২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 45

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন আর নেই 

নিউজ প্রতিদিন : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই ( ইন্নালিল্লাহি… রাজিউন)। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার রাতে তার ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়।

ধলেশ্বরী তীরে’র সভাপতি মিন্টু-সম্পাদক ইমরান

প্রেস বিজ্ঞপ্তি :  ধলেশ্বরী নদীবেষ্টিত বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন-ধলেশ্বরীর তীরে’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। খালেক মাস্টার ডায়বেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রখ্যাত চিকিৎসক ডা. এ কে শফিউদ্দিন আহমেদ মিন্টুকে সভাপতি ও এস্যুরেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রেসবাংলা সম্পাদক আব্দুল্লাহ আল ইমরানকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য’র এ নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাংবাদিক ও ছড়াকার মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

শুক্রবার বিকালে বক্তাবলীর কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ে নতুন এ কমিটি ঘোষণা করে আহবায়ক কমিটি।

কমিটির অন্যরা হচ্ছেন-সিনিয়র সহ-সভাপতি ইকরামুজ্জামান তুহিন, সহসভাপতি মো: তোরিকুল ইসলাম, মাসুম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ফকির, মো: নুরুজ্জামান জিকু, সাংগঠনিক সম্পাদক (২) আবুল কাশেম আকাশ, দপ্তর সম্পাদক মো: মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রকিব উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. আতাউর রহমান রনি, শিক্ষাবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আব্দুল মান্নান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো: ইসমাঈল হোসেন, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন।

কমিটিতে কার্যকরী সদস্যরা হলেন-নওশাদ আলী, নাজির হোসাইন, সালেহ আহমেদ, মীর মোহাম্মদ কবির হোসেন, আবুল হাশেম, আলাউদ্দিন, মাসুদ সরকার, মাহবুব হাসান রতন, মুজিবর রহমান, সাঈদ হোসেন মিলন, বাদশা মিয়া, আলী হোসেন, মো: মোসলেউদ্দিন, আবুল কাশেম মৃধা, কামরুজ্জামান খোকা, তুহিন হাসান মামুন, রাশেদুল ইসলাম সুমন, সাঈদুর রহমান ও আল আমিন।

কাউন্সিলর দিনাকে ছাত্রলীগের হত্যার হুমকি

নিউজ প্রতিদিন : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আয়শা আক্তার দিনা এবং তার স্বেচ্ছাসেবক সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। আর এই হামলা করেছেন সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর কিছু নাম ধারী ছাত্রলীগ নেতা। এমনটাই অভিযোগ করেন কাউন্সিলর দিনা।

১৫ জুন সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের তাঁতখানা এলাকায় অবস্থিত কাউন্সিলর দিনার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর দিনা।

কাউন্সিলর আয়েশা আক্তার দিনা বলেন, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে তাঁতখানা বৌ-বাজার এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের নাম ধারী কিছু ছেলে আমার উপর হামলা করে। একই সাথে আমার অফিসে ভাংচুর করে। এঘটনায় রাতেই থানায় অভিযোগ দায়ের করেছি।

দিনা আরো বলেন, আমার খালা রাশেদা বেগম তার মেয়েকে সিদ্ধিরগঞ্জ বার্মা স্ট্যান্ডে বাসিন্দা শওকতের কাছে বিয়ে দেয়। রাশেদা বেগম তাদের বাড়ি ভাড়া দিয়ে, মেয়ের জামাইর বাড়িতে তারা থাকেন। লকডাউনের পর আমার খালার বাড়ির এক ভাড়া টিয়া ৩ মাস যাবৎ বাড়ি ভাড়া দিতে পারে না। ভড়া টিয়াদের ঘরে ঠিকমত খাবার নেই। আর এই মুহুর্তে আমার খালাতো ভাই রুবেল নামধারী ছাত্রলীগের কিছু ছেলে পেলে নিয়ে ওই ভাড়া টিয়া মহিলাকে হুমকি দমকি দেয়। তখন আমার মামা এই মহিলার ৩ মাসের ভাড়া মওকুফ করে ভাড়া টিয়াদের বাসা ছেড়ে দিতে বলেন। তারা তা মেনে নেন। আমি খালাতো ভাই রুবেলকে বলি মামা খারলার সাথে কথা বলে ভাড়াঠিয়াদের ভাড়া মওকুফ করে আগামি মাসে বাসা ভাড়া ছেরে দিতে বলেছে। তুমি তাদের কোন সমস্যা করবে না।

