২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 61

বক্তাবলীর আকবরনগরে ইটভাটা উচ্ছেদ ও জরিমানা

নিউজ প্রতিদিন: ফতুল্লা বক্তাবলীর আকবর নগরে অনুমোদন না থাকায় ন্যাশনাল ব্রিকস নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা ও উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুুপরে বক্তাবলীর আকবরনগরে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম।

ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসুম জানান, অনুমোদন না থাকায় মেসার্স ন্যাশনাল ব্রিকসকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং স্কেভিটর দিয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। অপর দিকে মেসার্স নাহার ব্রিকস নামক অবৈধ ইটভাটার পক্ষে মহামান্য হাইকোটের নিষেধাজ্ঞা থাকায় উচ্ছেদ করা সম্ভব হয়নি।

এসময় পরিবেশ অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তাবলী রামনগরের শহর আলী মেম্বারের নামাযের জানাজা সমপন্ন

নিউজ প্রতিদিন:ফতুল্লা থানার বক্তাবলী এলাকার রামনগর গ্রামের শহর আলী মেম্বার আর নেই (ইন্না লিল্লাহি ……. রাজিউন) ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বক্তাবলী ইউনিয়ন জাকের পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন । তিনি ৪ ছেলে ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান।

শনিবার সকাল ১০:৩০ মিনিটে রামনগর আব্দুস সামাদ ইদগাঁ মাঠে জানাযা নামাজ সম্পন্ন হয় এবং মুক্তারকান্দি কবর স্থানে তাকে দাফন করা হয়। এসময় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী সহ এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্থরের লোক অংশগ্রহণ করেন এবং বিদেহী আত্মার মাকফেরাত কামনা করেন।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফতুল্লায় চলছে বন্ধ করে দেয়া ইটভাটাগুলো!

নিউজ প্রতিদিনঃ উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালতে ইটভাটা গুলোকে জরিমানা করার পর বন্ধের নির্দেশনা দিলেও অদৃশ্য শক্তির বলে আবারও ফতুল্লার দাপা শৈলকুড়া এলাকায় অবস্থিত ৪টি ইটভাটা পুরোদমে কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে শৈলকুড়া এলাকায় দেখা যায়, ৪টি ইটভাটাতে শ্রমিকরা যেমন কাজ তেমনী ইটভাটাতে কাঠ এবং গাড়ির পুরোনো টায়ার ব্যবহারের নিষেধ থাকলেও কোনটাই মানছেনা মালিকপক্ষ। সে গুলোও ব্যবহার করছে তাদের ইচ্ছেমত। গত ৩রা ডিসেম্বর উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণের অভিযোগে ফতুল্লায় ৪টি ইটভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ইটভাটার ইট নষ্ট করে দেবার পাশাপাশি ওই ৪টি ভাটাকে ১৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। ইট ভাটা গুলো হলো, হাজী শাহাবুদ্দিনের ম্যানুফ্যাকচারার্স (এস.বি.এম), বোরহান হাজীর মের্সাস সাউথ আরবান (এসইউএ), হাজী মনির উদ্দিনের মেসার্স সুপার ব্রিকস(এস.বি.এম), ও সামসুজ্জামানের পপুলার ব্রিকস ম্যানুফ্যাকচারার্স (পি.বি.এম)।

ফতুল্লার দাপা শৈলকুড়া এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই টিমে ছিলেন-নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এস. ইউ. এ ব্রিকসকে ৫ লক্ষ টাকা এস. বি. এম ব্রিকসকে ৩ লক্ষ টাকা,পি.বি.এম ব্রিকসকে ৩ লক্ষ টাকা,এস.বি.এম ব্রিকসকে ৪লক্ষ টাকা । ছাড়পত্র না থাকায়, পরিবেশ দূষণ করার পাশাপাশি উচ্চ আদালতের আদেশ অমান্য করায় মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

