১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 140

‘আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের সংক্ষিপ্ত পরিচিতি’

আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফ ইলমে শরিয়ত, তরিকত ও মা’রেফাত প্রচারের এক উজ্জ্বল মারকাজ । হাদীয়ে বাঙ্গাল শাহ কারামাত আলী জৈনপুরী (রহঃ) এর নাতী শাহ সুফি আল্লামা জহুরুদ্দীন আহমাদ আব্বাসী ওয়া সিদ্দিকী (রহঃ) দরবারটির প্রতিষ্ঠাতা । হাদীয়ে বাঙ্গাল শাহ কারামাত আলী জৈনপুরী (রহঃ) সুদীর্ঘ ৫০ বছর বাংলা, বিহার ও আসামে দ্বীনের দাওয়াত দিয়েছেন । যার ফলশ্রুতিতে ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী তাঁর হাতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছেন । তাঁর ইন্তেকালের পর থেকে তাঁর বংশের যোগ্য উত্তরসূরিগণ দেড় শতাধিক কাল পরও সারা বাংলায় ঘুরে ঘুরে মানুষকে ওয়াজ নসীহতের দ্বারা দ্বীনের সঠিক শিক্ষা দিয়ে হেদায়েতের কাজ করে যাচ্ছেন । হাদীয়ে বাঙ্গাল শাহ কারামাত আলী জৈনপুরী (রহঃ) এর উত্তরসূরি গণের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র শাহ সুফি আল্লামা জহুরুদ্দীন আহমাদ আব্বাসী (রহঃ) । যিনি ১৯৫১ সালে আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের জায়গা খরীদ করেন । আল্লামা জহুরুদ্দীন আহমাদ (রহঃ) ১৯৫২ সালে মুন্সিগঞ্জে ইন্তেকাল করেন । তাঁর জানাজার নামাজ পড়ান তাঁর তৃতীয় সন্তান তাঁরই মনোনীত পরবর্তী গদ্দিনাশীন আল্লামা শাহ সুফি সিদ্দিক আহমাদ আব্বাসী জৈনপুরী (রহঃ) । পিতার ইন্তেকালের পর তিনি স্থায়ীভাবে আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবারে বসবাস শুরু করেন । এবং এখান থেকেই তিনি সুদীর্ঘ ৫০ বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে ওয়াজ নসীহতের দ্বারা মানুষকে হেদায়েত করেছেন এবং বাহাছ-মুনাজারা ও ফতুয়া-ফারায়েজ এর মাধ্যমে সঠিক পথ ও মত মানুষকে দেখিয়েছেন । ১৯৯৭ সালের ২৩-শে ডিসেম্বর এ মহান মনিষী দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতবাসী হন । তাঁর জানাজার নামাজ পড়ান তাঁর একমাত্র সন্তান তাঁরই মনোনীত পরবর্তী গদ্দিনাশীন আল্লামা শাহ সুফি নিছার আহমাদ আব্বাসী ওয়া সিদ্দিকী (রহঃ) । ১৯৯৭ সালের ২৯শে ডিসেম্বর রোজ সোমবার দরবারের সকল খলিফা ও মুরিদগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তিনি আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের দায়িত্ব গ্রহণ করেন । বাংলাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠায় এ সিলসিলায় তিনি অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তি হিসেবে স্বীকৃত । সারাদেশে ওয়াজ নসীহতের দ্বারা অসংখ্য মানুষকে তিনি হেদায়েত করেছেন । ২০০৬ সালের ১৩ই মার্চ রোজ সোমবার এ মহান মনিষী দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতবাসী হন । তাঁর জানাজার নামাজ পড়ান তাঁর চতুর্থ সন্তান তাঁরই মনোনীত পরবর্তী গদ্দিনাশীন পীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী হুজুর । ২০০৬ সালের ১৭ই মার্চ রোজ শুক্রবার দরবারের সকল খলিফা ও মুরিদগণের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে উক্ত দরবারের দায়িত্ব গ্রহণ করেন । আলহামদুলিল্লাহ্‌ বর্তমানে তিনি তাঁর পূর্বসূরিগণের মূল যে কাজ ওয়াজ নসীহত করা, ফতুয়া ফারায়েজ দেওয়া ও তালীম তারবিয়তের মাধ্যমে আত্নশুদ্ধির কাজ তা উক্ত দরবারকে কেন্দ্র করে করে যাচ্ছেন । আলহামদুলিল্লাহ্‌ বর্তমানে এ দরবারের পরিচিতি, সুখ্যাতি ও প্রচার সারা দেশে ছড়িয়ে পড়েছে মাশাআল্লাহ । উত্তরোত্তর দরবারকে কেন্দ্র করে দ্বীনি খিদমত বেড়েই চলছে ।।