তিনি বলেন, আমার খালাদের সাথে কোন দন্ধ থাকলে তা আমাদের ব্যক্তিগত বিষয়। আমরা পারিবারিক ভাবে বসে তা মিট করবো। এখানে ছাত্রলীগের কোন কিছু না। রাত ১১ টার পর থেকে আমি মধ্যবর্তি পরিবারে খাবার দেই। কেননা তারা কারো কাছে চাইতে পারে না। আমি রাত সাড়ে ১০ টায় খাবার বিতরনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এর মাঝে আমার খালা এসে আমাকে গালি গালাজ করে। এক পর্যায় তার সাথে আমার তর্ক হয়। এরই মধ্যে ছাত্রলীগের তামিম, আরিফ, রাকিব, অনিক সহ ২০ থেকে ২৫ জন ছেলে আমাদের উপর হামলা করে।

তারা যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে বলে যায়, তারা আমার স্বপরিবারে গুম করে ফেলবে। আমার জনসেবা বন্ধ করে দিবে। যে বাড়িতে আমার অফিস তাদেরকে হুমকি দিয়ে গেছে। আমার গোডাউন ভাংচুর করবে বলে হুমকি দেয়। আমি এমপি শামীম ওসমানকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য ফোন দেই। তিনি রাতে টকশোতে থাকার কারনে আমার ফোন ধরতে পারেনি। তামিম এবং আরিফের নেতৃত্বে আমাকে হত্যা করবে। এর আগে নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হয়েছে। ওই খানে ২ জন জন প্রতিনিধি হত্যা হয়। আমরা তাদের কাছে জিম্মি হয়ে আছি। আমি এমপি শামিম ওসমান এবং প্রশাস সহ নারায়ণগঞ্জের সাংবাদিকদের সহযোগিতা চাই।

ওরা কেন আমার উপর হামলা করলো আমি তার বিচার চাই। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান দিনাকে বলেন, তুমি যার মাধ্যমে যেই ভাবে বিচার চাও ওই ভাবে সঠিক বিচার করে দেয়া হবে। তখন এই সংসদ সদস্যের উত্তরে দিনা বলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান এবং গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহ আলম ভাইয়ের মাধ্যমে সঠিক বিচার চাই। কিন্ত সঠিক বিচার না পেলে আইনের আশ্রয় নিবেন বলে তিনি জানান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, কাউন্সিলর দিনার উপর হামলার ঘটনায় রাত ২টার দিকে একটি অভিযোগ দায়ের করেন।

“ধলেশ্বরীর তীরে’র” আহবায়ক ডা.মিন্টুর জন্মদিন পালন

নিউজ প্রতিদিন :  প্রিয়জন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হলেন বক্তাবলী পরগণার কৃতি সন্তান ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টু। বর্তমান করোনা পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নিজের জন্মদিনের অনুষ্ঠান করতে তিনি আগ্রহী নন। তারপরও তার শুভাকাঙ্খীরা তাকে বিভিন্ন ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন “ধলেশ্বরীর তীরে’র” পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির যুগ্ম-আহবায়ক মোঃ ইকরামুজ্জামান তুহিন এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল ইমরান। এসময় আরো উপস্থিত ছিলেন আলোকিত বক্তাবলীর সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম ও বিশিষ্ট সমাজ সেবক নুরুজ্জামান জিকু। ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টুর আজ ৪৪তম জন্মদিন। ৪৪ বছর আগে এই দিনে তিনি নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে মোঃ আব্দুল খালেক মাষ্টারের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের ৬ষ্ঠতম সন্তান। শৈশবে তিনি ডিক্রীরচর প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন । সেখান থেকে কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করেন এবং এসএসসিতে তিনি মেধার সাথে ভালো ফলাফল করে ঢাকার নটরডেম কলেজে পাড়াশোনা করেন। নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে পাঠ শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে ভর্তির সুযোগ পান। কিন্তু তার এবং পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত হয়ে মানুষের সেবা করবেন । তাই তিনি বুয়েটে ইঞ্জিনিয়ারিং না পড়ে সিলেট মেডিক্যালে ভর্তি হন। সেখান থেকে তিনি কৃতিত্বের সাথে পাশ করে দেশ বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে চিকিৎসা পেশায় নিয়োজিত হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের কনসালটেন্ট ও মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এর কনসালটেন্ট হিসেবে বেশ সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।

