সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন ॥
লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন পবিত্র হজের মূলপর্ব শুরু হয়েছে আজ সোমবার। মিনা প্রান্তর থেকে ২০ লক্ষাধিক হাজি আরাফাতের ময়দানে পৌঁছাতে শুরু করেছেন। হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত প্রান্তর।
সেলাইবিহীন শুভ্র কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাবিশ্ব থেকে সমবেত মুসলমানরা আজ থাকবেন সেখানে। সোমবার ফজরের নামাজের পর থেকেই আরাফাতের ময়দানে পৌঁছতে শুরু করেছেন হাজিরা। মঙ্গলবার সৌদি আরবে পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এর আগে মিনায় অবস্থান নেয়ার মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় শুরু হয়েছে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা।
রবিবার সারাদিন ও রাত তারা মিনায় কাটান ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে। আল্লাহর নৈকট্য লাভের আশায় মশগুল ছিলেন জিকির ও তালবিয়াতে। নামাজ আদায় করেন জামাতের সঙ্গে।
সোমবার সকালে হাজিরা সমবেত হয়েছেন প্রায় ৬ কিলোমিটার দূরে বিদায় হজের স্মৃতিজড়িত আরাফাতের ময়দানে। চার বর্গমাইল আয়তনের এ বিশাল সমতল মাঠের দক্ষিণ দিকে মক্কা হাদা তায়েফ রিংরোড, উত্তরে সাদ পাহাড়।
সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরও প্রায় পৌনে ১ মাইল বিস্তৃত। পবিত্র এ ভূমিতে যার যার মতো সুবিধাজনক জায়গা বেছে নিয়ে তারা ইবাদত করবেন; হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ পড়বেন।
সৌদি দৈনিক আল-আরাবিয়া জানিয়েছে, বাদশাহ সালমান এবার হজের খুতবা পড়ার দায়িত্ব দিয়েছেন মসজিদে নববীর ইমাম শেখ হুসেইন বিন আবদুল আজিজকে। এ খুতবা রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হবে বিশ্বময়।
এই আরাফাতে উপস্থিত না হলে হজ পূর্ণ হয় না। তাই হজে এসে যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরও অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হয় স্বল্প সময়ের জন্য।
ইসলামী রীতি অনুযায়ী, জিলহজ মাসের নবম দিনটি আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদতে কাটানোই হল হজ।
আরাফাত থেকে মিনায় ফেরার পথে আজ সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ পড়বেন সমবেত মুসলমানরা। মুজদালিফায় রাতে খোলা আকাশের নিচে থাকবেন তারা। এ সময়েই তারা সাতটি পাথর সংগ্রহ করবেন, যা মিনার জামারায় শয়তানকে উদ্দেশ করে ছোড়া হবে।
আগামীকাল মঙ্গলবার সকালে মিনায় ফিরে সেই পাথর তারা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছুড়বেন। এরপর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন। সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
সৌদি আরবের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী বিশ্বের ১৬৪ দেশের ২০ লাখের বেশি মুসলমান এবার হজ করছেন, যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা প্রায় সোয়া লাখ।
দেশ ও দেশের বাইরের সকল মুসলমানকে ঈদ মোবারক-আলহাজ্ব এম শওকত আলী
সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন ॥
ওসমান পরিবারের দুই যুবরাজের নাম ভাঙ্গিয়ে সৈয়দপুরে অবৈধ পশুর হাট!
ডেস্ক নিউজ: নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের দুই যুবরাজের নাম ভাঙ্গিয়ে নারায়ণগঞ্জ গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা কোরবানীর দুটি পশুর হাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সদর উপজেলা প্রশাসন।
রবিবার (১৯ আগষ্ট) বিকেলে পূর্ব সৈয়দপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে প্রজন্মলীগ নেতা পরিচয়দানকারী মো: দেলোয়ার হোসেনের এবং সৈয়দপুর পাঠান নগর বালুর মাঠে মো: লুৎফর রহমান পাখির পরিচালনাধীন কোরবানীর অবৈধ পশুর হাটে অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন।
এরপর এখান থেকে হাটের পশু গুলো স্ব উদ্যোগে অন্যত্র সরিয়ে নিতে আয়োজকদের রবিবার একদিনের সময় বেঁধে দেন।
কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও অবৈধ হাট দু’টিতে পশু বেচাকেনা অব্যাহত রেখেছেন আয়োজকরা।
এদিন সরেজমিন হাট দুটিতে গিয়ে দেখা ও জানাগেছে, প্রশাসনের কোন প্রকারের ইজারা ছাড়াই পাঠান নগর ও সৈয়দপুর মাদ্রাসা মাঠে অবৈধ ভাবে গড়ে উঠা কোরবানীর পশুর হাট দু’টি পরিচালনা ক্ষেত্রে নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রয়াত এমপি নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের এমপি শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করছেন অবৈধ ইজারাদাররা।