বর্তমান খেদমত সমূহঃ———
(১) আব্বাসী মঞ্জিল থেকেই বর্তমান গদ্দিনাশীন পীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী হুজুর সারা বাংলাদেশে সফর করে ওয়াজ নসীহতের মাধ্যমে হেদায়েতী কাজ করে যাচ্ছেন ।
(২) বাংলাদেশের সবচেয়ে দামী ও পরিচিত ইসলামী সংগঠন তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ ও তাঁর সহযোগী সংগঠন জামিয়াতুস শাবাব বাংলাদেশ উক্ত দরবারকে কেন্দ্র করেই পরিচিত হচ্ছে ।
(৩) সঠিক আকীদার যোগ্য আলেম তৈরির জন্যে উক্ত দরবারকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ দ্বীনি প্রতিষ্ঠান মক্তব থেকে ইফতা পর্যন্ত মাদ্রাসা পরিচালিত হচ্ছে ।
(৪) দরবার শরীফে নিয়মিত জিকির ও মিলাদ মাহফিলের মাধ্যমে তরিকতের সবক ও চর্চা করা হচ্ছে ।
উভয় সংগঠনের আমীর হিসেবে এবং মাদ্রাসার পরিচালক ও শাইখুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান গদ্দিনাশীন পীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী হুজুর ।।

শিক্ষা শান্তি প্রগতি শুধু মুখেই নয়, হৃদয়েও ধারণ করতে হবে-শিশির

জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মাশফীকুর রহমান শিশির বলেছেন, ছাত্রলীগ একটি আর্দশের প্রতীক। শিক্ষা শান্তি প্রগতি শুধু মুখেই উচ্চারণ নয়, হৃদয়েও ধারণ করতে হবে। কারণ ছাত্রলীগের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।

সোমবার (১১ জুন) সদর উপজেলার বক্তাবলীতে ইউনিয়ন ছাত্রলীগের দোয়া ও ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়নের লক্ষ্মীনগর তারু মার্কেটে ফয়সাল মাহমুদের এ ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. নাজির হোসেন, বক্তাবলী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।

আব্দুল আজিজ বলেন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ছিল অগ্রণী ভূমিকা। ছাত্রলীগ হচ্ছে রাজনীতি শেখার পাঠশালা। তাই ছাত্রলীগ কর্মীদের চরিত্র গঠন ও ভবিষ্যত সোপান এখান থেকেই তৈরি করতে হবে।

12--1নাজমুল আল হাসান সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মামুন, সজিব, রনি, মোঃ মিঠু, তামিম, সীমান্ত, মিলন, নাঈম, আরিফ, মিলন, মারুফ, তুহিন, মেহেদী, নাহিদ, সিহাব, শাকিল, রবিউল, আহাদ প্রমুখ।

বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে বক্তাবলি ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত ছেয়ারম্যান ও বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো:শওকত আলীর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহরিকে খাতমে নুবুওয়্যাতের আমির ও আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর আল্লামা ড. মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো:আতাউর রহমান প্রধাণের সঞ্চালনার আরো উপস্থিত ছিলেন,বক্তাবলি ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি আলহাজ্ব মো:আফাজউদ্দিন ভূইয়া,বক্তাবলি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম কাজী মো:শহিদুল্লাহ,বক্তাবলি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো:আকিলউদ্দিন সিকদার,৮নং ওয়ার্ড সদস্য মো:জলিল গাজী,সমাজ সেবক মো:মোতালেব,মো:বারেক সর্দার,মো:আবুল হোসেন প্রধাণ,মো:মোতালেব সর্দার,মো: শাহজালাল কয়াল,মো:হাসেম কন্ট্রাকটার,মো: শফিক মাহমুদ,মো:আবু তালেব,মো: হাসান আলী,মো:আক্তার হোসেন,মো:তৈয়ব আলী ভুইয়া,আরব আরী ভূইয়া,আ:আজিজ কয়াল, মো: মহিউদ্দিন ভূইয়া,মো:মহিন,আ:কাদির,আব্দুস সালাম আবু,হাজী মো: কবির মীর,মো: জাহেদ আলী,আবুল খায়ের, মোজ্জামেল হোসেন (মোজাম),মো: আসাদ,আবুল কালাম মীর,মো:রনি,মো:সাইফুল,মেহেদী হাসান,মো:নোমান প্রধাণ,মাকসুদুর রহমান বন্টি,মো:জুয়েল ভূইয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোজাত করেন আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর আল্লামা ড. মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

সংগ্রামী নেতারাই ঠাঁই পেয়েছে ছাত্রদলের কমিটিতে: জিয়া

নিউজ প্রতিদিন: বিগত সময়ে আনেদালনে মাঠে ছিল, যারা দলের নিবেদিত প্রাণ তাদের সমন্বয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা কাজের মূল্যায়ন করেছেন।এখানে কোন লবিং কাজ করেনি। যদি লবিংয়ের কমিটি হতো তাহলে মশিউর রহমান রনি কিংবা খাইরুল ইসলাম সজিবের মতো নেতারা শীর্ষ পদে আসতে পারতেন না। আমার বিশ্বাস অতীতের মতো নব গঠিত জেলা ছাত্রদল নেতারা আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে এবং দলের জন্য কাজ করবে। নব গঠিত জেলা ছাত্রদল কমিটি নিয়ে আলাপকালে এসব কথা বলেন ফতুল্লা থানা ছাত্রদল নেতা জিয়াউল উল হক জিয়া।

জেলা ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি মশিউর রহমান রনি খায়রুল ইসলাম সজিবসহ সকল নেতাদেও অভিনন্দন জানিয়ে তিনি বলেন,বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে নারায়ণগঞ্জে বিএনপির আন্দোলন মশিউর রহমার রনির নেতৃত্বে ছাত্রদল অগ্রনী ভুমিকা রেখেছিল। প্রতিটি সংগ্রামে ছাত্রদল যেভাবে রাজপথে থেকেছিল, তার প্রতিদান কেন্দ্রীয় নেতারা আমাদের দিয়েছেন। ছাত্রদল মূলদলের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। আশা করি অতীতের চেয়ে আরো শক্তিশালী হবে নব গঠিত ছাত্রদল। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না। আমাদের নেতা আলহাজ্ব শাহ আলমের নির্দেশনায় সম সময় মাঠে কাজ করে যাবো। দলের স্বার্থে যে কোন আন্দোলন সংগ্রামে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির সাথে ফতুল্লা থানা ছাত্রদল রাজপথে থাকবো।

ফতুল্লা থানা ছাত্রদলের পরিচিত মুখ জিয়াউল হক জিয়া বলেন, ‘আমাদের নেত্রী, আমাদেও মা সমতুল্য বেগম খালেদা জিয়াকে বর্তমান জালিম সরকার অন্যায় ভাবে জেলে রেখেছে। ছাত্রদলের সকল নেতাকর্মীরা মাকে জেল থেকে মুক্ত করতে নারায়ণগঞ্জের জেলা ছাত্রদল থেকেই কঠোর আন্দোলনের ডাক দেবো।

