৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 219

শামীম ওসমান মিডিয়া ও জনসম্মুখে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় নির্বাচন স্থগিত করা উচিৎ: কাদের সিদ্দিকী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন স্থগিত করে ফের নির্বাচন দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

শনিবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষক শ্রমিক জনতা লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। তিনি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইভির পক্ষে দলীয় নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রকাশ্যে মিডিয়া ও জনসম্মুখে দেখিয়েছেন। এ কারণে নির্বাচন কমিশন ও সরকারের উচিৎ নারায়ণগঞ্জ সিটি নির্বাচন স্থগিত করে ফের নির্বাচন দেয়া। তা না হলে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বহনকারী বিমান ত্রুটির ঘটনায় বিমানমন্ত্রী রাশেদ খান মেনন জড়িত। তাই দায়ভার স্বীকার করে নিয়ে মন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। আর তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে আপনাকে যেখানেই পাব অথবা গাড়ি থেকে টেনে নামিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

কাদের সিদ্দিকী আরো বলেন, স্বাধীনতার যুদ্ধের পর আমরা বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা না দিয়ে যদি কাঁধে তুলে দিতাম, তাহলে কারো সাধ্য ছিলনা অস্বীকার করে। সেদিন বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দেয়া কোনো কাজেই আসেনি। আমি ভুল করেছিলাম। আমি আওয়ামী লীগের ঘরে জন্মগ্রহণ করেছিলাম। আওয়ামী লীগের নেতৃত্বে আমি মুক্তিযুদ্ধ করেছি। বর্তমানের আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সঙ্গে কোনো মিল খুঁজে পাই না।

কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।

জঙ্গি আস্তানায় অভিযান ‍: বিস্ফোরণ ঘটানো সেই নারীর মৃত্যু

রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় আত্মঘাতি বিস্ফোরণ ঘটানো জঙ্গি সুমনের স্ত্রী মারা গেছেন। এ বিস্ফোরণে ৮ বছরের এক মেয়ে শিশু গুরুতর আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

বিস্ফোরণ দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, বাড়ির ভেতরে থাকা তিনজনকে আত্মসমর্পণ করতে বললে বোরকা পরা ওই নারী ধীরে ধীরে হেঁটে ঘরে থেকে বের হন। তখন তাকে হাত উঁচু করতে বললে তিনি তা করে ফের নামিয়ে নেন এবং কোমরে থাকা সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ ঘটান। পরে মাটিতে লুটিয়ে পড়েন

জঙ্গি আস্তানায় অভিযান দরজা খুলে এক নারীর গ্রেনেড বিস্ফোরণ, পুলিশসহ আহত ৩

রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, দুপুর সাড়ে ১২টার একটু পরে বাড়িটির ভেতর থেকে দরজা খুলে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছেন এক নারী।

পুলিশ বলছে, অভিযানের শুরুতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াটের সদস্যরা ভবনের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ভবনের ভেতর থেকে একটি বোমা বাইরে ছুঁড়ে মারা হয়। এতে পুলিশের ইন্সপেক্টর শফি আহমেদ আহত হন।

দুপুর সাড়ে ১২টার দিকে এক নারী দরজা খুলে শরীরে থাকা গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। এতে তিনি ছাড়াও আরেক শিশু গুরুতর আহত হয়।

প্রাথমকিভাবে জানা গেছে, ইতিপূর্বে জঙ্গি আস্তানায় নিহত সুমনের স্ত্রী তৃশা ওই গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। এ সময় নিহত আরেক জঙ্গি ইকবালের সাত বছরের মেয়ে আহত হয়।

মেয়েটিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই নারী ও আরেকজন ভবনের ভেতরেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

ধারণা করা হচ্ছে, ওই নারীর সঙ্গে থাকা ব্যক্তিই আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে আবীর।

ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান ঘটনাস্থল থেকে জানান, বাড়িটিতে দু’জন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তবে তারা মৃত কি না তা যাচাই করে দেখা হচ্ছে।

এর আগে শুক্রবার মধ্যরাত থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘সূর্য ভিলা’ নামের তিনতলা একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে চারজন আত্মসমর্পণ করেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, বাড়ি থেকে চারজন আত্মসমর্পণ করেছে। আর ভেতরে আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গিদের অর্থদাতা তানভীর কাদেরীর ছেলে আবীরসহ তিনজন অবস্থান করছে।