সেই সাথে ইটাভাটাগুলোর ইট নষ্ট করে ভাটাগুলো বন্ধ করে দেয়া হয়। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা ও মেজিষ্ট্রেট কর্তৃক অভিযানের শেষে ঐদিন রাত থেকেই ভেঙ্গে দেয়া চুল্লিগুলো পুনরায় সংস্কার করে মাত্র ৭দিনের মধ্যেই আবার ইট উৎপাদনে যায় মুনাফালোভী মালিকপক্ষ। তবে ইট ভাটার ম্যানেজারা জোড় গলায় বলেন,আমাদের ক্ষমতা আছে বলেই আমরা আবারো ইটভাটা চালু করেছি। আপনারা লিখে কিছু করতে পারবেননা। কারন আমাদের টাকার কাছে অনেকেই জিম্মি আছেন। এমনকি পরিবেশ অধিদপ্তরকেও কিছু দিয়েছি নতুবা আমরা কি নতুন করে ইট উৎপাদনে যেতে পারবো নাকি। মেসার্স সুপার ব্রিকস (এস.বি.এম)’র মালিক হাজী মনির উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন,ভাই এমনিতেই আমাদের অনেক ক্ষতি হয়েছে। লেইখ্যা আমাদের আর ক্ষতি কইরেন না। আপনি প্রয়োজনে আমার ইটভাটায় কালকে আসেন বসে চা খাই।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে উপ-পরিচালক সাঈদ আনোয়ার এর সাথে কথা বলতে গেলে তিনি অফিসে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে মুঠোফোনে তার যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেনি।

এমপি শামীম ওসমানকে বাদল-শওকতের ফুলের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন : ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এম সাইফউল্লাহ বাদল সভাপতি ও শওকত আলী সাধারণ সম্পাদক হিসাবে পূনরায় নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এসময় শামীম ওসমানকে মিস্টি মুখও করান নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

সোমবার (২৩ ডিসেস্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরাস্থ এমপি শামীম ওসমানের বাসভবনে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এদিকে শুভেচ্ছা বিনিময়কালে ফতুল্লা থানা আওয়ামীলীগ আগে যেমন শক্তিশালী ছিলো সামনে আরো শক্তিশালী ও গতিশীল করার জন্য এমপি শামীম ওসমান ফতুল্লা থানা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরামর্শ দেন। নারায়ণগঞ্জ জেলার মধ্যে ফতুল্লা থানা আওয়ামীলীগ যাতে সব চেয়ে শক্তিশালী একটি কমিটি হয় সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। আর পূর্নাঙ্গ কমিটি গঠনের সময় সতর্কতা অবলম্ভন করতে হবে। যোগ্য ও দক্ষ লোককে কমিটিতে অন্তর্ভূক্ত করার সু-পরামর্শ দেন শামীম ওসমান। আর শামীম ওসমানের পরামর্শের পর তাকে আশারবানী শুনিয়ে আসেন নব-নির্বাচিত কমিটির সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলী।

এসময় শামীম ওসমান বলেন, সামনে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গুলো গঠনের সময় চিন্তা করবেন প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি ইউনিয়ন যাতে শক্তিশালী হয়। দলকে সু-সংগঠিত করতে হলে যোগ্য ব্যক্তির হাতে নেতার দায়িত্ব দিতে হবে। যেমনটা ফতুল্লা থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা আপনাদের নেতা নির্বাচিত করেছেন। তাই আমি বিশ্বাস করি সাইফউল্লাহ বাদল ভাই ও শওকত ভাইয়ের নেতৃত্বে ফতুল্লা থানা আওয়ামীলীগ পূর্বের চেয়ে আরো শক্তিশালী হবে।

এসময় শামীম ওসমান রাজনৈতিক আলোচনার বাহিরে ফতুল্লার উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। ফতুল্লার কোথায়ও যেন উন্নয়নের কমতি না থাকে সে দিকে লক্ষ্য রাখতে বলা হয়।

এসময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: বাবুল মিয়া, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরিয়ত উল্লাহ বাবু, বক্তাবলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রফিক নান্নু, আওয়ামীলীগ নেতা কাজি মোবারক হোসেন প্রমুখ।