উল্লেখ্য, গত ৫ জুন মশিউর রহমান রনিকে সভাপতি ও খাইরুল ইসলাম সজিবকে সাধারণ সম্পাদক কওে ১২ সদস্যের জেলা ছাত্রদল কমিটি ঘোষনা করেছে কেন্দ্রীয় ছ্ত্রদল।

 

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ ও অঙ্গসংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :-সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জুন) বিকালে নারায়ণগঞ্জ লিংক রোডের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে এ দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের অন্তত ২ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান। প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন প্রধান, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, সহ-সভাপতি গোপীনাথ, যুগ্ন সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ডা. আবু জাফর (বিরু), জেলা কৃষকলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. সামছুল ইসলাম, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপির সহধর্মীনী লিপি ওসমান, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমূখ।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এম শওকত আলীর শুভেচ্ছান্তে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সাদেকুর রহমান সাদেক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, হাজী রিয়াজ উদ্দিন রেনু, মতিউর রহমান বেপারী, যুগ্ন সম্পাদক বাবু কালীপদ মল্লিক, আলী হোসেন আলা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল লতিফ, থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিক প্যানেল মেয়র- আলহাজ্ব মতিউর রহমান মতি, যুগ্ন আহ্বায়ক এমএ জামান, যুবায়ের আহমেদ মনসুর, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারন সম্পাদক দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক আশরাফুল ইমাঈল রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানী, ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পদক ফাইজুল ইসলামসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ এবং সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমূখ।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের পরলোকগত সকল সদস্যদের রুহের মাগফেরাত এবং জননেত্রী শেখ হাসিনা এবং একেএম শামীম ওসমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

দলমত নি‌র্বি‌শে‌ষে সক‌লের অংশ গ্রহ‌নে আলোকিত বক্তাবলী’র ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত

নারায়ণগঞ্জ: বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বলেছেন, এলাকার উন্নয়ণে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। উন্নয়ণের ক্ষেত্রে কোন দল নেই। দলীয় বৃত্তের মধ্যে আবদ্ধ সবাইকে বেরিয়ে এসে এলাকার উন্নয়ণের জন্য একাত্ম হতে হবে।

শুক্রবার (৮ জুন) কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন-আলোকিত বক্তাবলী’র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও দলমত নির্বিশেষে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়।

কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যদি আপনি সত্যিই দূর্নীতিগ্রস্থ হয়ে থাকনে তবে স্বসম্মানে কেটে পড়েন। একজন শিক্ষকের জন্য এটা সম্মানজনক। কারণ খুব শিগগির বিদ্যালয়ে অডিটের মাধ্যমে আর্থিক অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব মতিউর রহমান।
মতিউর রহমান বলেন, যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমরা বিদ্যা অর্জন করে প্রতিষ্ঠিত হয়েছি সে প্রতিষ্ঠান এ জীর্ণদশা দেখে সত্যি খুব দু:খ লাগে। একসময় এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বের হয়ে স্বস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও এখন শিক্ষার মান নিম্নমুখি। সবাইকে মিলে বিদ্যাল‌য়ের দুনী‌র্তি‌কে প্র‌তিহত ক‌রে বিদ্যাল‌য়ের শিক্ষার সুষ্ঠ প‌রি‌বেশ ফি‌রি‌য়ে আন‌তে হবে।

