নিউজ প্রতিদিন: অভিযানের খবর পেয়ে রোগী রেখে পালিয়ে গেল ফতুল্লার বক্তাবলী বাজারস্থ চাঁন প্লাজায় রাজিয়া নাসিং হোমের মালিক রাজিয়া আক্তার। বক্তাবলী বাজার এলাকায় ওই ক্লিনিকটির বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। নানা অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ক্লিনিকটিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। কিন্তু দলটির বক্তাবলী এলাকায় আসার খবর পেয়েই পালিয়ে যায় রাজিয়া আক্তার।
তবে দুইদিনের মধ্যে প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র দাখিল করতে না পারলে ক্লিনিকটি সীলগালা করা সহ আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে মেডিক্যাল টিম। ক্লিনিকটি ভবন মালিক ইদ্রিস আলীর জিম্মায় তালাবদ্ধ করে রাখা হয়েছে।
অভিযান টিমে আরও উপস্থিত ছিলেন-টেকনোলজিস্ট আবুল হাশেম, পরিসংখ্যানবিদ আনোয়ার হোসেন।
ইতোপূর্বেও কয়েক দফা এই ক্লিনিকটি সীলগালা করা সহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হয়। কিন্তু রহস্যজন কারণে এসব অভিযানের পরেও ক্লিনিটকি সচল ছিল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ বলেন, মালিকপক্ষের লোকজন পালিয়ে গেছে। তাদের না পাওয়া যাওয়ায় আইনগত ব্যবস্থা নেয়া যায়নি। তবে ভবন মালিককে বলা হয়েছে, যদি এ প্রতিষ্ঠানের কোন বৈধ কাগজপত্র থাকে তাহলে তা দাখিল করতে। অন্যথায় প্রতিষ্ঠানটিকে বন্ধ রাখতে বলা হয়েছে।
তিনি আরও জানান, বক্তাবলী বাজারের পপুলার সেন্টারটিও পরিদর্শন করা হয়। তাদের কাগজপত্র ঠিক আছে।




উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপী নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দীন।
সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় নবান্ন উৎসবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দীন আহম্মেদ, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফফার, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম,ফতুল্লা থানা ছাত্র লীগের সভাপতি আবু মোঃ শরিফুল হক,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,এহছানুল হক নিপু, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু,এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন,জেলা পরিষদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন
বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, যুবলীগ নেতা আনোয়ার হোসেন,খোরশেদ আলম মাষ্টার, মোঃ আক্তারজ্জামান,আনোয়ার আলী,হাজ্বী সামেদ আলী,সদর – ফতুল্লা- সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি), আলোকিত বক্তাবলীর সভাপতি নাজির হোসেন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সহ-সভাপতি মো.দেলোয়ার, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম সুমন,সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন ও ডিসির সহধর্মিণীসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ফতুল্লা থানাধীন বক্তাবলীর এলাকার ৫৪নং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও আলোকিত বক্তাবলীর সহ-সভাপতি মো.দেলোয়ারের আয়োজনে ও আলোকিত বক্তাবলীর সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন ববির সঞ্চালনায় দিল মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,হানিফ মাস্টার জাকির হোসেন, আলী মিয়া, শাহাবুদ্দিন গাজী, মোতালিব গাজী, মোসলে উদ্দিন গাজী, মিয়াজুদ্দিন মাদবর, ম্যানেজিং কমিটির সদস্য দুলাল মোল্লা,জাকির হোসেন, ও প্রধান শিক্ষক আতাউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



