২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 62

জননেত্রী শেখ হাসিনা-কাদেরকে শওকত আলীর পক্ষ থেকে আনোয়ারের বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি: পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদের র্নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফতুল্লা থানা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম শওকত আলীর পক্ষে থেকে শুভেচ্ছা জানিয়েছে ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বক্তাবলী  ইউনিয়ন আওয়ামী লীগ কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো.আনোয়ার হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা একটি শক্তিশালী কমিটি উপহার দিয়েছেন। এই কমিটি মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সফলভাবে পালন হবে।

প্রসঙ্গত শনিবার (২১ ডিসেম্বর)  দুপুর ১টার দিকে ২১তম জাতীয় সম্মেলনের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য। দুইজনেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়। এছাড়া সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদেরর নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আব্দুর রহমান। কণ্ঠভোটে পাস হয়।

শেখ হাসিনা-কাদেরকে শওকত চেয়ারম্যানের শুভেচ্ছা ও অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি : টানা ৯ম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফতুল্লা থানা আওয়ামী লীগ পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী।

একইসাথে টানা ২য় বারের মতো সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকেও অভিনন্দন জানান তিনি। শনিবার (২১ ডিসেম্বর)দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি।

আওয়ামী লীগের ২১-তম কাউন্সিলে নবম বারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন ওবায়দুল কাদের।

দলীয় সভাপতি শেখ হাসিনা আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করলে মঞ্চে আসে তিন সদস্যের নির্বাচন কমিশন। দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে এ কমিশনের অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা মসিউর রহমান ও সাইদুর রহমান। সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন মতিন খসরু। সমর্থন করেন পীযুষ ভট্টাচার্য।

আর সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আবদুর রহমান। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নির্বাচিত ঘোষণা করেন।

এম শওকত আলীর নেতৃত্বে আ`লীগের সম্মেলনে নেতাকর্মীদের যোগদান

নিউজ প্রতিদিন: ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন ২০১৯ কে সফল করার লক্ষে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলীর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে সম্মেলনে যোগদান ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ফতুল্লা থানা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকৃত ফেস্টুন ব্যানারে সু-সজ্জিত হয়ে সম্মেলনে যোগদান করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদু, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান প্রধাণ, বিএম শফি, সালাউদ্দিন মেম্বার, বৃহত্তম মাসদাইর (৭, ৮, ৯) নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল, ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহাম্মেদ লিটন, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ, শাহাবুদ্দিন, ফতুল্লা থানা যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম রানা,আক্তার হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

আবারও মিজানুর রহমান আজহারির ওয়াজ বন্ধের দাবিতে মানববন্ধন

নিউজ প্রতিদিন: নরসিংদীতে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল বন্ধ তার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে বিশ^ সুন্নী আন্দোলন, বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মিজানুর রহমান আজহারিকে ইসলামের শত্রু আখ্যা দিয়ে বলেন, তিনি ওয়াজ মাহফিলের ছদ্মবেশে জঙ্গিবাদী, উগ্রবাদী কুফরি মতবাদ ছড়াচ্ছেন এবং শানে রেসালাদে অবমাননা করে ঈমানের মূলে আঘাত করে যাচ্ছে। তারা নরসিংদী সদরে আয়োজিত (১৮ ডিসেম্বর) কুফরি সভা বন্ধের পাশাপাশি মিজানুর রহমান আজহারিকে গ্রেপ্তার ও তার শাস্তির দাবি করেন।

মানববন্ধনে মিলন মোর্শেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্বসুন্নী আন্দোলনের কেন্দ্রিয় নেতা আল্লামা আহমদ শাহ মোর্শেদ, মাঈন উদ্দিন টিটু, স্থানীয় নেতা হামিদুল হক পারভেজ, প্রফেসর শাহেদ সরকার, কাউছার আহমেদ, আব্দুজ জাহেরী আজহারী, নাদিম সারোয়ার ছানাউল্লাহ, আশরাফ রনি, আল আমিন প্রমুখ।

গভীর রাতে ইউএনও কম্বল বিতরণ

নিউজ প্রতিদিন: প্রচণ্ড শীতে কাতরাচ্ছে ছিন্নমূল ও অসহায় মানুষ। তাদের কষ্ট অনুভব করে গভীর রাতে কম্বল নিয়ে বের হন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক। তিনি খুঁজে খুঁজে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

বুধবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে ফতুল্লা রেলস্টেশন ও লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও অসহায় লোকদের খুঁজে খুঁজে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন ইউএনও।