শাহীন চৌধুরীর মৃত্যুতে ফতুল্লা থানা প্রেস ক্লাবের শোক

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী সদস্য মোঃ শাহীন চৌধুরী (৫৫) রবিবার ২২ ডিসেম্বর বিকাল ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…ইলাহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। রবিবার সন্ধ্যা ৭টায় তাঁর নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, পরে তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রীসহ ১ কন্যা এবং ১ পুত্রসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।

সোমবার সকাল ১১টায় ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযা শেষে ফতুল্লা চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হবে।

ফতুল্লা রিপোর্টার্স  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী সদস্য মোঃ শাহীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ফতুল্লা থানা প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

বক্তাবলী ইউ: আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবুলের রক্তাক্ত রাজনৈতিক জীবন

নিউজ প্রতিদিন: আমি মো. বাবুল মিয়া নারায়ণগঞ্জের সিংহ পুরুষ এ কে এম শামীম ওসমান সাহেবের একজন সামান্য কর্মী ও আলহাজ্ব এম শওকত আলীর আস্থাভাজন লোক।

১৯৯৬ সালে আমার রাজনৈতিক গুরু শওকত আলী চেয়ারম্যান এর নেতৃত্বে রাজপথে থেকে রাজনীতি করছি, যার কারণে আমাকে নানান নির্যাতনের শিকার হইতে হইছে।

তখন আমি ওয়ার্ড মেম্বার নির্বাচনে নির্বাচিত হই। নারায়ণগঞ্জের এমপি গিয়াস উদ্দিন আমাকে প্রথমে অনেক রকম লোভ তারপরে অনেক রকম চাপ সৃষ্টি করেন আমাকে তার হয়ে কাজ করার জন্য। কিন্তু আমি রাজি হই নাই আর সেই প্রেক্ষিতে আমাকে কোনো রকম কাজ বরাদ্ধ দিতো না। আমার সকল কাজে বিএনপির লোক বাধা দিতো।

রাধানগর স্কুল মাঠ বরাদ্ধ কাজে আমাকে বাধা দেয় বিএনপির লোক এবং সেখানে আমাকে রক্তাক্ত করেন আমার পেটে কোদাল দিয়ে আঘাত করে।

আমি কারো কাছে বিচার চাওয়ার আগেই। আমার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দেয়। এতো নির্যাতনের পরেও আমাকে রাজ পথ থেকে সরাতে পারে নাই। আমি আমার দিক থেকে শক্ত ভাবেই রাজ পথে ছিলাম দলকে ভালোবেসে আমার নেতা এবং আমার রাজনৈতিক গুরু’কে ভালোবেসে।

শামীম ওসমান এমপি ভাই যখন দেশের বাইরে ছিল তখন রাধানগর স্কুল মাঠে ৪০ টি মাইক লাগিয়ে তার বক্তব্য প্রচার করেছি।

আমি আমার রাজনীতি জীবনে আমার বিএনপির কোনো আত্বীয় স্বজনের সাথে আপোষ করি নাই।

তাই আমারই আপন ফুফাতো ভাই এবং তার চাচাতো ভাইয়েরা মিলে আমার বাড়িতে হামলা করেন।

আমার বাড়িতে একটা নৌকার ক্যাম্প ছিল তা ভেংঙ্গে দেয় এবং আমার বাড়িতে ভাংচুর করেন।

আমি এতো নির্যাতনের পরেও আল্লাহর উপর ভরসা করে ধৈর্য্য ধরে আওয়ামীলীগকে শক্তিশালী করে রাখতে সরে যাই নাই।

আর তখনই বিএনপির লোক আমার পরিবারের উপর হামলা করে। আমার ছোট ভাই জামাল কে আগুন দিয়ে পুড়ে মারার জন্য আমার ঘড়ে আগুন দেয় আল্লাহর অশেষ রহমতে আমার ভাই প্রানে বেচেঁ যায় কিন্তু ঘরটা পুড়েঁ ছারখার হয়ে যায়।

দলের প্রতিটা সমাবেশে অর্থ দিয়ে নিজের সবটা দিয়ে সমাবেশ সফল করার চেষ্টা করে গেছি সব সময় এবং ভবিষ্যতে ও যাবো।