সংগঠনের সভাপতি এড. আল আমিন সিদ্দিকীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-ন্যাপ নেতা এড. আওলাদ হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএন‌পির সহ সভাপতি আলাউদ্দিন বারী,বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলী‌গের যুগ্ন সাধারণ সম্পাদক শ‌ফিক মাহমুদ পিন্টু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন, সদর থানা যুবলীগ সভাপতি সালেহ আমেদ খোকন, ফতুল্লা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক আলীম উদ্দীন, ডাঃশফিউদ্দীন মিন্টু, কানাইনগর ছোবহানীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ সরকার দুলাল, সমাজসেবক আব্দুল বারেক মোল্লা,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক দপ্তর সম্পাদক মাশফীকুর রহমান শি‌শির, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যাল‌য়ের সভাপ‌তি না‌জির হো‌সেন,‌নিউজ প্র‌তি‌দিন ডট নে‌টের সম্পাদক আবুল কালাম আজাদ, বক্তাবলী ইউনিয়ন ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক ম‌হিউদ্দীন মোল্লা, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন, রাসেল চৌধুরী, আমজাদ হোসেন, মতিন খাঁন, আতাউর রহমান, জলিল গাজী, আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রবি, ইকবাল মাহমুদ।

আ‌লো‌কিত বক্তাবলী’র সাধারণ সম্পাদক আঃ আজি‌জের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শহীদ উল্লাহ, দেলোয়ার হোসেন, ইদ্রিস দেওয়ান, সোহরাব হোসেন, মামুন, সারোয়ার ইসলাম, সমাজসেবক আকবর আলী, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাফায়েত উল্লাহ,রিপন, সাইদুর, জনি গাজী, নাজমুল, তামীম, আরিফ, রনি, ইমরান বেপারী প্রমুখ।

ফতুল্লার মুসলিমনগরে ডিস ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিস ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র করে মুসলিমনগরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ফতুল্লা থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম এ মান্নান পিটিয়ে আহত করেছে জাপা নেতা যুব সংহতির সাবেক সভাপতি ও ব্যবসায়ী আওলাদ হোসেনকে। ৬ জুন বুধবার দুপুর ১টায় নয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত আওলাদকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানাযায়, এলাকার ডিস ব্যবসাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই মান্নান-সেলিম গ্রুপ একত্রিত হয়ে আওলাদকে হুমকি দিয়ে আসছিল। দফায় দফায় তারা আওলাদের লাইনের তার কেটে ও মেশিন বক্স চুরি করেও নেয়। এসব ঘটনা নিয়ে থানায় অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের করা হয়। সম্প্রতি স্টাফদের মারধরের অভিযোগ এনে মান্নান সহ বেশ কয়েকজনকে আসামী করে মামলা করেছিলেন আওলাদ হোসেন। এ নিয়ে ক্ষুদ্ধ হয়ে উঠেন থানা ছাত্রলীগের এ সাধারণ সম্পাদক। মামলা তুলে না নিলে আওলাদের ব্যবসাসহ তাকে দেখে নেয়ারও হুমকি দেন বলে অভিযোগ উঠেছিল।

অবশেষে  দুপুরে নারায়ণগঞ্জ সদর থেকে বাসায় ফেরার পথে নয়া বাজার এলাকায় আসার পর আওলাদের উপর হামলা চালায় মান্নান ও বিল্লাল ওরফে ভাতিজা বিল্লাল। এসময় তারা আওলাদকে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্বকভাবে আহত করে।

আওলাদের অভিযোগ, ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে আমি বাসায় ফিরছিলাম। নয়া বাজার আসার পর কিছু বুঝে উঠার আগেই মান্নান পুর্ব পরিকল্পনানুযায়ী আমার উপর হামলা করেছে। আমি ২৩ বছর ধরে এলাকায় ডিসের ব্যবসা করে আসছি। ছাত্রলীগের এই নেতা প্রতি মাসে আমার কাছ থেকে দল চালানোর কথা বলে বখড়া নিতো। দলীয় প্রোগ্রামেও টাকা নিতো। সম্প্রতি সেলিম-সোহেলকে সাথে নিয়ে এবং এলাকার কিছু বখে যাওয়া যুবকদের একত্রিত করে ডিস ব্যবসা নিয়ন্ত্রনের চেষ্টা করে আসছিল। এ বিষয়গুলো থানায় জানানো আছে। এর আগেও তারা যখন ঝামেলা করেছে, আমি শালিষের মাধ্যমে তাদেরকে দুই দফায় ৬ লাখ টাকা দেই। আমি প্রশাসনের কাছে এ সন্ত্রাসীদের বিচার দাবী করছি।

