৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 156

ভুয়া ডাক্তার গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ভুয়া ডাক্তার গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার হওয়া ভুয়া ডাক্তার মাহফুজ মজুমদার (৪০) ঢাকার সাভারের মুকমাপাড়া মোল্লাবাড়ির আবদুল মালেকের ছেলে এবং বর্তমানে ঢাকার দক্ষিণ খানের নর্দাপাড়ার মসজিদ রোডের ১১২নং রোডের বাসার বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছে।

শনিবার বিকালে কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মাহফুজ মজুমদার নিজের নামের সঙ্গে ডা. এবং এমবিবিএস, পিজিটি, সিসিডি (বারডেম), মা ও শিশু বিশেষজ্ঞ ইত্যাদি টাইটেল জুড়ে দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে এবং প্যাড তৈরি করে ২ মাস ধরে উপজেলার পুলেরঘাট বাজারের ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারে বসে রমরমা রোগী দেখার বাণিজ্য চালিয়ে আসছিলেন।

পাকুন্দিয়া থানার ওসি মো. আজহারুল ইসলাম জানিয়েছেন, কিছুদিন ধরে প্রেসক্রিপশন, চিকিৎসা ও তার দেয়া ওষুধ দেখে চিকিৎসা নিতে আসা এলাকার সচেতন নাগরিকদের মধ্যে সন্দেহ দানা বেধে ওঠতে থাকে। শুক্রবার রাতে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে মাহফুজ মজুমদারকে পাকড়াও করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল রউফের কাছে নিয়ে যায়।

সেখানে শুক্রবার সকাল পর্যন্ত ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডা. সেজে প্রতারণার কথা স্বীকার করার পর তাকে দুপুরে থানায় হস্তান্তর করা হয়। এছাড়া এ ঘটনায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য খুবই খারাপ, আমরা উদ্বিগ্ন: মির্জা ফখরুল

কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আগের চেয়ে খারাপ হয়েছে এবং তা উদ্বেগজনক’ অবস্থায় পৌঁছেছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করে এসে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলন।

মির্জা আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে এ দায় সরকাকে নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার বাম হাত শক্ত হয়ে ওজন বেড়ে যাচ্ছে। বাম পাশ দিয়ে পা পর্যন্ত যন্ত্রণা বাড়ছে। সরকারি মেডিকেল বোর্ডের লেখা ঔষুধগুলো কাজ করছে না। এ অবস্থায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার প্রয়োজন।

মির্জা আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া এখন যে পরিবেশে আছেন তাতে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। কোনো অসুস্থ মানুষের সুস্থ হওয়া সম্ভব নয়। এ অবস্থায় তার থাকার পরিবেশ পরিবর্তন করার দরকার।

বিএনপি মহাসচিব আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত তার শরীর সুস্থ হয়। এবং নেতাকর্মীদের সাহসের সঙ্গে আন্দোলন চালিয়ে যেতে বলেছেন।

এর আগে বিকাল ৩টা ৫০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান কারাগারে প্রবেশ করেন।

এর আগে সর্বশেষ গত ১৯ এপ্রিল বিএনপির এই তিন নেতা সরকারের অনুমতি নিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে যান। জেলার ভেতর থেকে টেলিফোনের মাধ্যমে মির্জা আব্বাসকে জানান যে, আজ সম্ভব হচ্ছে না। অথচ এর জন্য সুস্পষ্টভাবে কোনো কারণ দেখানো হয়নি বলে অভিযোগ করেছিলেন বিএনপির মহাসচিব।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ ছিল, পরের দিন অর্থাৎ ২০ এপ্রিল বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও সাক্ষাৎ করতে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা দেখা করতে পারেননি। জানানো হয়, তিনি অসুস্থ।

তাবলিগের দুই পক্ষের মারামারি কাকরাইল মসজিদে

কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ দুই পক্ষের নেতাদের মসজিদ থেকে সরিয়ে দিয়েছে।

শনিবার সকালে মাওলানা সাদ কান্দলভির অনুসারী ওয়াসিফুল ইসলাম এর পক্ষের সঙ্গে মাওলানা যুবায়ের হাসানের অনুসারি পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিশ্ব ইজতেমার সর্বশেষ পর্বে তাবলিগ জামাতের আমির নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে আজ দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাবলিগ জামাতের কর্মীরা জানান, সকালে শুরা বৈঠক চলাকালে মাওলানা সাদ কান্দলভীর বক্তব্য প্রসঙ্গ তুলে দুই পক্ষ বিতন্ডায় জড়ান। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দিয়ে দুই পক্ষের নেতাদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। বৃহস্পতিবার রাত থেকেই বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি মীমাংসা করতে ঢাকা মহানগর পুলিশ চেষ্টা করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে গত বছরের ১৪ই নভেম্বর কাকরাইল মসজিদে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে।

গোপনাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে গৃহপরিচালিকাকে নির্যাতন

ভোলার বোরহানউদ্দিন পৌর শহরের ব্যবসায়ী মো: রফিক হাজীর তৃতীয় স্ত্রী পাখি বেগম কতৃক গৃহপরিচালিকা সাথির গোপনাঙ্গে মরিচ ছিটিয়ে নির্যাতন ও পিটিয়ে মারাক্তক জখম করার অভিযোগ পাওয়া গেছে।

সাথি উপজেলার বড়মানিকা ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের লাল মিয়ার মেয়ে।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্না জড়িত কন্ঠে আহত গৃহপরিচারিকা সাফিয়া সাথী (১৫) জানান, শুক্রবার রফিকের তৃতীয় স্ত্রী পাখি বেগম ভাতে পোড়া লেগেছে অভিযোগ তুলে খুন্তি দিয়ে আমাকে সারা শরীর পিটায়। মাথায় খুন্তির আঘাতে ফেটে যায়। এক পর্যায়ে গোপনাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দেয়। আমি মৃত্যু যন্ত্রনায় চিৎকার করতে থাকি কিন্তু রফিকের ভয়ে কেউ আমাকে উদ্ধারে এগিয়ে আসাতে সাহস করেনি। আমাকে ঘরে আটকিয়ে রাখলে আমি বাঁচার তাগিদে গাছ বেয়ে পালিয়ে এসে ডাইভারশন রোডে সেনা সদস্য হেলালের বাসায় আশ্রয় নেই।

আমার বাবাকে খবর দিলে উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসেন। সাফিয়া আরও জানান, গত এগারো মাস ধরে অকারনে পাখি বেগম তাকে মারধর করতো। পাখি বেগম তাকে বিবস্ত্র করে ছবি তুলেছে। সে হুমকি দিয়ে বলেছে, যদি আমি মারধরের কথা কাউকে বলি তাহলে উলঙ্গ ছবি ইন্টানেটে ছড়িয়ে দিবে। আমি ভয়ে কাউকে বলতে সাহস করিনি।

এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. তায়েবুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের দাগ এবং গোপনাঙ্গে অনেক গুলি আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি পরবর্তীতে যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করব।

এ ব্যাপারে পাখি বেগম ও তার স্বামী রফিকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)অসীম কুমার সিকদার জানান,আইনি ব্যবস্থার পাশাপাশি আসামি গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ফতুল্লা থানা প্রেস ক্লাবের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা থানা প্রেস ক্লাবের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ফতুল্লা বাজারে অবস্থিত ক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

থানা প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব শেখ মোঃ সেলিম, সদস্য রবিন হোসেন, মোঃ বদিউজ্জামান, শ্রীকান্ত মন্ডল জনি,নাজিমুল ইসলাম পরান,মোঃ রাসেল।

সভায় আগামী দিনে সংগঠনকে আরো গতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এবং পেশাদার সাংবাদিকদের এই সংগঠনের সাথে যুক্ত করার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়।

ফতুল্লায় জাল টাকাসহ ২জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ফতুল্লার  দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে ৪২ লক্ষ টাকার জালনোট ও জাল টাকা তৈরীর সময় হাতেনাতে দুজনকে আটক করেছে র‌্যাব। এসময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুরের বাইতুল মনির সড়কের খান মঞ্জিলের ৬ তলা বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এদেরকে আটক করে র‌্যাব।