আশকোনায় ‘জঙ্গি আস্তানা’ যেভাবে বাসাটি ভাড়া নেন জঙ্গিরা

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে যে বাড়ি ঘিরে অভিযান চালানো হচ্ছে, সেই বাড়ির নিচতলার ভাড়াটিয়ারা বাইরে বের হতেন না।

শনিবার এসব তথ্য দেন ঐ বাড়ির মালিকের বড় মেয়ে জোনাকি রাসেল।

জোনাকি রাসেল বলেন, তার বাবা মোহাম্মদ জামাল হোসেন বাড়িটির মালিক। তিনি কুয়েতপ্রবাসী। দুই বোনের মধ্যে তিনি বড়। তিনি বাবার বাড়ির কাছেই আরেকটি বাড়িতে থাকেন।

বাসা ভাড়া দেওয়া ও অন্যান্য বিষয়ে জোনাকি রাসেল বলেন, তার বাবার বাড়িতে টু-লেট টাঙানো ছিল। গত ১ সেপ্টেম্বর মো. ইমতিয়াজ আহমেদ পরিচয় দিয়ে একজন নিচতলার বাসাটি দেখতে আসেন। তখন ওই ব্যক্তি নিজেকে অনলাইন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন এবং বলেন যে বাসায় তিনি, তার স্ত্রী ও এক বাচ্চা থাকবে। মাঝেমধ্যে স্ত্রীর বোন এসে থাকবেন। ১০ হাজার টাকায় তিনি বাসাটি ভাড়া নেন। ৩ সেপ্টেম্বর পরিবার নিয়ে তিনি সেখানে ওঠেন।

বাড়িওয়ালার মেয়ে দাবি করেন, বাসা ভাড়া দেওয়ার পর তিনি বেশ কয়েকবার ওই বাসায় গেছেন। বাসায় ল্যাপটপ, খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ দেখেছেন। তিনি বলেন, ‘উনারা কখনো বের হতেন না। বাসায় ওঠার সময় বাচ্চার বয়স ছিল ৪০ দিন।’ কেন বের হন না?—জানতে চাইলে বলতেন, হিজড়ারা বাচ্চা দেখলে টাকা চায়। সে কারণে বের হন না।

তিনি বলেন, ‘মাঝে মাঝে দুজন নারী ওই বাসায় আসতেন। জিজ্ঞেস করলে বলতেন, মা ও এক আত্মীয়। গ্রামের বাড়ি থেকে এসেছেন।’

বাসা ভাড়া নেওয়ার সময় পরিবারটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়েছে, ভাড়াটে সংক্রান্ত ফরম পূরণ করেছে এবং সে ফরম থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান জোনাকি রাসেল।

পুলিশের অভিযান শুরুর বিষয়ে বাড়িওয়ালার মেয়ে বলেন, শুক্রবার রাত ১২টায় পুলিশ তার বাবার বাড়িতে নক করে। তার মা নিচে নেমে যান। তখন পুলিশ তার কাছে নিচতলার ভাড়াটে সম্পর্কে জানতে চায়। তখন তিনি পুলিশকে বলেন, তার বড় মেয়ে (জোনাকি রাসেল) সব জানেন। তখন তার মা পুলিশকে নিয়ে তার বাসায় যান। তখন তিনি ভাড়াটেদের কাছ থেকে নেওয়া সব কাগজপত্র পুলিশকে দেন। এরপর পুলিশ চলে যায়।

জঙ্গি আস্তানা ঘিরে অভিযানঃ২ শিশুকে নিয়ে ২ নারীর আত্মসমর্পণ : পুলিশ

রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার দিবাগত রাত থেকে তিনতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাড়ি থেকে দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন। তারা হলেন, ‘জাহিদের স্ত্রী ও মেয়ে । তাদের সঙ্গে আত্মসমর্পণ করেছে নব‌্য জেএমবির এখনকার অন‌্যতম প্রভাবশালী নেতা মুসার স্ত্রী ও মেয়ে।’ তাদের মাইক্রোবাসে করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, তিনতলা ওই ভবনের নিচতলায় ‘জঙ্গি আস্তানা’ রয়েছে। যারা আত্মসমর্পণ করেছে, তারা অস্ত্র জমা দিয়েছে। ভেতরে আরও ‘জঙ্গি’ রয়েছে।

সকালে এক ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম বলেন, বাড়িটিতে ‘নব্য জেএমবির শীর্ষ এক নেতা’ রয়েছে। এ ছাড়া নারীসহ একাধিক জঙ্গি রয়েছে। জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে।

ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গেছে।

নির্বাচন সুষ্ঠু হওয়ায় ইসির ধন্যবাদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) সুষ্ঠু হওয়ায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রকিব উদ্দীন বলেন, আমরা সকাল থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সকল টেলিভিশনের খবর পর্যবেক্ষণ করেছি যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তবে আমরা কোথায় কোনো বিশৃঙ্খলার খবর পাইনি। আর যেগুলো পেয়েছি তার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনের পদক্ষেপ সমূহ তুলে ধরেছেন সিইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ে ছিলাম। আমাদের ৯ জন কর্মকর্তা সেখানে ছিলেন। আমরা প্রচুর সংখ্যক সাংবাদিককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য সুযোগ দিয়েছি। তিনজনকে আমরা তাৎক্ষণিকভাবে ৮ হাজার টাকা করে জরিমানা করেছি।

আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর নির্বাচনী ফল মেনে নেওয়ার আগাম ঘোষণা প্রসঙ্গে সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জনগণ যদি রায় মেনে নেয়, তাহলে বিশৃঙ্খলার কোনো সুযোগ থাকে না। আশা করব, দেশের পরবর্তী নির্বাচনগুলোতেও সবাই এভাবেই রায় মেনে নেবে।

নিজ কেন্দ্রেই হারলেন বিএনপি’র প্রার্থী সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন নিজ কেন্দ্রেই হেরে গিয়েছেন।

বৃহস্পতিবার সকালে তিনি নিজ নির্বাচনী এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে এ কেন্দ্রে তিনি পেয়েছেন ৫০৬টি ভোট।

একই কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন এক হাজার ২৫২ ভোট।

অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিজ কেন্দ্রে বিপুল ভোটে জয় পেয়েছেন। আইভীর নির্বাচনী এলাকার শিশুবাগ বিদ্যালয় কেন্দ্র তিনি পেয়েছেন এক হাজার ৫৯১ ভোট। একই কেন্দ্রে সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৬২৮ ভোট।

আমি নিজে রক্তাক্ত হয়ে অন্যকে খুশি করতে প্রকাশ্যে প্রতীকে সিল দিয়েছি

নাসিক নির্বাচনের ফলাফল নৌকার পক্ষে যাবে জানিয়ে সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আইভীকে নয় আমি আমার দলকে ভোট দিয়েছি। নারায়নগঞ্জ বার একাডেমি কেন্দ্রে বিকেলে ভোট দানের পর তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন।

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, আমাদের লক্ষ নিরপেক্ষ নির্বাচন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনও এরকম শান্তিপূর্ণ হবে।

ভোট কেন্দ্রে প্রকাশ্যে প্রতীকে সিল দেয়া আইনের লঙ্ঘন কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমি নিজে রক্তাক্ত হয়ে অন্যকে খুশি করতে এই কাজ করেছি।

বিশাল জয়ে আবারো নারায়ণগঞ্জের নগর মাতা হলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন।

সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের চেয়ে ৭৮ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন।

নাসিক নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। তাদের মধ্যে ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন পুরুষ আর ২ লাখ৩৫ হাজার ২৬৯ জন নারী।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। প্রায় ৫ লাখ ভোটারের ভোটগ্রহণের এ বিশাল কর্মযজ্ঞে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটানার খবর পাওয়া যায়নি।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মেয়র পদে লড়াই করেন সাতজন। আর ২৭ ওয়ার্ডে ২৭টি কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ৯টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

নাসিক নির্বাচন‍ঃ- মোট কেন্দ্র ১৭৪ : প্রাপ্ত ফলাফল ১৬৯টির আইভী ১,৭৩,৮২৬ : সাখাওয়াত ৯৬,৪৬৮

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন শেষে চলছে গণনা। এরই মধ্যে কিছু কেন্দ্রের ফলাফল আসতেও শুরু করেছে। মোট ১৭৪টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৬৯টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১,৭৩,৮২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬,৪৬৮ ভোট।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। প্রায় ৫ লাখ ভোটারের ভোটগ্রহণের এ বিশাল কর্মযজ্ঞে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটানার খবর পাওয়া যায়নি।

প্রধান দু’দলের প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সন্তুষ্ট ভোটাররাও।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মেয়র পদে লড়াই করেন সাতজন। আর ২৭ ওয়ার্ডে ২৭টি কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ৯টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।