানুষ করে দেয়!

কদিন আগে একটি ছবি দেখলাম পাহাড়ি এক আদিবাসী বাবার। হতদরিদ্র বাবা, গায়ে তার শতছিন্ন পোশাক। বয়স আর দরিদ্রতার ভারে নুয়ে পড়েছেন। স্ত্রী নেই, একমাত্র সন্তানকে তিনি শাকপাতা, কচুঘেচু বেচে সেই টাকা দিয়ে পড়াশোনা করিয়েছেন। ছেলেটি তার পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছে। ওই দরিদ্র বাবা, ওই শতছিন্ন পোশাক পরা বাবা, ওই বয়স আর দরিদ্রতার ভারে নুয়ে পড়া বাবার ছবিটা যতবার দেখি শ্রদ্ধা আর ভালোবাসায় মাথা নুয়ে আসে। অথচ এত বিশাল ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক হয়েও যে বাবা ছেলেকে মানুষ করতে পারেননি, ছেলের ধর্ষণের পক্ষে সাফাই গাইছেন, সেই বাবাকে আমরা কী করে শ্রদ্ধা জানাই!

সন্তানের অপকর্মকে প্রশ্রয় দেয়ার অন্ধ মানসিকতা সন্তানটিকে ধীরে ধীরে আরো বড় অপরাধী করে তোলে। পিতৃস্নেহ ভালো, তবে অন্ধ পিতৃস্নেহ না সন্তান, না বাবা কারো জন্যই কল্যাণকর নয়। বাবার টাকার পাহাড় আছে। আইনের ফাঁক-ফোঁকর গলে ধর্ষক ছেলেটিকে বাবা হয়তো বের করেও আনবেন। কিন্তু একজন বাবা হিসেবে তার সম্মানের জায়গাটি কোথায় থাকলো! ছেলেটি নিশ্চয়ই জেনে গেছে, শুধু ধর্ষণ কেন, এরপর খুনি হলেও বাবা তাকে সমর্থন দেবে, বাঁচাবে। ধর্ষকের পক্ষে সাফাই গাওয়া ব্যক্তিও কি অপরাধী নয়? একজন সফল ব্যবসায়ী একজন ব্যর্থ বাবা হয়ে বেঁচে থাকবেন শুধু তাই-ই নয়, তিনি পুত্রের অপরাধে সমর্থন জানিয়ে দেশের কীটপতঙ্গের সংখ্যা আরেকটি বাড়ালেন। অথচ চাইলেই তিনি ইতিহাসে উদাহরণ হয়ে থাকতে পারতেন!-সূত্র জাগো নিউজ

নেক সুরতে ভন্ড আলেমদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকেছে,এমপি,মন্ত্রি হবার সখ জেগেছে-ড. এনায়েতুল্লাহ আব্বাসী

আজকে মনে পড়ে সেই ঐতিহাসিক ১৩ সালের ৫ই মে ঘঠনার কথা, যেদিন তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের হাজার হাজার কর্মী নিয়ে আমি শাপলা চত্ত্ব্ররে উপস্থিত হয়েছিলাম, সেদিন অসংখ্য অগণিত মানুষের রক্ত ঝরেছে আল্লাহর দ্বীনের পক্ষে। সকল প্রকার কাফের,মুশরেক, রাম, বাম, নাস্তিকদের বিপক্ষে এদেশের সরল প্রাণ মাদ্রাসার ছাত্ররা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে। অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক পিতা সন্তান হারা হয়েছেন, অনেক পিতা সন্তানের লাশকে বহন করে দাফন করেছে ।

আমাদের মধ্যে যারা নেক সুরতে ভন্ড আলেম রয়েছেন তারা সেই রক্তের কথা কেমন করে ভুলে গেলেন ? যারা শহীদদের সাথে গাদ্দারি করেছেন এবং সেই রক্তের কথা ভুলে গেলেন, তাদেরকে জানাই ধিক্কার। একটি বার শহীদদের শ্রদ্ধা করে,আজকের ৫ই মে কে শহীদ দিবস হিসাবে তারা পালন করতে পারতেন ?

সেই নূন্যতম শ্রদ্ধাবোধ যাদের নাই, এদেশের মুসলমানের নেতৃত্ব দেবার অধীকার তাদের নাই, তারা লোভী, ক্ষমতার লোভ তাদের ঢুকেছে, এমপি হবার সখ জেগেছে,,মন্ত্রি হবার সখ জেগেছে,,কিন্তু শহীদদের রক্তের সাথে যারা গাদ্দারী করেছে, সে যেই হোক, পৃথিবীতে সে বেচে গেলেও কাল কিয়ামতে ইমাম হোসাইনের কাঠগড়াতে সে আসামী হিসেবে তাকে উঠতে হবে। এবং তার জবাব তাকে দিতেই হবে দিতেই হবে..???

নারায়ণগঞ্জ পাঠানটুলী আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের বার্ষিক ইছালে সওয়াব মাহফিলের আলোচনায় শাইখুল হাদীস,আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুর এই সব কথা বলেন।

রমজানের আগেই সাংগঠনিক কমিটি ঘোষণার নির্দেশ খালেদা জিয়ার

বিএনপির সাংগঠনিক ইউনিটের সব কমিটি আগামী রমজানের আগেই গঠনের নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আন্দোলনের জন্য প্রস্তুত করতে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি তিনি দায়িত্বপ্রাপ্ত নেতাদের তিনি লিখিত ও মৌখিকভাবে জানিয়েও দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এদিকে চেয়ারপারসনের নির্দেশনা পেয়ে কাজ শুরু করে দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। তবে এরই মধ্যে ঘোষিত বেশ কয়েকটি কমিটিতে বিদ্রোহ দেখা দিয়েছে। অন্যদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হয়তো সব কমিটি হবে না। কেননা এখনো ২৫  থেকে ৩০টি কমিটি বাকি রয়েছে। আর বাকিগুলোতে আংশিক কমিটি ঘোষণা করা হলেও সেখানে চলছে বিদ্রোহ, পদত্যাগসহ নানা সমস্যা।

কক্সবাজারের ইনানী বিচে সমুদ্রজলে হাঁটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সমুদ্রতীরে যাবেন আর বালুকাবেলায় হাঁটবেন না, তাতো হয় না। আজ কক্সবাজারের উখিয়া উপজেলায় ইনানী বিচে সমুদ্রজলে হাঁটলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালি পায়ে হেঁটে বেড়ালেন বালুকাবেলায়।

কক্সবাজারের বে ওয়াচ রিসোর্টের সামনে সৈকতের বেলাভূমিতে মঞ্চ করে হয় এই অনুষ্ঠানটি। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠান শেষ হলে শেখ হাসিনা সোজা সৈকতে নেমে যান। সেখানে কিছুক্ষণ খালি পায়ে হাঁটেন তিনি, নামেন পানিতেও। বে ওয়াচ রিসোর্টেই মধ্যাহ্ন ভোজ সারবেন তিনি। এই অনুষ্ঠানে বক্তব্যে শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতার কথা জানান।

ইনানীর সঙ্গে জড়িয়ে আছেন বঙ্গবন্ধুর স্মৃতিও। ১৯৫৮ সালে সামরিক শাসনামলে অরণ্যঘেরা ইনানীর চেনছড়ি গ্রামে বেশ কিছু দিন ছিলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার কথাও বলেন শেখ হাসিনা। সকালে বিমানের বোয়িং উড়োজাহাজ মেঘদূত-এ কক্সবাজার নামার পর ইনানী সৈকতে যান প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে সেখানে সুপরিসর বিমান চলাচল শুরু হল।