নারায়ণগঞ্জ-৪ আসনের যোগ্য শামীম ওসমান-লিটন

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফরিদ আহমেদ লিটন।

মঙ্গলবার ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলষ্টেশন সংলগ্ন মোল্লা মার্কেটে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি মনে করি প্রধানমন্ত্রীর এই ঘোষণার মাধ্যমে নারায়ণগঞ্জ-৪ আসনের সর্বস্তরের মানুষের প্রাণের দাবী পূরণ হয়েছে। তাই এখন থেকেই আমরা নারায়ণগঞ্জ-৪ আসনের যোগ্য প্রার্থী সাংসদ শামীম ওসমানের শতভাগ সফলতার জন্য একত্রিত হয়ে কাজ করবো।
ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ছাদেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুল কবির হাবীব। সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ, সাংস্কৃতিক সম্পাদক মিন্টু পাল, ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন দেওয়ান,ফতুল্লা ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ বাদশা শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, হাসান, রেজা প্রমুখ।

পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে-হাবিবুর রহমান বাদল

ডেস্ক নিউজঃ পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহবান জানালেন দৈনিক ডান্ডিবার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বাদল। মঙ্গলবার ডান্ডিবার্তা মঙ্গলবার দৈনিক ডান্ডিবার্তা ইফতার মাহফিলে এই আহবান জানান।

ইফতারের আগে হাবিবুর রহমান বাদল বলেন, বর্তমানে পেশাদার সাংবাদিকরা ইমেজ সংকটে পড়েছে। এর জন্য আমরাই দায়ী। সামন্য কিছু টাকার জন্য মাদক ব্যসায়ী, অপেশাদার, রাজনীতিবিদের আইডি কার্ড দিয়ে সাংবাদিক বনিয়ে দিয়ে এ পেশার মধ্যে ইমেজ সংকট সৃষ্টি করেছে। যারা সাংবাদিকতার নামে সাধারণ মানুষকে হয়রানিসহ নানা অপকর্ম করার ফলে আজ সাংবাদিকরা নানা প্রশ্নের সম্মুক্ষিন। পেশাদার সাংবাদিকরা বিভিন্ন মিথ্যা মামলাসহ বিভিন্ন ভাবে হয়রানীর শিকার হচ্ছে। আর কারণ হলো আমাদের নারায়ণগঞ্জের সাংবাদিকদের মধ্যে ঐক্য নেই।

এ সময় আরও বক্তব্য রাখেন-দৈনিক শীতলক্ষা সম্পাদক আরিফ আলম দিপু, দৈনিক সচেতন সম্পাদক কাজী ইসলাম মিয়া, দৈনিক সোজাসাপটা পত্রিকার কামরুল হাসান সোহেল, দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার প্রকাশক রাজু আহাম্মেদ, বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন-ডান্ডিবার্তার বার্তা সম্পাদক ও বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা জিএম মাসুদ, সাবেক সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও ডান্ডিবার্তা রিভাগীয় সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, প্রবীন সাংবাদিক আবুল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মাহফুজুল আলম জাহিদ, দৈনিক মানবজমিনের প্রতিনিধি নুরুজ্জামান, সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর ডালিম প্রমুখ।

না’গঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ মশিউর রহমান রনিকে সভাপতি ও খাইরুল ইসলাম সজিবকে সাধারন সম্পাদক করে ১২ সদস্যের নারায়ণগঞ্জে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাদত্রদল।

মঙ্গলবাল দুপুরে কেন্দ্রীয ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারন সম্পাদক আকরামুল হাসান এই কমিটির অনুমোদন দেন।

অপরদিকে, শাহেদ আহমেদকে সভাপতি ও মমিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।