হঠাৎ শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে গভীর রাতে কম্বল নিয়ে রাস্তায় বের হন ইউএনও নাহিদা বারিক। প্রথমে তিনি ফতুল্লা রেলস্টেশন গিয়ে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে একটি করে কম্বল দেন। এরপর লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় ঘুরে কম্বল বিতরণ করেন। এ সময় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, সদর উপজেলার হিসাব সহকারী মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও নাহিদা বারিক বলেন, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে একটা করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব বলে আমি মনে করি। যে কারণে প্রচণ্ড শীতেও আমি ঘরে বসে থাকতে পারিনি, কম্বল নিয়ে বাসা থেকে বের হয়ে গেছি।

মানবন্ধনের পর বন্দরে আযহারির মাহফিল বন্ধ

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জের বন্দরে ওয়াজ মাহফিলে বয়ান করার কথা ছিলো আলোচিত সমালোচিত বক্তা ড. মিজানুর রহমান আযহারীর।

বুধবার (১৮ ডিসেম্বর)বন্দর উপজেলার মুছাপুরা ইউনিয়নে তার আসার কথা থাকলেও তাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়াতে তার আগমনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করায় তিনি আসেননি।

এর আগেও তাকে নিয়ে বিভিন্ন জেলায় উত্তেজনা সৃষ্টি হওয়াতে তার পূর্ব নির্ধারিত ওয়াজ মাহফিল পন্ড হয়ে যায়। এবার সেই ধারাবাহিকতায় তামিম বিল্লাহর নেতৃত্বে সুন্নি সম্প্রদায় মিজানুর রহমান আযহারির আগমনের বিরোধিতা করে এবং তাকে ‘ফেরাউনের ভাতিজা’ আখ্যায়িত করে ঝাড়– মিছল বের করে। এরপর থেকেই শুরু হয় উত্তেজনা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, যেহেতু তাকে নিয়ে অনেক উত্তেজনার সৃষ্টি হয়েছে তাই আইনশৃঙ্খলা রক্ষার্থে ওয়াজের আয়োজকদের বলেছি তাকে না আনার ব্যাপারে। তবে ওয়াজের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। ওয়াজ চলবে কিন্তু মাওলানা মিজানুর রহমানের আসার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব।

মঙ্গলবার মাওলানা মিজানুর রহমান আযহারীর আগমন ঠেকাতে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে সুন্নি জামায়াত। সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে লেখালেখিও হয়েছে। তবে তার আগমনকে স্বাগত জানিয়ে আযহারীভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছিল। নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সম্প্রতি দেশের কয়েকজন ইসলামী বক্তার মধ্যে মিজানুর রহমান আযহারী বেশ জনপ্রিয় হয়েছেন। তবে তাকে নিয়ে নানা বিতর্কও চলছে। বিভিন্ন মাহফিলে যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত বাংলাদের জামায়েত ইসলামী দলের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর প্রশংসায় বক্তব্য দিতে দেখা গেছে। এছাড়াও ওয়াজে বিভিন্ন শব্দ ও ভাষার ব্যবহার নিয়েও তার সমালোচনা করা হয়েছে।

এদিকে জানা গেছে, বন্দরের মুছাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কুরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ওয়াজে মিজানুর রহমান আজহারীর আসার কথা ছিল। ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে রাখা হয়েছে দুর্ধর্ষ রাজাকার রফিক চেয়ারম্যানের ছেলে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন।

এম শওকত আলীকে আনোয়ার ও জলিল গাজীর ফুলেল শুভেচ্ছা

নিউজ প্রতিদন: ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. শওকত আলী পূনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন ও বক্তাবলীব ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল গাজী ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা আনোয়ার আলী ও ইয়াছিন প্রমূখ।

এম. শওকত আলীর বক্তাবলীর নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ।

আনোয়ার হোসেন ও জলিল গাজীর নেতৃত্বে নেতৃবৃন্দরা এসময় শওকত আলীকে ফুলের নৌকা উপহার দেন।

শুভেচ্ছা বিনিময় শেষে আনোয়ার হোসেন ও জলিল গাজী গণমাধ্যমকর্মীদেরকে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আলহাজ্ব এম. শওকত আলী ফতুল্লা থানা এলাকার আওয়ামী লীগের ত্যাগি নিবেদিত প্রাণ লড়াকু সৈনিক। তিনি পূনরায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নের রুপকার বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান, বক্তাবলীর মাটি ও মানুষের নেতা এম. শওকত আলীর সুস্বাস্থ্য কামনা করছি।

নারায়ণগঞ্জের বন্দরে মিজানুর রহমান আযহারীকে নিষিদ্ধ ঘোষণায় মানববন্ধন

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জের বন্দরে মাওলানা মিজানুর রহমান আযহারীকে নিষিদ্ধ ঘোষণা করে ঝাড়ু মিছিল ও মানব বন্ধন করেছে সুন্নি জামায়াতের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর)  সকালে বন্দর থানাবাসীর ব্যানারে মিছিলটি বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দর ১নং খেয়াঘাট এলাকা সংলগ্ন সড়কে মানব বন্ধন করে।

তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা গাজী মোঃ তামিম বিল্লাহ আল কাদরি এর সভাপতিত্বে, বক্তারা মাওলানা মিজানুর রহমান আযহারীকে ফেরাউনের ভাতিজা ও নব্য রাজাকার আখ্যায়িত করে তাকে বন্দর থানায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। পাশাপাশি এবিষয়ে বন্দর থানা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় মানব বন্ধনে অংশগ্রহণ করেন, মাওলানা হাসান মুরাদ আল কাদরি, মাওলানা নোমান বিল্লাহ আল কাদরি, মাওলানা আব্বাস উদ্দিন আল কাদরি, বন্দর থানা ইসলামি ফ্রন্ট এর সভাপতি মোঃ সেলিম,সাধারণ সম্পাদক মোঃ সোহেল খান,মুক্তিযুদ্ধার সন্তান নূর ইসলাম, মোঃ সুমন ও মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তাবলীর গোপালনগর স.প্রা. বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও বিজয় দিবস উদযাপন

নিউজ প্রতিদিন:  ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান বিজয় দিবস উদযাপন ২০১৯ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিদ্যালয়টি ১৯১৮ খৃষ্টাব্দে তৎকালীন বৃটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়।

সোমবার (১৬ডিসেম্বর) বক্তাবলীর গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এম শওকত আলী বলেন, আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। আমার অনেক স্মৃতি আছে এই স্কুলে। আপনারা আপনাদের সন্তানদের শিক্ষার প্রতি খেয়াল রাখবেন। কারন আগামী প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নাই।

তিনি আরো বলেন, আপনাদের জন্য সুসংবাদ দিতে চাই আমরা আগামীবছরে মুজিববর্ষ পালন করব ৭ দিন ব্যাপি। আশাকরি সেই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবেন । আপনাদের জন্য অনুষ্ঠানে ফ্রি খাওয়ার ব্যাবস্থা থাকবে।

বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি মোঃ আওলাদ হোসেনের সভপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফাজুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন ভূঁইয়া, ফতুল্লা থানা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল প্রধান, খালেক মাষ্টার ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ শফিউদ্দিন আহমেদ মিন্টু, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, শফিক মাহমুদ পিটু, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, বারেক সরদার, প্রাক্তন শিক্ষক রইছ উদ্দিন, ফরিদা বেগম, আওয়ামিলীগ নেতা খোরশেদ আলম মাস্টার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আতাউর রহমান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফারুক, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রাসেল চৌধুরীর, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মতিন খান, মহিলা ইউপি সদস্য মরিয়ম, হাজেরা, কুলছুম, যুবলীগ নেতা মিন্টু, মহিউদ্দিন ভূইয়া, যুবলীগ নেতা আনোয়ার আলি, আবু সাইদ রিংকু, মোঃ আক্তার, মোঃ জামান, আবু তালেব সহ প্রমুখ।

বিজয় দিবসে বক্তাবলী ইউ: আ’লীগের সা:সম্পাদক প্রার্থী খোরশেদ মাস্টারের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ও বক্তাবলীবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ কাউন্সিল সাধারণ সম্পাদক পদপ্রার্থী খোরশেদ আলম মাস্টার।

এক শুভেচ্ছা বার্তায় খোরশেদ আলম মাস্টার বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লাখ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে এ দেশের মুক্তিকামী মানুষ ঝাঁপিয়ে পড়ে বিজয়ের লাল সূর্য ছিনিয়ে এনেছিলো এইদিনে। বিজয়ের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধুকে।

স্বাধীন এ দেশটা যতোবার পথ হারিয়ে গিয়েছিলো ততোবার সঠিক পথে এনেছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর গতিশীল নেতৃত্বে দেশ দূর্বা গতিতে এগিয়ে চলছে।

খোরশেদ আলম মাস্টার আরো বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রাণপুরুষ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান আমাদের নারায়ণগঞ্জের রূপকার। এই হ্যামিলনের বাশিওয়ালার নেতৃত্বে নারায়ণগঞ্জে শুধু উন্নয়নই নয়, আওয়ামী লীগও শক্তিশালী ও ঐক্যবদ্ধ রয়েছে।

বিজয় দিবসে শুভেচ্ছা মুজিব রণাঙ্গণের সৈনিক ফতুল্লা থানা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শওকত আলীকেও যার কঠোর পরিশ্রমের মাধ্যমে বক্তাবলীর উন্নয়ণ তরান্বিত হচ্ছে।