আমার রাজনৈতিক গুরু আলহাজ্ব শওকত আলী চেয়ারম্যান আমার অবদানের কথা সব জানেন তাই আমি আমার রাজনৈতিক গুরু শওকত আলী চেয়ারম্যানের কাছে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক পদের দায়িত টা চাই।
ইনশাআল্লাহ আমি আশা করি আমার রাজনৈতিক গুরু আলহাজ্ব শওকত আলী চেয়ারম্যান আমাকে নিরাশ করবেন না।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জয়তু শেখ হাসিনা।

অনেক দিনের স্বপ্ন আল্লাহ পূরণ করেছেন: আল আমিন ইকবাল

নিউজ প্রতিদিন: বক্তাবলীর রামনগর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আল আমিন ইকবাল বলেছেন, অনেক দিনের স্বপ্ন ছিল, গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করার। আল্লাহ সে স্বপ্ন পূরণ করেছেন। এই স্বপ্নকে এগিয়ে নেবার দায়িত্ব এখন এই গ্রামের সবার।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বক্তাবলীতে রামনগর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের সামনে দিয়ে আসা-যাওয়ার সময় যখন দেখি বাচ্চারা ছুটোছুটি করে তখন আনন্দে আমার চোখ দিয়ে পানি এসে যায়। কারণ আমাদের সময় খেলাধুলার জায়গাও ছিলো না।

আল আমিন ইকবাল আরও বলেন, অনেক দিন পরে হলেও খুব সুন্দর একটা স্কুল হয়েছে, ঈদগা আছে খেলার মাঠ আছে, পাশেই আছে কবরস্থান। এই সৌন্দর্য্য টিকিয়ে রাখতে হলে তোমাদের পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রামনগর পঞ্চায়েত প্রধান নাসির উদ্দিন মাদবর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল বারেক মোল্লা, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, নাজির মাহমুদ, গিয়াসউদ্দিন, ফারুক প্রমুখ।

এসময় শিক্ষক, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন

জননেত্রী শেখ হাসিনা-কাদেরকে শওকত চেয়ারম্যানের পক্ষে জলিল গাজীর শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদের র্নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফতুল্লা থানা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম শওকত আলীর পক্ষে থেকে শুভেচ্ছা জানিয়েছে বক্তাবলী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মো.জলিল গাজী।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা একটি শক্তিশালী কমিটি উপহার দিয়েছেন। এই কমিটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সফলভাবে পালন করতে পারবে।

প্রসঙ্গত শনিবার (২১ ডিসেম্বর)  দুপুর ১টার দিকে ২১তম জাতীয় সম্মেলনের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য। দুইজনেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়। এছাড়া সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদেরর নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আব্দুর রহমান। কণ্ঠভোটে পাস হয়।

জননেত্রী শেখ হাসিনা-কাদেরকে শওকত আলীর পক্ষে খোরশেদ মাস্টারের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদের র্নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফতুল্লা থানা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম শওকত আলীর পক্ষে থেকে শুভেচ্ছা জানিয়েছে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খোরশেদ আলম মাস্টার।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা একটি শক্তিশালী কমিটি উপহার দিয়েছেন। এই কমিটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সফলভাবে পালন করতে পারবে।

প্রসঙ্গত শনিবার (২১ ডিসেম্বর)  দুপুর ১টার দিকে ২১তম জাতীয় সম্মেলনের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য। দুইজনেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়। এছাড়া সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদেরর নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আব্দুর রহমান। কণ্ঠভোটে পাস হয়।

জননেত্রী শেখ হাসিনা-কাদেরকে শওকত আলীর পক্ষে বাবুলের সংগ্রামী শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদের র্নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফতুল্লা থানা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম শওকত আলীর পক্ষে থেকে শুভেচ্ছা জানিয়েছে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো.বাবুল মিয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা একটি শক্তিশালী কমিটি উপহার দিয়েছেন। এই কমিটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সফলভাবে পালন করতে পারবে।

প্রসঙ্গত শনিবার (২১ ডিসেম্বর)  দুপুর ১টার দিকে ২১তম জাতীয় সম্মেলনের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য। দুইজনেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়। এছাড়া সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদেরর নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আব্দুর রহমান। কণ্ঠভোটে পাস হয়।