সামাজিক অবক্ষয়ই সব অপরাধের কারণ-শরফুদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক অবক্ষয়ই সব অপরাধের মূল কারণ মন্তব্য করে অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) শরফুদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ সব সময়ই জনগণের পাশে আছে এবং অপরাধ দমনে সক্রিয় রয়েছে। সাধারন মানুষ পুলিশকে সহযোগীতা করলে সমাজের অপরাধ থাকবে না। মঙ্গলবার বিকেলে ফতুল্লা মডেল থায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদক দমনের ব্যাপারে শরফুদ্দিন আহমেদ বলেন, মাদক নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নিমূর্লে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তা হলেই মাদক ব্যবসা নির্মূল হবে। তিনি মাদক ব্যবসায়ীদের করুণ পরিনতির কথা স্মরণ করিয়ে বলেন, ইতোমধ্যে অনেক মাদক ব্যবসায়ীর করুন পরিনতি আপনারা দেখেছেন। অনেক মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করে টাকা উপার্জণ করে ভোগ করতে পারেনি। আর এসব পরিনতি দেখে অন্যান্য মাদক ব্যবসায়ীরা সর্তক হলে মাদক ব্যবসা থাকবে না।
ইভটিজিং প্রতিরোধে তিনি বলেন, যেখানে ইভটিজিং হবে আমাদের জানালে আমার প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তবে প্রতিটি পরিবার থেকে ইভটিজিংয়ের ব্যাপার সচেতন হলে এ সমস্যা থাকবে না। চেকপোষ্টে হয়রানী প্রসঙ্গে শরফুদ্দিন বলেন, যদি কেউ বিনা কারনে চেকপোষ্টে হয়রানীর শিকার হয় তা হলে তাৎক্ষনিক জানালে আমারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের বলেন, অপরাধ দমনে পুলিশের আন্তরিকতার অভাব নেই। আপনাদের সহযোগীতা পেলে সমাজের অপরাধ আর থাকবে না। তিনি বলেন, ক্রিকেট জুয়া বন্ধের ব্যপারে মঞ্জুর কাদের বলেন, এই জুয়া খেলা দৃশ্যমান নয়, এটা প্রতিরোধে স্থানীয়দের সহযোগী প্রয়োজন। মাদক ব্যবসা প্রসঙ্গে বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময়ই আপোষহীন।
মঞ্জুর কাদেরের সভাপতিত্বে এবং ওসি(তদন্ত) শাহজালালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখন, ওসি(আইসিপি) গোলাম মোস্তফা, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন,সাধারন সম্পাদক আবদুর রহিম, সদস্য মনির হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, ফতুল্লা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতিমীর মোজাম্মেল আলী, সাজেদা মেম্বার, বাচ্চু, কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।

ফতুল্লা প্রেস ক্লাবের ৪ সদস্য বহিস্কার

প্রেস বিজ্ঞপ্তিঃ ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনুকে প্রেস ক্লাবের আর্থিক অনিয়মের অভিযোগ এবং সদস্য সহিদুল ইসলাম,আরিফুর রহমান ও মাহবুবুর রহমান খোকাকে ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা প্রেস ক্লাব থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে। গত ১৭/৪/১৮ইং মঙ্গলবার রাতে ফতুল্লা প্রেস ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে এক জরুরী সাধারন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভার পর থেকে বহিস্কৃতরা ফতুল্লা প্রেস ক্লাবের নাম ব্যবহার করে কোন অনৈতিক কর্মকান্ড করলে বা জড়িত হলে ফতুল্লা প্রেস ক্লাব এর দায় নিবে না।

ফতুল্লা থানা প্রেস ক্লাবের আত্ম প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তিঃ আবুল কালাম আজাদকে আহবায়ক ও শেখ মোঃ সেলিমকে (এমএ,এলএলবি) সদস্য সচিব করে ফতুল্লা থানা প্রেস ক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ১২/৪/১৮ইং বৃহস্পতিবার সন্ধ্যায় এক সভার মাধ্যমে ফতুল্লা থানা প্রেস ক্লাবের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো মোঃ রাসেল, মোঃ রবিন হোসেন, মোঃ বদিউজ্জামান, শ্রীকান্ত মন্ডল জনি, নাজিমুল ইসলাম পরান।

ফৌজিয়া লীনার কবিতা “দু’টানা”

“দু’টানা”

এপারে আধার ঘন ওপারে আলো,
কোন পারে যাবে মন
ইচ্ছেগুলো এলোমেলো।
আবছায়া স্বপ্নেও আজকাল
তোমায় খুঁজে বেড়াই,
অজানা মায়া কাছে টানে অবিরত
অথচ ; মরীচিকা সবটাই।
পেরিয়ে যায় কত দিন
তুমিহীন কতরাত,
চাইলেই কাছে আসতে পারো,
রেখে যত অজুহাত।
স্বপ্নরা আজ ফেরারি
হারিয়ে ফেলেছে দিশা,
হৃদয়ে জ্বলে আলোকরশ্মি
চোখে ঘোর অমানিশা।