ডা. মিন্টু ২০১২ সালে বক্তাবলী পরগণার মানুষের সেবার কথা ভেবে ডিক্রিরচর নিজ গ্রামে তিনি খালেক মাষ্টার ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ডায়াবেটলজিষ্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি বক্তবলী পরগণার আলোচিত সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরে’র আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্বে আছেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ ক্লাবের স্থায়ী সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করছেন। এলাকায় তিনি একজন সৎ, নিষ্ঠাবান, দানবীর ও নিঃশ্বার্থ সমাজ সেবক হিসেবে সাবার কাছে প্রিয়।

জন্মদিন উপলক্ষ্যে ডা. মিন্টু বলেন, জন্মদিনে প্রিয়জনদের ভালোবাসায় আমি অভিভূত। এই ভালোবাসা আমাকে তারা কৃতজ্ঞতায় আবদ্ধ করল এবং ঋনি করল। সকলের ভালোবাসায় সামনের দিনগুলোকে ভালো কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা জোগাল। সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা ও ধন্যবাদ।

বক্তাবলীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতৎ বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও খিচুরি বিতরণ করা হয়েছে।

১৩ জুন (শনিবার) বাদ যোহর বক্তাবলী’র ৫ নং ওয়ার্ডে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য আলহাজ্ব মো. শাহ আলমের সার্বিক সহযোগিতায় ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মুন্সীর তত্ত্বাবধায়নে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন  বিএনপি’র ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. জাকির সরদার, সাধারণ সম্পাদক মো. কাসেম খান, ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন,বিএনপি’র নেতা মো. জয়নাল ফকির  মো. শাহজাহান আলী, নুর মোহাম্মদ, মো. পিন্টু, মো. আলমগীর, এড. মাসুম, মো. রিপন, মো. সাইদ দেলোয়ার, মো. পিয়ার হোসেন, মো. আশ্রাফ, মো. শামীম প্রধাণ, ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ রাজু, মো. মাহমুদউল্লাহ, মো. সালে আহমেদ, ইকবাল, রিফাত, কাউসার, হৃদয় ও চুন্নু ফকির।

 

ভুমি মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারী আবাসন ভুমি পল্লী জামে মসজিদে জুম্মা নামাজ আদায়ে মুসল্লিদের বাধা প্রদান

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের আটি এলাকায় ভুমি মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারী আবাসন ভুমি পল্লী জামে মসজিদের খতিব শাহ আহমদউল্লাহর ধর্মীয় ফতোয়া জারীর ফলে উত্তপ্ত হয়ে উঠেছে উক্ত আবাসন ভুমি পল্লীবাসী। এ বিষয়ে ভুমি পল্লী জামে মসাজদ ও কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বরাবর স্থানীয় বাসিন্দাগন লিখিত অভিযোগ করার পরও কোন সুরাহা হচ্ছেনা বরং পরিস্থিতি দিনদিন ঘোলাটে অবস্থায় যাচ্ছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মসজিদ চালু হওয়ার পর থেকে পুর্বের খতিব ও ইমামগন মুসুল্লিদের নিয়ে নিয়ে গুনাহ মাফের জন্য দোয়া দরুদ ও মোনাজাত পরিচালনা করিয়া এসেছেন। কিন্তু বর্তমান খতিব যোগদানের পর থেকেই বিভিন্ন ফতোয়া দিয়ে বিভিন্ন মত প্রচার করে মুসুল্লিদের ধর্মীয় অনুভুতিতে আঘাত ধর্মীয় বিভেদ সুষ্টি এবং মসজিদের মিম্বরে বসে ধর্মীয় বয়ান না করে আত্মপ্রচার ও নিজ মতের অনুসারী নয় এমন মুসুল্লিদের বিরুদ্ধে নিজ মতের অনুসারিদের প্রচারনা ও উস্কানী দিয়ে ভুমি পল্লী আবাসনের শান্তি বিনষ্ট করে ধর্মীয় বিবাদ সৃষ্টি করেছেন। খতিব সাহেব যোগদানের পর কিছু দিন নামাজের দোয়া-দরুদ ও মোনাজাত পরিচালনা করেছেন। কিন্তু বর্তমানে তিনি দোয়া-দরুদ ও মোনাজাত না করার জন্য ফতোয়া দেন যে,নামাজ বা দোয়া-দরুদের পর মোনাজাত করতে হয়না। এতে করে মুসুল্লিদের ইচ্ছার বিরুদ্ধে তিনি কাজ করছেন। পবিত্র রমজান মাসে রোজার নিয়ত করা যাবেনা এমন ফতোয়া দিয়ে তিনি মুসুল্লিদেরকে বিক্ষুদ্ধ করে তোলেন।