শীতলক্ষ্যা নদী দিয়ে বেপারীরা গরু নিয়ে অন্যত্র যাওয়ার পথে জোরপূর্বক তাদের এখানে ধরে নিয়ে আসারও অভিযোগ উঠেছে পাঠান নগর হাটের তদারকির দায়িত্বে থাকা স্থানীয় চিহিৃত মাদক ব্যবসায়ী আরমান ও নাদিমের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলা থেকে এই দু’টি স্থানে কোরবানীর পশুর হাটের কোন ইজারা দেয়া না হলেও আজমেরী ওসমান ও অয়ন ওসমানের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তারের মাধ্যমে এখানে হাট গড়ে তুলেছেন দেলোয়ার ও পাখি। হাট দু’টি শীতলক্ষ্যা নদী সংলগ্ন হওয়ায় নৌপথে এখান দিয়ে অন্য হাটে বেপারীরা গরু নিয়ে যেতে চাইলেও জোরপূর্বক ট্রলার আটকে তাদের এই অবৈধ হাটগুলোতে নিয়ে আসা হচ্ছে।
ফলশ্রুতিতে বৈধ হাটগুলোতে গুরুর সংখ্যা কম থাকলেও এই অবৈধ হাট দু’টিতে প্রচুর পরিমানে গরু দেখা গেছে।
সূত্রমতে জানাগেছে, ঈদের আগ পর্যন্ত এই হাট দু’টি পরিচালনায় জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষ ভাবে ম্যানেজের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় এক সাবেক কাউন্সিলর। যার সাথে এই ওসমান পরিবারেরও গভীর সখ্যতা রয়েছে।
কিন্তু একই ইউনিয়নে স্বল্প দূরত্বের মধ্যে দু’টি অবৈধ হাট বেশ দাপটের সাথেই পরিচালিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তৎসংলগ্ন আরো দু’টি বৈধ হাটের ইজারাদাররা। তাদের অভিযোগ, ডিসি ইউএনও কে ম্যানেজ করেই বীরদর্পে অবৈধ হাট পরিচালনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজকরা। আর এই অবৈধ হাটের আয়োজকরা নিজেদের ওসমান পরিবারের দুই যুবরাজের ঘনিষ্টজন হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করায় স্থানীয়রা তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন বলে জানান, সৈয়দপুর কয়লা ঘাট হাটের পরচিালনার দায়িত্বে থাকা এক ব্যাক্তি।
তবে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বীনা জানান, অবৈধ ভাবে কোরবানী পশুর হাট পরিচালনার অভিযোগে রবিবার দুপুরে সৈয়দপুর পাঠান নগর বালুর মাঠ ও দেলোয়ারের হাটে অভিযান চালিয়েছিল সদর উপজেলা প্রশাসন। এদিন অবৈধ হাট পরিচালনাকারীদের হাট থেকে পশু অন্যত্র সরাতে একদিনের সময় দেয়া হয়েছে। যদি তারপরেও হাটের কার্যক্রম বজায় থাকে তাহলে সেই অবৈধ আয়োজনকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে জানতে সৈয়দপুর পাঠান নগর বালুর মাঠের অস্থায়ী অবৈধ পশুর হাটের দাবীকৃত ইজারাদার মো: লুৎফর রহমান পাখি ও পূর্ব সৈয়দপুর মাদ্রাসা সংলগ্ন মাঠের হাটের ভূয়া ইজারাদার মো: দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
দেশ ও দেশের বাইরের সকল মুসলমানকে ঈদ মোবারক-দেলোয়ার হোসেন
সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন ॥
ফতুল্লায় হিন্দু মেয়েকে নিয়ে মুসলমান ছেলের পলায়ন
ফতুল্লা প্রতিনিধি:ফতুল্লার লালখায় এক হিন্দু ধর্মের নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়েছে মুসলমানের ছেলে।ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে।মেয়ের পিতা অরুণ চন্দ্র দাস জানান, সে সপরিবারে লালখার দুলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকে।তার মেয়ে তন্দ্রা (১৪)কে একি এলাকার বাসিন্দা সেকেম আলীর ছেলে মনির(১৯)দীর্ঘদিন প্রেম ভালোবাসা করিয়া আসিতেছে।অরুণ চন্দ্র দাস তার মেয়ের সাথে মনির কে সম্পর্ক রাখতে নিষেধ করলে, মনির ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগালি করে এবং আমার প্রাননাষের হুমকি দেয় ।বিষয়টি মনিরের পরিবারকে জানালে ,তারা কোনো পদক্ষেপ গ্রহণ না করিয়া উল্টো আমাকে শাশায় ।অবশেষে গতকাল সকালে আমার অজান্তে আমার মেয়ে তন্দ্রা(১৪)কে নিয়ে মনির(১৯) অজানার উদ্যেশে পাড়ি জমায়।এ ব্যাপারে তন্দ্রার পিতা বাদী হয়ে আজ ফতুল্লা মডেল থানায়৩ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন ,মোঃ মনির পিতা সেকেম আলী, মোঃ সেকেম আলী পিতা অজ্ঞাত, সুর বানু স্বামী সেকেম আলী ।
ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়-আব্দুুল হামিদ
মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়।
ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়-আবু সাইদ
মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়।
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফতুল্লার মাহমুদপুর থেকে ১০০ পিছ ইয়াবাসহ জাহেদুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভূইঘরের মাহমুদপুরে এস আই আসাদের নেতৃত্বে একদল পুলিশ সদস্য একটি বাড়িতে হানা দিয়ে ১০০ পিছ ইয়াবাসহ জাহেদুল (২৭)কে হাতে নাতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত জাহেদুলের পিতার নাম মোস্তফা কামাল।
দেশ ও দেশের বাইরের সকল মুসলমানকে ঈদ মোবারক-সোহেল মাহাম্মুদ
সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন ॥









