২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 28

বক্তাবলীতে শওকত চেয়ারম্যানের মনোনয়ন পত্র বৈধ, আবুল হোসেনেরটা বাতিল ঘোষণা

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম শওকত আলীর মনোনয়ন পত্র বৈধ এবং আরেক চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনকে ঋণ খেলাপী দায়ে তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার।

(২১ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভা কক্ষে মনোনয়ন বাছাই পর্বে তার মনোনয়ন বৈধ ঘোষনা করেন নির্বাচন রিটানিং অফিসার উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া।

এর আগে মনোনয়ন বাছাই অনুষ্ঠানে প্রার্থীদের সামনে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা।

এর আগে গত ১৭ অক্টোবর আওয়ামী লীগের দলীয় প্রতীক (নৌকা) নিয়ে মনোনয়ন জমা দেন। উলেখ্য, আগামী ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ১১ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

বক্তাবলী ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী আমজাদ হোসেনের মনোনয়ন পত্র দাখিল

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সমর্থিত মেম্বার পদপ্রার্থী বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের ৯নং ওয়ার্ডের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো. আমজাদ হোসেন বাদন মনোনয়ন পত্র দাখিল করেছেন।১৬ অক্টোবর (শনিবার) সকালে নির্বাচনের রিটানিং অফিসার নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভুঁঞার কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেছেন মেম্বার পদপ্রার্থী মো. আমজাদ হোসেন বাদন। প্রাণীসম্পদ কার্যালয়ের কর্মকর্তা মাহবুব রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

বক্তাবলী ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মহিউদ্দিন ভূঁইয়ার মনোনয়ন পত্র দাখিল

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সমর্থিত মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মহিউদ্দিন ভূঁইয়া মনোনয়ন পত্র দাখিল করেছেন।

১৭ অক্টোবর (রবিবার) দুপুরে নির্বাচনের রিটানিং অফিসার নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভুঁঞার কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেছেন মেম্বার পদপ্রার্থী মো. মহিউদ্দিন ভূঁইয়া। প্রাণীসম্পদ কার্যালয়ের কর্মকর্তা মাহবুব রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

বক্তাবলী ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী রিংকুর মনোনয়ন পত্র দাখিল

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সমর্থিত মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রকৌশলী মো. আবু সাঈদ রিংকু মনোনয়ন পত্র দাখিল করেছেন।

১৭ অক্টোবর (রবিবার) দুপুরে নির্বাচনের রিটানিং অফিসার নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভুঁঞার কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেছেন মেম্বার পদপ্রার্থী প্রকৌশলী মো.আবু সাঈদ রিংকু। প্রাণীসম্পদ কার্যালয়ের কর্মকর্তা মাহবুব রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, পঞ্চায়েত প্রধান নাছির উদ্দিন মাদবর, হাজী শরিয়ত উল্লাহ মাদবর, হাজী আউয়াল মাদবর, জামাল হোসেন মাদবর, মোতালিব মেন্বার, আব্দুল মতিন মাদবর, মো. কলিমউদ্দিন রানা, আবুল হোসেন, রুহুল আমিন, আতাউর, মাইন উদ্দিন, আল আমিন ও আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তাবলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শওকতের মনোনয়ন পত্র দাখিল

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার  বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব এম শওকত আলী তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

১৭ অক্টোবর (রবিবার) দুপুরে নির্বাচনের রিটানিং অফিসার নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভুঁঞার কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এম শওকত আলী।প্রাণীসম্পদ কার্যালয়ের কর্মকর্তা মাহবুব রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

মনোনয়নপত্র দাখিলের সময় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগ সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ‍উপস্থিত ছিলেন।

বক্তাবলী ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী শাহীনের মনোনয়ন পত্র দাখিল

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সমর্থিত মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ইফতেখারুজ্জামান শাহীন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

১৭ অক্টোবর (রবিবার) সকালে নির্বাচনের রিটানিং অফিসার নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভুঁঞার কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেছেন মেম্বার পদপ্রার্থী মো. ইফতেখারুজ্জামান শাহীন। প্রাণীসম্পদ কার্যালয়ের কর্মকর্তা মাহবুব রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