২৫ মে ঈদের জামায়াতে তিনি ফতোয়া জারী করে বলেন, বাবা-মা’র কবর জিয়ারত করা যাবেনা। তার এমন ফতোয়া জারীতে উক্ত আবাসন ভুমিপল্লীর ফ্লাট,বাড়ী,প্লট মালিক ও মুসুল্লিদের মাঝে খতিব আহমদুল্লাহ প্রতি তীব্র জনমত সৃষ্টি হয়েছে। এছাড়া সাধারণ মুসুল্লিদেরকে ধর্মীয়ভাবে আঘাতের একাধিক অভিযোগ রয়েছে এ খতিবের বিরুদ্ধে।

গত সপ্তাহে মসজিদ সবার জন্য উন্মুক্ত থাকলেও অদ্য ১২ই জুন শুক্রবার করোনা ভাইরাসের অযুহাতে ভূমি পল্লী আবাসন কতৃপক্ষের মসজিদে নামাজ আদায় করতে মুসুল্লিদেরকে বাধা প্রদানের অভিযোগ রয়েছে। যা সরেজমিনে জানা যায়। খতিব আহমদুল্লাহর বিরুদ্ধে দোয়া-দরুদ ও মোনাজাত না করা নিয়ে তিনি যে ফতোয়া জারী করেছেন তার প্রতিবাদ করায় অনেক মুসুল্লিদেরকে আবাসন ভুমিপল্লী মুল গেইট দিয়ে প্রবেশ করতে বাধা প্রদান করছেন খতিবের নিজস্ব বলয়ের কিছু লোকজন।গত শুক্রবার জুম্মা নামাজ শেষে মোনাজাত না করা নিয়ে মসজিদের ভেতরে হট্রগোল ও হাতাহাতি দেখা দিলে অফিসের সুপার ভাইজার নুর নবীর হস্তক্ষেপে সমাধান হয় বলে জানা যায়।

কিন্তু অদ্য শুক্রবার ( ১২ জুন ) ভুমি মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারী আবাসন ভুমি পল্লী জামে মসজিদের মুসুল্লিরা জুম্মা নামাজ আদায় করতে আসলে তাদেরকে বাধা প্রদান করা হয় এবং জোড়পুর্বক নামাজ আদায়ের জন্য মুল গেইট দিয়ে মসজিদের প্রবেশের চেষ্টা করা হলে কয়েকজন মুসুল্লিকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।
এ বিষয়ে আবাসন ভুমি পল্লী’র জামে মসজিদের সভাপতি ডা. খিজির হায়াত খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেনি।

আবাসন ভুমি পল্লী জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো.মহাসিনের ব্যবহৃত মুঠোফোনে ( ০১৯২৩৬১৪@@@) কল করা হলে তিনিও তা রিসিভ করেনি।

ভুমি মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারী আবাসন ভুমি পল্লী জামে মসজিদের খতিব শাহ আহমদউল্লাহ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি মুলত ৮/১০টি মিডিয়াতে নিয়মিতভাবে কাজ করছি এমনকি আজও একটি টেলিভিশনে একটি সাক্ষাতকার দিয়েছি। তাছাড়া সিদ্ধিরগঞ্জের এক সাংবাদিক ভাইয়ের সাথেও কথা হয়েছে এ বিষয়ে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ন মিথ্যা।

মোনাজাত,দোয়া ও দরুদের বিষয়টি মসজিদ কমিটির সদস্যদের মাধ্যমেই হয়েছে। আমাদের মসজিদে প্রতিটি জুম্মা নামাজে ভিডিও করা হয় যা আমাদের কাছে রক্ষিত রয়েছে। সেটা দেখলেই বুঝবেন মোনাজাত,দোয়া-দরুদের বিষয়গুলো কিভাবে আলোচনা করা হয়েছিলো।

২৮ জনের স্বাক্ষরিত যে অভিযোগটি দেয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে ১০০ জনের স্বাক্ষরিত একটি চিঠিও কিন্তু তৈরী করা আছে। বিস্তারিত না জেনে কিছু লিখলে এ জগতে নয় আখেরাতেও এর হিসেব দিতে হবে।

ভুমি মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারী আবাসন ভুমি পল্লী’র অফিস সুপার ভাইজার নূরনবীর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি আজ আসিনি তাই কিছু জানিনা। নামাজ পড়তে মুসুল্লিদেরকে বাধা প্রদান এবং শারীরিক নির্যাতন করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এটাতো খারাপ কথা। বাধা দিলো কেনো এবং গায়ে হাত তুলবে কেনো? আচ্ছা বিষয়টি বিস্তারিত জেনে আপনাদেরকে বলবো।

বক্তাবলীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতৎ বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও খিচুরি বিতরণ করা হয়েছে।

৮ জুন (সোমবার) বাদ যোহর বক্তাবলী’র ৩ নং ওয়ার্ডে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য আলহাজ্ব মো. শাহ আলমের সার্বিক সহযোগিতায় ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র নেতা মো. পিন্ট’র তত্ত্বাবধায়নে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন,বিএনপি’র নেতা মো. শাহজাহান আলী, নুর মোহাম্মদ, মো. জিয়াউর হক জিয়া, মো. লতিফ, আওলাদ হোসেন, ইকবাল হোসেন, মানিক চাঁন মিয়া, মো. মনির হোসেন, মো. আসাদ, ও দিদার হোসেন প্রমূখ।

 

ফতুল্লার এনায়েতনগরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শরীফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি স্বপন চৌধুরী।  শনিবার বিকাল ৩ টায় সময় এনায়েত নগর ইউনিয়নের মুসলিমনগর বাজার সংলগ্ন মাদ্রাসায় শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা তাঁতীদলের আহ্বয়াক মোঃ অলিউল্লাহ্ খোকন মাষ্টার, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন নয়ন ও জেলা যুবদল এর সদস্য মোহাম্মদ হাসান আলী মৃধা,ফতুল্লা থানা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ আশানুর রহমান জনি।

এসময় আরো উপস্থিত ছিলেন-জেলা তাঁতীদলের সিনিয়র সদস্য মোহাম্মদ আলী বাবু, ফতুল্লা থানা যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম সুইট, ফতুল্লা থানা যুবদল নেতা ইউনুছ আলী বেপারি,যুবদল নেতা মোঃ আব্দুস সালাম, যুবদল নেতা মোহাম্মদ সাঈদ, থানা যুবদল নেতা মোহাম্মদ দিদার, এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা জিয়াবর, এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা মোঃ মাসুম প্রমুখ।

সংকটাপন্ন করোনা যোদ্ধা খোরশেদের স্ত্রী

নিউজ প্রতিদিন : করোনার দাফন কাফনে এগিয়ে আসা ও নানা কার্যক্রমে আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তিনি ৮০ থেকে ৯০ শতাংশ শ্বাস-প্রশ্বাস অক্সিজেন সাপোর্টের মাধ্যমে সম্পন্ন করছেন বলে জানিয়েছেন খোরশেদ।

রোববার (৩১ মে) দুপুরে এ তথ্য জানান তিনি। এর আগে রাত ১২টার দিকে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে কাচপুরের সাজেদা ফাউন্ডেশনে ভর্তি করান খোরশেদ। তবে রাতে আইসিইউ সাপোর্ট চাইলেই সেটি সম্ভব হয়নি।

এর আগেই গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। এদিকে শনিবার (৩০ মে) নিজেও করোনায় আক্রান্ত হন খোরশেদ।

খোরশেদ জানান, আমার স্ত্রী অবস্থা সংকটাপন্ন। আমি সবার কাছে দোয়া চাই। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তার ৯০ শতাংশ শ্বাসকার্য এখন অক্সিজেন সাপোর্টে সম্পন্ন হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনা করি।

মানবতার ফেরীওয়ালা খোরশেদ করোনায় আক্রান্ত

নিউজ প্রতিদিন : করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনে এগিয়ে আসা দেশ-বিদেশে আলোচিত মানবতার ফেরীওয়ালা কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩০ মে) তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এর আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

কাউন্সিলর খোরশেদ জানান, আজ নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এতে আমার দেহে করোনা ভাইরাসে উপস্থিতি পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) পর্যন্ত ৬১টি মরদেহ দাফন করেছি। বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়িতে থেকেই চিকিৎসা নেবো। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।

তিনি জানান, আমি আক্রান্ত হলেও আমার সব কার্যক্রম চলবে। আমার টিম সক্রিয় থাকবে, আমার ফোন চালু থাকবে। আমি যতদিন বেঁচে আছি করোনা যুদ্ধ থেকে এক বিন্দুও নড়বো না।