শওকত চেয়ারম্যানের গণ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে রিংকুর যোগদান

নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলীর কানাইনগরে এম শওকত আলীর নির্বাচনী গণ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আবু সাঈদ রিংকু।

শুক্রবার (১৫ অক্টোবর ) দুপুরে বক্তাবলীর রামনগর থেকে আবু সাঈদ রিংকুর নেতৃত্বে বিশাল মিছিলটি কানাইনগরের গণ মিছিলে যোগদান করে।

মিছিলে উপস্থিত ছিলেন, মো. আনোয়ার হোসেন, নাছির মাদবর, হাজী আব্দুল আউয়াল, আব্দুল মতিন, ছলিম উল্লাহ, মোতালিব, আয়েব আলী মাদবর, আসান উল্লাহ, আতাউর, আওলাদ হোসেন, মাইনউদ্দিন, আল আমিন, নুর আলম, সান্ত, আদর ও আলীসহ অসংখ্য নেতাকর্মী।

শওকত চেয়ারম্যানের গণ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জলিল গাজীর যোগদান

নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলীর কানাইনগরে শওকত চেয়ারম্যানের নির্বাচনী গণ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মো. জলিল গাজী।

শুক্রবার (১৫ অক্টোবর ) দুপুরে বক্তাবলীর রাধানগর থেকে জলিল গাজীর নেতৃত্বে বিশাল মিছিলটি কানাইনগরের গণ মিছিলে যোগদান করে।

 

বক্তাবলীর ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নবী হোসেনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. নবী হোসেন উঠান বৈঠক ও নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৫ অক্টোবর (শুক্রবার) বাদ আসর আকবরনগরে সামেদ আলী হাজীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মেম্বার পদপ্রার্থী মো. নবী হোসেন, হাজী আবদুর রহিম সাহেব, হাজী মোঃ ফুলচান মাদবর, হাজী মোঃ মোতালেব খান, সোনা মিয়া মাদবর, ভাসানী মাদবর, আলী হোসেন মাদবর।

এসময় উপস্থিত ছিলেন, হাজী মোঃ ওসমান গনি, কবির হোসেন, মোঃ রাজিব ও আবদুল করিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলীরটেকে হেভীওয়েট মেম্বার প্রার্থী ওহাব সরকার

নিউজ প্রতিদিন ডটনেট : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ওহাব সরকারের জনপ্রিয়তা এবং প্রচার প্রচারণায় প্রতিদ্বন্ধী সকল প্রার্থীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন । ইতিমধ্যে তিনি ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল পেশাজীবি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে নির্বাচনী প্রস্তুতি সহ বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসী বলেন, আলীরটেক ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীদের মধ্যে ওহাব সরকার সবার চেয়ে এগিয়ে। তিনি আসন্ন নির্বাচনে ভোট চাওয়ার মাধ্যমে জনমনে ব্যাপক সাড়া ফেলেছেন এবং সাধারণ মানুষের আলোচনার শীর্ষে রয়েছেন।

তিনি অত্র ওয়ার্ডে গরিব দূঃখী,বয়স্ক, বিধবা মহিলা ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে মানবতার সেবক হিসেবে জনগণের কল্যানে কাজ করে যাচ্ছেন । ৭নং ওয়ার্ডের সকল পেশাজীবি মানুষের একটাই দাবি ওহাব সরকার মেম্বার হিসেবে নির্বাচিত হলে মানুষের সুখে দুঃখে যে কোনো অবস্থায় সব সময় মানুষের জন্য তার সহযোগিতার দরজা খোলা থাকবে। ৭নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা পরিদর্শন করে দেখা যায় এবার ইউপি নির্বাচনে টাকার কাছে বিবেক বিক্রি না করে উন্নয়নের ধারা বৃদ্ধি করার জন্য বিপুল ভোটের মাধ্যমে ওহাব সরকারকে মেম্বার হিসেবে জয়যুক্ত করবে।